Incorrect Omissions | Miscellaneous Examples
242) Third person singular number-এর –s বা -es উহ্য (omitted):
Don’t say: He speak English very well.
Say: He speaks English very well.
যখন Subject-টি হয় he, she, it বা noun-এর singular number, তখন verb-এর present tense হতে -s বা –es যেন বাদ না পড়ে সেদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
(See Exercise 31)
243) Doesn’t-এর পরিবর্তে don’t ব্যবহার করেঃ
Don’t say: He don’t care what he says.
Say: He doesn’t care what he says.
Don’t (=do not); I, we, you, they এবং Plural nouns-এর word-গুলোর সাথে ব্যবহৃত হয়, পক্ষান্তরে doesn’t (=does not); he, she, it এবং 3rd person singular number-এর word-গুলোর সাথে ব্যবহৃত হয়।
(See Exercise 32)
244) Past tense-এর -d বা -ed উহ্য (omitted) রাখা জনিত ভুলঃ
Don’t say: I receive a letter yesterday.
Say: I received a letter yesterday.
Regular verbs-এর past tense হতে যেন -d বা –ed যাতে বাদ না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে, বলার সময় past tense-এর শেষের অংশটুকু পরিষ্কারভাবে উচ্চারিত হওয়া উচিত।
245) Plural form-এর -s বা -es বা -ies উহ্য (omitted) রাখা জনিত ভুলঃ
Don’t say: I paid six pound for the book.
Say: Ipaid six pounds for the book.
Plural number-এর –s, -es বা –ies যেন বাদ না যায়, সে দিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
Note: কতিপয় noun-এর রয়েছে irregular plurals form: man, men; woman, women; child, children; ox, oxen; foot, feet; tooth, teeth; goose,geese; mouse,mice.
246) Possessive-এর শেষাংশের উহ্যতা (omitted):
Don’t say: A hen’s egg is different from a Pigeon.
Say: A hen’s egg is different from a pigeon’s.
যদি কোন তুলনায় প্রথম Noun-টি possessive case-এ হয়, তবে অবশ্যই দ্বিতীয় noun-টিও possessive case-এ হবে। যেমনঃ My mother’s nose is begger than my father’s.
247) Singular countable noun-এর পূর্বে article-এর উহ্যতা (omission) রাখা জনিত ভুলঃ
Don’t say: I’ve no money to buy car.
Say: I’ve no money to buy a car.
সাধারণত, Common noun-এর singular number-এর পূর্বে the বা a বা an ব্যবহৃত হওয়া উচিত।
248) To be-এর পরে a বা an-এর উহ্যতা (omission) রাখা জনিত ভুলঃ
Don’t say: I’m not teacher, I’m student.
Say: I’m not a teacher, I’m a student.
To be-এর singular noun-complement প্রকাশ করতে অবশ্যই এর পূর্বে indefinite article a বা an ব্যবহৃত হবে।
249) Half ‘word’ টির পরে a বা an-এর উহ্যতা (omission) রাখা জনিত ভুলঃ
Don’t say: He drank half glass of milk.
Say: He drank half a glass of milk.
Note: Half a glass (an hour, a day, a mile ইত্যাদি) হল half of a glass (of an hour, of a day, of a mile ইত্যাদি)-এর সংক্ষিপ্ত রূপ।
250) Hundred-এর পূর্বে a বা one-এর উহ্যতা (omission) রাখা জনিত ভুলঃ
Don’t say: Hundred years make a century.
Say: A hundred years make a century.
Or: One hundred years make a century.
Hundred এবং thousand-এর পূর্বে indefinite article: a বা numeral: one অবশ্যই ব্যবহৃত হবে।
251) Make a noise হতে a বা an-এর উহ্যতা (omission) রাখা জনিত ভুলঃ
Don’t say: I told them not to make noise.
Say: I told them not to make a noise.
Note: সর্বদাই to make a mistake, to make a fortune, to make a will, to make an impression, to make an experiment, to make an attempt-এগুলো সঠিক গঠন।
252) জাতীয়তাসমূহের নামের পূর্বে the-এর উহ্যতা (omission) রাখা জনিত ভুলঃ
Don’t say: English are pond of sports.
Say: The English are fond of sports.
