Conversation | Others (অন্যান্য)
Others:
➢ সে কখনো পরের নিন্দা করে না
➢ He never speaks ill of other
➢ সে বেশ চমৎকার লোক
➢ He is quite a nice man or He is fine fellow
➢ সে দাড়ি রাখে
➢ He wears a beard
➢ হীরা তাকে মেরে ধুনে দিয়েছে
➢ Hira has beaten him to a mummy
➢ সৎ পরিশ্রমের দ্বারা জীবনধারণ করা
➢ Live by honest labor ; Earn an honest penny.
➢ সেখানে কোন জনমানব নেই
➢ The place is without any human habitation
➢ সেই দিন অবধি
➢ From that day forward
➢ সে-ই তলে তলে সব করাচ্ছে
➢ He is at bottom of all these things; It is he who is pulling the wires from behind.
➢ সে সব টাকা ফুঁকে দিয়েছে
➢ He has squandered away all his money.
➢ সে রামকে একচোট ধোলাই দিয়েছে
➢ He has given Ram a good beating ; He has beaten Ram to a mummy.
➢ সে ভেবে ভেবে দড়ি হয়েছে
➢ He has been reduced to a skeleton through anxiety ; He has worn himself out by worries
➢ তার পোশাক তার পদমর্যাদার সঙ্গে খাপ খায় না
➢ His dress is not in keeping with his position
➢ ঘটনাচক্রে পড়িয়া তাহাকে ইহা করিতে হইয়াছে
➢ He had to do it under pressure of circumstances.
➢ সাংবাদিকগণ প্রধান মন্ত্রীকে ছাঁকিয়া ধরিল
➢ The Prime Minister was besieged by the journalists.
➢ টুকরা-টাকরা জিনিস নিয়েএতো মারামারি কেন?
➢ Why do you fight for such odds and ends?
➢ আপনার প্রতিপাল্য আমাদের বিদ্যালয়ের ছাত্র
➢ Your ward is the student of our school.
➢ আজ তাহার অক্ষরপরিচয় হইবে
➢ Today he will be given his first lessons
➢ ইহাতে তাহার মনে কোন অঙ্কপাত হইল না
➢ This made no impression on his mind.
➢ সে ভাল তাই সকলে তাকে ভালবাসে
➢ He is good, so all love him.
➢ সে থর থর করে কাঁপতে লাগল
➢ He began to shake violently
➢ সে তোমাকে দেখে দাঁত খিচুচ্ছে
➢ He is making faces at you.
➢ সে জ্বরের ঘোরে বকছে
➢ He is delirious because of fever.
➢ সে ছাড়িবার পাত্র নয়
➢ He is too tenacious
➢ সে কোন পক্ষীয় লোক
➢ To which party does he belong?
➢ সকলকে সমানভাবে প্রশংসা করতে গেলে কাউকেই প্রশংসা করা হয় না
➢ Praising all alike is praising none
➢ আমি না হেসে থাকতে পারলাম না
➢ I could not help laughing
➢ আমি তাকে নির্দোষ বলে বিশ্বাস করি
➢ I believe him to be innocent
➢ ক্ষমা করা স্বর্গীয় গুণ
➢ To forgive is divine
➢ শীত যাই যাই করেও যাইল না
➢ The cold weather was about to disappear but did not
➢ ফুটন্ত জলে হাত দিও না
➢ Do not put you hand into boiling water
➢ ফুটন্ত ফুলের মাঝে দেখরে মায়ের হাসি
➢ Just have a look at the sweet smile of the divine mother in the blooming flowers
➢ যা প্রতিকার করা যায়না তা সহ্য করতে হয়
➢ What can not be cured must be endured
➢ শীত যাই যাই করেও যাইল না
➢ The cold weather was about to disappear but did not
➢ ফুটন্ত জলে হাত দিও না
➢ Do not put you hand into boiling water
➢ ফুটন্ত ফুলের মাঝে দেখরে মায়ের হাসি
➢ Just have a look at the sweet smile of the divine mother in the blooming flowers
➢ যা প্রতিকার করা যায়না তা সহ্য করতে হয়
➢ What can not be cured must be endured
➢ আমি কি চাই তা কি অনুমান করতে পার ?
