আউটসোর্সিং ইনস্টিটিউট ক্লাস নোটস | Outsourcinghelp.net Class Notes BD
আউটসোর্সিং ইনস্টিটিউট ক্লাস নোটস - Outsourcinghelp.net Class Notes BD |
আউটসোর্সিং হেল্প নেট বিডি অথবা Outsourcing Help Net আপনারা অনলাইনে বেশি সার্চ করে থাকেন কারন হলো - বাংলাদেশের বেকার শিক্ষিত লোকজন আউটসোর্সিং ইন্সটিটিউট থেকে অনলাইন ইনকাম করা শিখতে চায়। কিন্তু বাংলাদেশে সরকারি ভাবে ট্রেইনিং দেওয়ার জন্য আউটসোর্সিং ইন্সটিটিউট নেই৷ তাই অনেকে এই সুযোগ কাজে লাগিয়ে বেসরকারি ভাবে প্লাটফর্ম গড়ে তুলেছেন। অথচ এদের মধ্যে বেশিরভাগই আউটসোর্সিং এ দক্ষ নয়। এসব ওয়েবসাইট গ্রুপগুলো আউটসোর্সিং শিখানোর নামে বিভিন্ন ফালতু কোর্স চালু করে শত শত যুবক যুবতীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
এসকল প্রতারক গুলো নিজেদের দক্ষ ফ্রিল্যান্সার দাবি করে থাকে। এমনকি আউটসোর্সিং ইন্সটিটিউট এর স্যার উপাধি লাগায়। এসকল অদক্ষ লোকদের কাছ থেকে আপনারা চেস্টা করবেন দূরে থাকতে এবং সঠিক ও দক্ষ ফ্রিল্যান্সারদের কাছে আউটসোর্সিং শিখার চেষ্টা করবেন।
বর্তমানে আউটসোর্সিং শিখার জন্য কনো প্রকার ইন্সটিটিউট এ যাওয়ার প্রয়োজন পড়ে না। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে ও শিখতে টাকা খরচ করতে হয় না। সব কিছুই ফ্রিতে শিখে নিতে পারবেন। কেউ যদি পরিশ্রম ও মেধা কাজে লাগাতে চান এবং আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হন, তবে আপনি গুগল এবং ইউটিউব এর সাহায্যে সকল তথ্য পেতে পারেন এবং ফ্রিল্যান্সিং ব্লগিং এর ফ্রি কোর্স দেখে দেখে শিখে নিতে পারবেন। ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম করার জন্য যা যা করতে হয় তা সব কিছুই এখন গুগল এবং ইউটিউবে পাওয়া যায় তাও একদম বিনামূল্যে।
প্রতিদিন ৩০০ টাকা ইনকাম করার উপায়
আউটসোর্সিং শেখার জন্য আপনাকে জামাল স্যার কিংবা ফ্রিল্যান্সার নাসিম ভাইদের কাছে কোর্স করা লাগবে না। শুধুমাত্র আপনি সঠিক ভাবে গুগলও ইউটিউবে সার্চ করেই অনলাইন ইনকাম কিভাবে করে হয় তা শিখতে পারবেন।
হবে না। গুগলে গিয়ে সার্চ করুন কিভাবে ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করা যায়। অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন কিভাবে ফ্রিতে ব্লগ খুলে টাকা আয় করা যায়।
আপনি চাইলেই মোবাইল দিয়েই পরিশ্রম ও মেধা ব্যয় করে সত্যিকারের অর্থে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
আশা করি, একবার শেখা শুরু করলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার অনলাইনে ইনকাম করার দক্ষতা এসে যাবে।
আপনারা যা সার্চ করে থাকেনঃ
outsourcing help net, আউটসোর্সিং হেল্প নেট বিডি, www outsourcing help net, outsourcing help net by jamal sir, আউটসোর্সিং ইন্সটিটিউট, https www outsourcing help net, আউটসোর্সিং ইনস্টিটিউট জামাল স্যার, www outsourcing institutehelp net, www outsourcing help net com, আউটসোর্সিং ইন্সটিটিউট by জামাল স্যার, outsourcing help net class