Subscribe Our Channel

Grammar | Exclamatory Sentence  (আবেগ সূচক বাক্য)

যে sentence আবেগ প্রকাশ করে, তাকে আবেগ সূচক বাক্য বা Exclamatory sentence বলে। 

আবেগ বা emotion বলতে মনের হঠাৎ পরিবর্তিত  অবস্থাকে বুঝায়। যেমন:- ভয়; ক্রোধ, আনন্দ, দুঃখ, বিষাদ, উল্লাস ইত্যাদি।

Alas! He is dead.
আমরা Parts of speech এ পড়েছি,  Interjection আবেগ সূচক শব্দ।

সুতরাং Exclamatory  sentence এর শুরুতে আবেগ সূচক Word অর্থাৎ একটি Interjection বসবে ।

  উপরের sentence টি থেকে ‘Alas’! শব্দটি  (Interjection) বাদ দিলে He is dead. - Assertive sentence হয়ে যায়।
‘What’ এবং ‘How’ wh-word দুটিও Exclamatory sentence এ ব্যবহৃত হয় ।
যেমন:-
What a nice bird it is!
How nice the bird is!

Sentence দুটিতে What এবং  How (কি এবং কত) কোন প্রশ্ন করেনি । ইহারা অত্যাধিক সৌন্দয প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ইহারা সৌন্দযে র  আদিক্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। What এখানে Adjective এবং  How এখানে Adverb রূপে বসেছে।
Sentence দুটোকে Assertive করলে ইহাদের পরিবর্তে very adverb বসে।
যেমন:-
         It is a very nice bird.
এবং   The bird is very nice.

সুতরাং Exclamatory sentence এ ও ‘What’ এবং  ‘How’ শব্দ দুটি আধিক্য বোঝাতে যথাক্রমে Adjective ও adverb রুপে (nice – কে  qualify বা modify করতে) ব্যবহৃত হয়। তবে এ ধরনের sentence এ subject এর পূর্বে কোন auxiliary verb বসববে না।
Subject এর পূর্বে auxiliary  verb বসলে, তা অবশ্যই Interrogative হবে।
যেমনঃ-
How long it is !   ইহা কত লম্বা!   (অর্থাৎ অনেক লম্বা ) Exclamatory  Sentence.
How long is it?  ইহা কত টুকু লম্বা? Interrogative Sentence (প্রশ্ন বুঝাচেছ –অর্থাৎ কত টুকু লম্বা তা পরিমাপ করে দেখতে হবে।)
Subject   ‘It ’   –এর পূর্বে ‘is’ auxiliary verb  বসছে। সুতরাং ইহা Interrogative sentence.

Wh – word (What এবং   How) Interrogative এবং Exclamatory  উভয় প্রকার sentence এর শুরুতে বসে। পার্থক্য শুধু এই যে, Exclamatory Sentence এ subject এর পূর্বে কোন auxiliary verb বসেনা। কিন্তু Interrogative sentence এ subject এর পূর্বে অবশ্যই    auxiliary verb বসবে। Exclamatory sentence এ ‘What’ এবং ‘How’ আসলে Interjection এর effect আনে।

Pattern: Alas/ Hurrah/ Bravo/ What/ How etc. + Others

কিছু Exclamatory Sentence

১. কি আক্ষেপের বিষয়! What a pity! (হোয়াট এ পিটি)

২. তোমায় ধিক! Shame on you.(শেম অন ইউ)

৩. কিরুপ নিপুণতার সহিত সে ব্যাপারটির সমাধান করল! How skillfully he managed the matter.(হাউ স্কিলফুলি হি ম্যানেজড দা ম্যাটার)

৪. ছি! তুমি একজন মিথ্যাবাদী। ঋরব! Fie! You are a liar. (ফাই! ইউ আর আ লায়ার)

৫. চুপ কেউ আসছে। Hush! Somebody is coming. (হাশ! সামবাডি ইজ কামিং)

৬. হায়! ভিক্ষুকটি মারা গেছে। Alas! The begger is dead. (আলাস! দা বেগার ইজ ডেড)

৭. ছবিটি কি সুন্দর! What a beautiful picture. (হোয়াট আ বিউটিফুল পিকচার!)

৮. আমরা জয়ী হয়েছি! We won. (উই ওন!)

৯. সংবাদটা অত্যন্ত দুঃখের! The news is very sad. (দা নিউজ ইজ ভেরি স্যাড)

১০. হায়! পাত্রটি ভেঙ্গে গিয়েছে। Alas! The vessel is broken. (আলাস! দা ভেসেল ইজ ব্রোকেন)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url