➢ Can you guess what I want?
➢ তিনি যে অসৎ তা আমার জানা ছিল
➢ That he is dishonest was known to me
➢ যে ছেলেটিকে কাল আমার সঙ্গে দেখেছিলে সে আমার ছোট ভাই
➢ The boy whom you saw with me yesterday is my younger brother
➢ যে কুকুর ঘেউ ঘেউ করে, সে কখনো কামড়ায় না
➢ The dog that barks never bites
➢ এই বাগানটির কথা আমি তোমাকে বলেছিলাম
➢ This is the garden of which I spoke to you
➢ যতক্ষণ সে না আসে, এখানে অপেক্ষা কর
➢ Wait here till (until) he comes
➢ সে এত দুর্বল যে নড়াচড়া করতে পারে না
➢ He is so weak that he can not move
➢ তার যেখানে ইচছা সেখানে যেতে পারে
➢ He may go wherever he likes
➢ বিড়াল না থাকলে ইঁদুর খেলা করে
➢ When the cat away, the mice will play
➢ আমাদের লাভের চেয়ে লোকসান বেশি
➢ We lost more than we gain
➢ তুমি যেরূপ তাড়াতাড়ি লিখতে পার, তিনিও তেমন পারতেন
➢ He too could write as swiftly as you can
➢ পাপের বিরুদ্ধে দাড়াও পাপ সরে যাবে
➢ Resist the devil and he will flee from you
➢ অতিথিরা আসুক, তারপর আমরা খেতে যাব
➢ Let the guests come first and we shall then sit down to dinner
➢ চোরটিকে ছেড়ে দেব আন পুলিশের হাতে দেব?
➢ Shall I let the thief go, or hand him over to the police
➢ রাজা ও ভিখরী উভয়েই মরনশীল
➢ The king as well as the beggar is mortal
➢ হয় ইহা গ্রহণ কর নয় বর্জন কর
➢ Either take it or leave it
➢ ধন বা মান চির দিনের জন্য নয়
➢ Neither wealth nor honer lasts for ever
➢ সে তার কাজ করল, আমি আমার
➢ He did his work and I mine
➢ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চন্দ্র পৃথিবীর
➢ The earth moves around the sun, the moon the earth
➢ আমিই ইহা করেছি
➢ It is I who have done it or I myself have done it
➢ আমার মাথা ঝিমঝিম করছে
➢ I feel rather dizzy
➢ আপনি কোথায় কেনাকাটা করেন?
➢ Where do you do your shopping?
➢ আপনার কাছে কি পচন্দ করার মত বিভিন্ন জিনিস আছে?
➢ Do you have a good variety of things to choose from
➢ জানি না তোমাদের ভালো লাগবে কিনা?
➢ I don't know if you'd really like it
➢ এছাড়া আমি আর কি করতে পারি
➢ What more can i say besides this?