দলগত জনসাধারনের বর্ণনায়, জাতীয়তাসমূহের নামের পূর্বে অবশ্যই Definite article: the বসাতে হবে। যেমনঃ The British, The French, The Dutch, The Swiss, The Chinese, The Sudanese ইত্যাদি।
253) Instruments (বাদ্যযন্ত্রের) নামের পূর্বে the-এর উহ্যতা (omission) রাখা জনিত ভুলঃ
Don’t say: I play violin, but not piano.
Say: I play the violin, but not the piano.
বাদ্যযন্ত্রের (instruments) নামের পূর্বে definite article ব্যবহৃত হবে।
254) Cinema word-টির পূর্বে the-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: On Saturday I go to cinema.
Say: On Saturday I go to the cinema.
Cinema, theatre, concert ইত্যাদি word-গুলোর পূর্বে definite article the আবশ্যক হয়।
(For Sextions 247-254 see Exercises 16 and 17)
255) Passive (voice) থেকে to be verb-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: Charles Dickens born in 1812.
Say: Charles Dickens was born in 1812.
আবশ্যক Verb-টির past participle রূপটি to be verb-এর সাথে মিলিত হয়ে সর্বদা passive voice গঠিত হয় (to be + past participle)।
Have another look at…
Indefinite article
Indefinite article ব্যবহৃত হয়ঃ
1) প্রতিটি Singular common noun-এর পূর্বে যদি না the বা এমন কোন word, যেমনঃ this, that, my, his বসে, যেমনঃ I bought a new book (I bought new book নয়).
2) Hundred এবং thousand-এই word-গুলোর পূর্বে, যেমনঃ A hundred soldiers were in the camp.
3) To be verb-এর পরে যখন একটি singular common noun বসে, তার পূর্বে, যেমনঃ Mary’s father is a lawyer.
4) সুনির্দিষ্ট Phrase-গুলোতে, যেমনঃ To make a noise, a mistake, a fortune, an impression; to have a headache, a pain, a cold, a cough.
Indefinite article ব্যবহৃত হয় নাঃ
1) Singular nouns যেগুলোর plural রূপ ব্যবহৃত হয় না, তাদের পূর্বে, যেমনঃ advice, information, work, furniture, bread ইত্যাদি।
Example: He gave me good advice (a good advice নয়).
2) Kind of বা sort of phrase-টির পরে, যেমনঃ What kind of pen do you want?
A, an or one
অনেক ভাষায় Numeral; one, indefinite article a বা an-এর পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু English-এ এভাবে ব্যবহৃত হয় না, One man went into one shop এভাবে না হয়ে হওয়া উচিতঃ A man went into a shop. One কেবল সংখ্যার উপর জোর প্রদত্ত হলে ব্যবহৃত হবে, যেমনঃ One swallow does not make a summer.
256) প্রশ্ন হতে Do auxilliary (verb)-টির উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: You understand the problem?/He understands the problem?/She understood the problem?
Say: Do you understand the problem?/Does he understand the problem?/Did she understand the problem?
প্রশ্ন জিজ্ঞেস করতে, Simple present এবং simple past tense-এ অন্যান্য verb-এর পূর্বে do (does,did) বসাতে হয়।
Note: Can, may, must এগুলোর মত auxilliary verb-এর পূর্বে ‘do’ auxiliary verb-টি ব্যবহৃত হওয়া উচিত নয়, যেমনঃ Can you meet me tomorrow?
(See Exercise 34)
257) Principal verb হিসেবে do-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: Do pupils their work carefully?
Say: Do pupils do their work carefully?
Sentence-টির সঠিক রূপটিতে, প্রথম do-এর নিজস্ব কোন অর্থ নেই এবং কেবল প্রশ্নটি তৈরিতে সাহায্য করেছে; অন্যদিকে দ্বিতীয় do হল বাক্যটির principal (প্রধান) verb এবং এর অর্থ কাজ করা (perform)।
258) সময় নির্দেশক Preposition-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: I was born the third of December.
Say: I was born on the third of December.
সাধারণত কোন কাজের সময় প্রদর্শন করতে Preposition ব্যতীত noun ব্যবহৃত হওয়া উচিত নয়।
Note: উল্লেখ্য যে, Last year, next year, some day, one day, this afternoon ইত্যাদির সাথে preposition ব্যবহৃত হয় না।
259) Infinitive-এর পরে preposition-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: They’ve no house to live.
Say: They’ve no house to live in.
যদি Infinitive-টি একটি intransitive verb (live ইত্যাদির মত) হয়, তবে এর পরে অবশ্যই preposition-টি থাকবে। কিন্তু preposition-টির object-টি উহ্য থাকে।
260) Introductory word হিসেবে there-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: Once lived a great king.
