Subscribe Our Channel

Grammar | Optative sentence(ইচ্ছাসূচক বাক্য)

যে Sentence দ্বারা কোন ইচ্ছা প্রকাশ করা হয় প্রর্থনা করা হয় তাকে Optative Sentence বলে।

অর্থাৎ, যে সকল কাজ মানুষের করার ক্ষমতার বাইরে, সে সকল কাজ কাউকে করতে বলা যায় না। সে ক্ষেত্রে আমরা কেবল ইচ্ছা প্রকাশ করতে পারি বা প্রার্থনা করতে পারি। এ ধরনের Sentence ই   Optative Sentence.

তুমি দীর্ঘজীবী হও – May  you live long.

সাধারনত: Optative  Sentence এর শুরুতে ‘May’ modal বসে। May বাদ দিলে Sentence টি Assertive form এ চলে যায়।

Pattern: May + Assertive

কিছু Optative Sentence 

১. আল্লাহ তোমার মঙ্গল করুন। May Allah bless you. (মেই আল্লাহ ব্লেস ইউ)

২. তাহার আত্মার শান্তি হোক। May his soul rest in peace. (মেই হিজ সোউল রেস্ট ইন পিস)

৩. তাহার সর্বনাশ হোক। May ruin overtake him. (মে রুইন ওভার টেক হিম)

৪. আমার মা যদি বেঁচে থাকতেন। Would that my mother were alive. (উড দ্যাট মাই মাদার ওয়ের অ্যালাইভ)

৫. তুমি জীবনে সুখী হও। May you be happy in life. (মে ইউ বি হ্যাপি ইন লাইফ)

৬. যদি একটু ভাল মত পড়াশুনা করতাম। If only I had studied harder. (ইফ ওনলি আই হ্যাড স্টাডিড হার্ডার )

৭. আশা করি তার উন্নতি হোক। Wish he’d prosper. (উইশ হি উড প্রসপার)

৮. যদি জানতাম। If I only knew. (ইফ আই ওনলি নিই)

৯. সেই কাজে সফল হও আশা করি। Wish you succeed in that work. (উইশ ইউ সাকসিড ইন দ্যাট ওয়ার্ক)

১০. ভাল থেক। May you stay well.(মে ইউ স্টেই ওয়েল)

১১. আমি যদি সেটা বুঝতে পারতাম। If only I understood that. (ইফ ওনলি আই আন্ডারস্টুড দ্যাট)

১২. আমি যদি তাকে চিনতে পারতাম। If only I recognised him. (ইফ ওনলি আই রেকোগনাইজ্ড হিম)

১৪. ভালো মত পরীক্ষা দিও। May you do well in your exam. (মে ইউ ডু ওয়েল ইন ইয়র এক্জাম)

১৫. আশা করি ভাল আছ। Hope you are well.(হোপ ইউ আর ওয়েল)

১৬. আল্লাহ তোমায় সুখে রাখুন। May Allah keep you in peace. (মেই আল্লাহ কিপ ইউ ইন পিস).

১৭. যদি আর কখনো ফিরে যেতে পারতাম বাল্যকালের সোনালী দিন গুলোতে। If only I could ever return to the golden days of youth. (ইফ ওনলি আই কুড এভার রিটার্ন টু দা গোল্ডেন ডেইস অফ ইওথ)

১৮. তারা মজায় দিন কাটাক। May they pass their days in fun. (মে দেই প্যাস দেয়ার ডেইস ইন ফান)

১৯. যদি আমার আশা পূরণ হত। Would that my wish was fulfilled. (উড দ্যাট মাই উইশ ওয়াস ফুলফিল্ড)

২০. কোন বাঁধা বিপত্তিই তোমাকে ঠেকাতে যেন না পারে। No hardships may slow you (নো হার্ড শিপস মে স্লো ইউ)

২১. আশা করি সব কিছু ঠিকঠাক মতই হবে। Hope everything will work out well. (হোপ এভ্রিথিং উইল ওয়ার্ক আউটওয়েল।)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url