➢ তুমি যাও আর থাকো সে একই কথা
➢ It is all the same whether you go or stay
➢ সে আর এখানে আসে না
➢ He does not come here any more
➢ আর না অনেক হয়েছে
➢ No more, we have enough of it
➢ এই মুহূর্তে এখান থেকে চলে যাও
➢ Leave the place this very moment
➢ কেবল পড়ে গেলে হলো কি আর
➢ Mere reading will not do
➢ খবর শুনে আমি তাকে দেখতে গেলাম
➢ As soon as I heard the news i went to seen him
➢ তিনি নিজেই সমস্ত জানেন
➢ He knows everything himself
➢ তিনি বাড়ি এলেই আমি বের হব
➢ I will go out as soon as he comes home
➢ তিনিই ইংলেন্ডের প্রধানমন্ত্রী
➢ He is no other than the Prime Minister of England
➢ তুমি এলেই হল
➢ It will be quite enough if you come
➢ তোমাকে যেতেই হবে
➢ You must go
➢ ধনী লোকেরাই সুখী
➢ The rich alone are happy
➢ যে কেউ গেলেই হলো
➢ It will be quite enough if somebody goes
➢ সে এটাই চাইছে
➢ This is exactly what he wants
➢ সে এখানে আসবেই আসবে
➢ He will come here without fail
➢ সে তো সেখানে যায়ই নি
➢ He did not even go there
➢ আমি একদিনে এ পড়ে শেষ করতে পারব না
➢ I shall not be able to get through so much study in one day
➢ এ কথায় সে রেগে ওঠল
➢ At this he flew into a rage
➢ এ রং কি উঠে যাবে?
➢ Will this color fade?
➢ খোকার দাঁত উঠছে
➢ The baby teething the teeth
➢ মুন্নীর চুল উঠে যাচ্ছে
➢ Monni's hair is falling off
➢ সে একাদশ শ্রেণীতে উঠেছে
➢ He has been promoted class XI
➢ অনেক পড়লেও সে পাশ করবে না
➢ He will not pass even though he studies hard
➢ এমন ছেলে বাঁচলেও যা মরলেও তা
➢ It is all the same whether such a boy live or die
➢ আমরাও সেখানে ছিলাম
➢ We too were there
➢ তাকে চোর বললেও হয়
➢ You may as well call him a thief
➢ সে এবারও পরীক্ষা দেবে না
➢ He will not appear at he examination even this year
➢ সে ভাতও খেল, রুটিও খেল
➢ He ate both rice and bread
➢ আমার দিকে চোখ পাকিয়ো না
➢ Dont show your temper to me
➢ আমি বইটায় চোখ বুলিয়ে নিয়েছিলাম
➢ I ran my eyes over the book
➢ ছেলেটির ওপর একটু চোখ রেখো
➢ Please keep an eye on the boy
➢ তুমি কি চোখের মাথা খেয়েছ?
➢ Have you lost your eyesight? Can’t you see what happens under your nose?
➢ লোকটার চোখে মুখে কথা বলছে
➢ The man has a glib tongue. The man talks nineteen to the dozen
➢ একটা কলেজ খোলবার প্রস্তাব চলছে
➢ A proposal is on foot to start a college
➢ আমি তো সেখানে যাব না
➢ Why, I am not going there
➢ তুমি কাল যাচ্ছ তো?
➢ Are you going tomorrow, isn't it?
➢ তুমি তো খাও নি ?
➢ You didn't have your meal, did you?
➢ পার তো একবার দেখা কর
➢ See me if you can
➢ সে তো খোকা
➢ He is but a baby
➢ আমি তো তোমার পাওনা মিটিয়ে দিয়েছি
➢ Why, I have paid you off
➢ আগাছা গুলি তুলে ফেল
➢ Uproot the weeds
➢ পতাকাটি কাল তোলা হবে
➢ The flag will be hoisted tomorrow
➢ শেষ পর্যন্ত সে কথাটা তুলল
➢ He raised the question at last
➢ আমি এটা না করে পারলাম না
➢ I could not but do it
➢ আমার দিকে অমন করে তাকানো বন্ধ কর
➢ Stop looking at me like that
➢ যখন তুমি আমার অবস্থানে থাকবে তখন বুঝবে
➢ When you walk in my shoes, you might understand
➢ ভাবতেও ভয় হচ্ছে
➢ It's even awful to think about
➢ প্রত্যেকটি বিভাগে স্বজনপ্রীতি
➢ There is nepotism in every sector
➢ তুমি কি কোন খেলাধুলা কর?
➢ Do you play any sports?
➢ আমি এটা কখন পেতে পারি?