Say: Once there/There once lived a great king.
যে Sentence-এ, subject-এর পূর্বে verb বসে, সেখানে subject-কে পরিচয় করিয়ে দিতে adverb, there ব্যবহৃত হওয়া উচিত।
261) To know verb-টির পরে how-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: She knows to play the piano.
Say: She knows how to play the piano.
To know, verb-টির পরে, infinitive-টি সর্বদা adverb how দ্বারা পরিচিত হয়।
262) Comparative-এর পরে other-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: Homer was greater than all the Greek poets.
Say: Homer was greater than all the other Greek poets.
যেহেতু Homer ছিলেন একজন গ্রীক কবি, তাই প্রথম বাক্যটি তাকে অপেক্ষাকৃত বড় করেছে, যা যুক্তিযুক্ত।
Have another look at…
Verb ‘to be’
Present tense: I am/’m, you are/’re, he (she, it) is/’s; we, you, they are/’re.
Past tense: It was, you were, he (she, it) was; we, you, they were.
Future tense: I, you, he (she, it) will/’ll be; we, you, they will/’ll be.
Present perfect: I, you, have/’ve been, he (she, it) has/’s been; we, you, they have/’ve been.
Past perfect: I, you, he (she,it) had/’d been; we, you, they had/’d been.
Future perfect: I, you, he (she, it) will/’ll have been; we, you, they will/’ll have been.
Uses of the verb to be as auxilliary
Use of the verb to be:
1) Contuinuous tenses গঠন করতে present participle এর সাথেঃ
To be + present participle
Example: The sun was shining in the sky.
2) Passive form গঠন করতে past participle এর সাথেঃ
To be + past participle
Example: The letter was written by John.
263) তুলনাসমূহে Before-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: I’d never seen such a thing.
Say: I’d never seen such a thing before.
একটি বস্তুর সাথে, একই প্রকারের অন্য সকল বস্তুর তুলনা করতে Before word-টি বাদ দেওয়া উচিত নয়।
264) Everybody ইত্যাদির পরে else-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: She is stronger than everybody.
Say: She is stronger than everybody else.
একটি ব্যক্তি বা বস্তুর সাথে, একই প্রকারের অন্য সকল ব্যক্তি বা বস্তুর তুলনা করতে, Everybody, anybody, anything এত্যাদির পরে else, word-টি অবশ্যই ব্যবহৃত হবে।
265) Demonstrative pronoun: one-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: This is the only that I like.
Say: This is the only one that I like.
পূর্বোল্লেখিত Noun-এর স্থলে, demonstrative pronoun one (plural: ones) ব্যবহৃত হয়।
266) Infinitive-এর পূর্বে personal pronoun-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: I want to tell me the truth.
Say: I want you to tell me the truth.
Want, like, wish ইত্যাদির মত verb-গুলোর সাথে, infinitive-টির subject-টি প্রকাশিত হয়, যদি এটি প্রধান verb-টির subject-টি হতে ভিন্ন হয়।
267) Impersonal verb-এর subject হিসেবে it-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: Is very hot in the Sudan.
Say: It’s very hot in the Sudan.
Impersonal verb-এর subject হিসেবে it-pronoun-টি প্রকাশিত হওয়া উচিত।
268) Principal (প্রধান) clause হতে pronoun subject-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: When he saw the teacher, stood up.
Say: When he saw the teacher, he stood up.
কোণ বাক্য Adverbial clause সহযোগে শুরু হলে, principal clause-টির subject হিসেবে personal pronoun-টি অবশ্যই প্রকাশিত হবে।
269) কোন Quotation (উক্তি)-এর পরে personal pronoun-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: ‘I’m learning English,’ said.
Say: ‘I’m learning English,’ he said.
একটি Quotation-এর পরে, reporting verb-এর subject হিসেবে personal pronoun-টি অবশ্যই প্রকাশিত হবে।
270) Transitive verb-এর object-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: I asked her for some paper, but she had not.
Say: I asked her for some paper, but she had none/didn’t have any.
সাধারণত, প্রতিটি Transitive verb-এর একটি প্রকাশিত object থাকে, এখানে, none (not any এর সমতুল্য) হল had-এর object.
271) Direct object-টির উহ্যতা, যখন দুটি object থাকেঃ
Don’t say: I asked him for some ink, and he gave me.
Say: I asked him for some ink, and he gave me some.