➢ When can I have it?
➢ আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারবেন?
➢ Could you take me to his house?
➢ এই দরে বিক্রি করা অসম্ভব
➢ It is impossible to sell at this figure
➢ এত দেরি হলো কেন?
➢ Why are you so late?
➢ সে আমার পায়ে ধরল
➢ He fell at my feet
➢ পড়ালেখায় মন দাও
➢ Mind you studies
➢ তার জামিন ছিল কে?
➢ Who stood security for him?
➢ আপনার কাছে আমি বিশেষ বাধিত
➢ I am much obliged to you
➢ রাতের খাবারের জন্য কি কি হয়েছে?
➢ What have you got for dinner?
➢ কি পান করবেন?
➢ What drink will you have?
➢ আগামী কাল রায় বের হবে
➢ Judgement will be delivered tomorrow
➢ রায় মুলতবি থাকল
➢ Judgment is reserved
➢ বাড়িটির ভেতর দিয়ে পথ আছে
➢ There is a passage through the house
➢ কুকুরটাকে বেধেঁ রাখ
➢ Keep the dog chained
➢ তাদের সকলেই শাস্তি পেয়েছে
➢ Every one of them has been punished
➢ আজ তার এখানে আসার কথা
➢ He is expected to come here today
➢ আমি একথা বলিনি
➢ I did not say this
➢ ও সব বাজে কথা
➢ That's all nonsense
➢ ও কথা ছেয়ে দাও
➢ Let the matter drop
➢ কথা এই যে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে
➢ The thing is that he has been turned out of the house
➢ তাই তো কথা
➢ That's the question
➢ তার যে কথা সে কাজ
➢ He is as good as his word
➢ সে অনেক কথা
➢ It is a long story
➢ সে অনেক আগের কথা
➢ It happened long ago
➢ সে আমার কথা শোনে না
➢ He does not pay heed to my word
➢ সেই তো কথা
➢ There is the rub
➢ খেলাটা সমান সমান হল
➢ The game ended in a draw
➢ আজকাল ঘরে-ঘরে জ্বর
➢ Now there are cases of fever in every family
➢ নদী কূলে-কূলে ভরা
➢ The river is full to the brim
➢ দলে দলে ছাত্র খেলার মাঠের দিকে যাচ্ছে
➢ Students are going to the playground in batches
➢ পদে-পদে বিপদ
➢ There is danger at every step
➢ মহামারিতে হাজার হাজার লোক মারা গেল
➢ Thousands of people died in the epidemic
➢ মাসে মাসে আমি তোমার খবর নিব
➢ I shall enquire after you every month
➢ লোকটা দোরে-দোরে ভিক্ষা করে
➢ The man begs from door to door
➢ সে মনে-মনে বলল
➢ He said to himself
➢ সে হাড়ে হাড়ে দুষ্ট
➢ He is wicked to the backbone
➢ হাজারে-হাজারে লোক মরছে
➢ People are dying by thousands
➢ কেউ কেউ বলে সে ছোটবেলায় খুব নিষ্ঠুর ছিল
➢ Some say that he was very cruel in his boyhood
➢ যারা যারা এ কাজ করেছে তারা শাস্তি পাবেই
➢ Those who have done this must be punished
➢ যা যা বললাম মনে রেখো
➢ Bear in mind what I have said
➢ আজ বড় শীত শীত করছে
➢ Today I feel rather cold
➢ ছোট ছোট ছেলেদের খেতে দাও
➢ Feed the young boys
➢ তিনি আমার কাছে আশ্চার্য-আশ্চার্য গল্প বললেন
➢ He told me wonderful stories
➢ তোমার মনটা ভার-ভার মনে হচ্ছে
➢ You look rather gloomy
➢ দুজন দুজন করে বাইরে যাও
➢ Go out by twos
➢ মন্দ-মন্দ বায়ু বইছে
➢ A mild breeze is blowing
➢ খেয়ে-খেয়ে তার খিদে মরে গেছে
➢ He has lost his appetite by overeating himself
➢ চেঁচাতে-চেঁচাতে তার গলা ভেঙে গেল
➢ He cried himself hoarse
➢ দেখতে-দেখতে মেয়েটি চাপা পড়ল
➢ The girl was run over before our eyes
➢ পড়াতে-পড়াতে বুড়ো হয়ে গেলাম
➢ I am grown old in teaching
➢ বসে-বসে আর ভাল লাগে না
➢ I am sick of sitting idle
➢ বাজারে যেতে-যেতে তার সঙ্গে দেখা হল
➢ I met him on my way to the market
➢ মেয়েটি নাচতে নাচতে এল
➢ The girl came dancing
➢ ভোর হয়-হয় এমন সময় ট্রেন ছাড়ল
➢ The train started as the day was breaking
➢ সে যাব-যাব করছে
➢ She is thinking of going
➢ লোকটা মরতে-মরতে বেঁচে গেল
➢ The man had a narrow escape or escaped by the skin of his teeth
➢ সন্ধ্যা হয়-হয় এমন সময় সে এল
➢ He came just as it was darkening
➢ সে আমাকে শুনিয়ে-শুনিয়ে কথা গুলো বলল
➢ He said all these within my hearing
➢ সে কাঁদ-কাঁদ হল
➢ He was near to weeping or about to weep
➢ সে ঘোড়ায় চড়ে-চড়ে বিরক্ত হয়ে পড়েছে
➢ He is tired of riding
➢ আমতা-আমতা কর কেন?
➢ Why do you hum and haw?
➢ আমার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছ কেন?
➢ Why do you look blank at me?
➢ আমার পা ঝিনঝিন করছে
➢ I have pins and needles in my feet
➢ আমি তার খোঁজে গ্রামটি পাতি-পাতি করে খুজেছিলাম
➢ I rummaged the village in search of him
➢ জামা-কাপড় সবসময় ফিটফাট রাখবে
➢ Always keep your clothes tidy
➢ কুলু-কুলু শব্দে নদী বয়ে যায়
➢ The river flows with a murmur
➢ গাছটা মড়-মড় করে ভেঙে পড়ল
➢ Crash went the tree
➢ গুরু-গুরু মেঘ ডাকছে
➢ Clouds are rumbling
➢ ছেলেটা সর্বদাই ঘ্যান-ঘ্যান প্যান-প্যান করছে
➢ The boy is constantly grumbling and whining
➢ ঘড়িটা টিক-টিক করছে
➢ Tick-tick goes the clock
➢ ঝম-ঝম করে বৃষ্টি পড়ছে
➢ It is raining cats and dogs
➢ টো-টো করে বেড়িও না
➢ Do not go about aimlessly like a vagabond
➢ ঢং-ঢং ঘন্টা বাজল
➢ Ding dong goes the bell
➢ তাকে দেখেই আমার বুক ধুকধুক করে উঠল
➢ At the very sight of him my heart went pit-a-pat
➢ তিনি হো-হো করে হেসে উঠলেন
➢ He burst into a loud laughter or a guffaw
➢ তোমার জুতাটা মচ-মচ করছে
➢ Your shoe is creaking
➢ ধবধবে সাদা পোশাক পরে মেয়েটি আাসছে
➢ The girl is coming with a glaringly white dress on
➢ বালুকারাশি ধু-ধু করছে
➢ Sand is shimmering
➢ সে খিল-খিল করে হেসে উঠল
➢ She burst into a giggle
➢ মেয়েটি থর-থর করে কাঁপতে লাগল
➢ The girl began to shake like a reed
➢ সে রাগে গস-গস করছে
➢ He is boiling over or simmering with rage
➢ হাত কেটে গিয়ে হু হু করে রক্ত পড়ছিল
➢ The blood was gushing out in streams from the cut in the hand
➢ আমাকে একটু জায়াগা দিন তো
➢ Please make a little room for me
➢ আমার চুল কোঁকড়ানো
➢ I have curly hair
➢ আমার ধন্যবাদ গ্রহণ করুন
➢ Please accept my thanks
➢ তুমি পড়াশুনায় অবহেলা কর কেন?