Give, bring, send, tell, buy, show ইত্যাদির মত কিছু Transitive verb-এর অবশ্যই দুটি প্রকাশিত object থাকবে, একটি direct এবং অন্যটি indirect object. এখানে some হল gave verb-টির direct object.
272) ‘Enjoy’ verb-এর object-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: I enjoyed during the holidays.
Say: I enjoyed myself during the holidays.
Or: I enjoyed my holidays.
Enjoy verb-টির পরে preposition বসতে পারে না, এর পরে সবসময় অবশ্যই একটি object বসবে। object হতে পারে একটি reflexive pronoun বা একটি noun.
Note: আমরা বলে থাকি, I had a good time (I enjoyed myself); তবে enjoyed my time নয়।
273) Adjective-এর পরে noun-এর উহ্যতা (omitted) জনিত ভুলঃ
Don’t say: The unfortunate was shot dead.
Say: The unfortunate man was shot dead.
Adjective-টির পরে আসা noun-টি ছাড়া বাক্যের বক্তব্যটি বোঝা যায় না, তাই noun-টি অবশ্যই প্রকাশিত হবে।
Note: যখন কোন adjective, plural noun হিসেবে ব্যবহৃত হয়, কেবল তখনই adjective-টির পরবর্তী noun-টি উহ্য থাকে। যেমনঃ The poor envy the rich.
274) Number-গুলোর সাথে ‘and’ word-এর উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: Eight thousand thirty-seven.
Say: Eight thousand and thirty-seven.
একক ও দশকের সংখ্যাগুলোর সাথে Hundred, thousand, million ইত্যাদির সংযোগ স্থাপন করতে and conjunction-টি ব্যবহৃত হবে।
275) Number-গুলোর মধ্যে ‘or’ word-টির উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: I’ve only two, three friends.
Say: I’ve only two or three friends.
ব্যবহৃত Number-গুলোর মাঝে আমরা সবসময় ‘or’ conjunction-টি স্থাপন করব, সুতরাং two or three men, five or six pages, eight or ten days.
276) ‘বয়স’ হতে ‘old’ word-টির উহ্যতা (omission) জনিত ভুলঃ
Don’t say: My sister is fifteen years.
Say: My sister is fifteen years old.
Note: আমরা আরো বলতে পারি, My sister is fifteen years of age, অথবা সাধারনভাবে, My sister is fifteen.
277) For this reason-এর পরিবর্তে for this ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: For this he wants to leave.
Say: For this reason he wants to leave.
For this, phrase-টি অশুদ্ধ, বলতে হবে, for this reason অথবা for that reason; এও বলা যায়, owing to that বা because of that.
278) Had better-এর পরিবর্তে better ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Better go home at once.
Say: You’d better go home at once.
Correct(শুদ্ধ) phrase-টি হল had better: You had better go অর্থ হলঃ তোমার বরং যাওয়া উচিত/ভালো হবে।
279) Upstairs এবং downstairs-এর পরিবর্তে up এবং down ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: He’s up, he’s down.
Say: He’s upstairs, he’s downstairs.
He’s up মানে হল ‘তিনি শয্যাত্যাগী’। He’s upstairs (downstairs) মানে হল ‘তিনি ভবনটির উপর (lower) তলায়।
280) Throw it away-এর পরিবর্তে throw it ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: It’s durty, throw it.
Say: It’s dirty, throw it away.
Throw it মানে হল, কোন একটি বস্তু কারো প্রতি নিক্ষেপ করা, যেমন- একটি বল। Throw it away অর্থ হল, কোন এক পাশে ছুঁড়ে ফেলার মাধ্যমে এটা হতে রেহাই পাওয়া।
281) I don’t think so-এর পরিবর্তে I don’t thik ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I don’t think.
Say: I don’t think so.
I don’t think অর্থ হল, আমি আমার মাথা খাটাই না; পক্ষান্তরে, I don’t think so অর্থ হল, ‘আমি তা মনে করি না বা আমি এই/ঐ মত পোষণ করি না’।
282) The day before yesterday-এর পরিবর্তে before yesterday ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Lynne arrived before yesterday.
Say: Lynne arrived the day before yesterday.
Before yesterday, after tomorrow, after next week ইত্যাদি phrase-গুলো incorrect (অশুদ্ধ)। এদের পরিবর্তে বলুন, the day before yesterday, the day after tomorrow, the week after next.
*Exerciseর জন্য এই লিংকে যান