➢ Why do you neglect your studies?
➢ লোকটির নৈতিক চরিত্র ভাল নয়
➢ He is a man of very low morals
➢ আমাদের কেউ উপস্থিত ছিল না
➢ Neither of us was present
➢ এসো তুমি আর আমি কাজটা করি
➢ Let you and me do it
➢ আমি তাকে বিশ্বস্থ লোক বলে জানি
➢ He is a man who I know is trust-worthy
➢ সে আমার কাছ থেকে বিদায় নিল
➢ He took leave of me
➢ অর্থের চেয়ে বিদ্যা শ্রেষ্ঠ
➢ Learning is preferable to wealth
➢ এ জিনিসটি ঐটির চেয়ে নিকৃষ্ট
➢ This thing is inferior to that
➢ শক্ত মাংস আমি খেতে পারি না
➢ I cannot eat rough meat
➢ এই পেনসিলটা কাট
➢ Please sharpen this pencil
➢ আমি তাকে চোর বলে জানি
➢ I knew him to be a thief
➢ ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল
➢ I was informed of the matter
➢ মনে হয় রোগী মারা যাবে
➢ I am afraid the patient will die
➢ সে কেবল ঘুমাত আর কেছুই করত না
➢ He did nothing but sleep
➢ রাকিব আমার হাত ধরল
➢ Rakib took hold of my hand
➢ ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট
➢ The room is much too small for us
➢ আপনি কার কথা বলেছেন?
➢ Whom are you speaking of?
➢ আমার মুখ বাবার মুখের মত দেখতে
➢ My face resembles my fathers
➢ আমি তাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম
➢ I warned him of this
➢ তুমি কি বইখানা পড়ে শেষ করেছ
➢ Have you finished reading the book
➢ তোমার উপরে আমার কোন বিশ্বাস নাই
➢ I have no confidence in you
➢ তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ আমি অপেক্ষা করব
➢ I shall wait until you come back
➢ সে কোন দেশের লোক?
➢ What country does he belong to?
➢ আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা যান
➢ My father died when I was a child five years old
➢ কখন যাবে বল
➢ Tell me when you are going
➢ তার নাম কি আমি জানি না
➢ I don’t know what his name is
➢ তোমার মত মারুফও বুদ্ধিমান
➢ Maruf as well as you is intelligent
➢ তিনি বকধার্মিক
➢ He is a wolf in sheep's clothing
➢ তিনি আর নেই
➢ He is no more (dead)
➢ তিনি বকধার্মিক
➢ He is a wolf in sheep's clothing
➢ সে বড় টানাটানিতে পড়েছে
➢ He is in financial straits
➢ তিনি আর নেই
➢ He is no more (dead)
➢ তোমাকে মিথ্যাবাদী বললে কিছুই বলা হল না
➢ Liar is a mild term for you
➢ তোমার মুখে ছাই!
➢ Cursed be thou!
➢ চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান হতে
➢ He runs with the hare and hunts with the hounds
➢ দূরে গেলে পোড়ে মন, কাছে থাকলে ঠনঠন
➢ Absence makes the heart grow fonder
➢ না। শুধুই আমরা।
➢ No. It's just us.
➢ কখন জানালে আপনার জন্য ভালো হয়?
➢ What time would you like your wakeup call?
➢ আমি আরো একটি দায়িত্ব নিতে চাই
➢ I want to take on more responsibility
➢ আপনি কি নির্দিষ্ট কিছু খুঁজছেন?
➢ Are you looking for anything in particular?
➢ আর কিছু লাগবে?
➢ Anything else?