Grammar | Interrogative sentence(প্রশ্নবোধক বাক্য)
যে sentence-এ কোন প্রশ্ন করা বা জিজ্ঞাসা প্রকাশ করে, তাকে Interrogative sentence বলে।
যেমন:-
তুমি কি আমাকে চেন ? - Do you know me?
তুমি আমাকে চেন না ? - Do you not know me?
There are two ways to form an interrogative sentence.
I. Begins with helping verbs (am, is, are, was, were, have, had) or modal auxiliaries (shall, should, will, would, can, could, may, might etc.).
Example:
- Do you have your assignment ready?
- Does he speak English?
- Did she work abroad?
- Should I go there?
- Can you hear the sound?
- Don’t you want any food? (Negative)
II. Begins with some specific words like who, which, what, when, where, why, how, whom, how much, how many. These are known as ‘WH’ questions.
Example:
- How is your business going on?
- Who fixed the computer?
- Whom do you support?
- What are you expecting from me?
- What time is it now?
- How many people have died there?
গঠন: Interrogative sentence-এ subject এর পূর্বে অবশ্যই একটি Auxiliary verb বসবে।
আমরা আগেই জেনেছি, Present Indefinite এবং Past Indefinite Tense -এ কোন auxiliary verb থাকেনা। বাকী ১০টি tense -এ অবশ্যই এক বা একাধিক auxiliary verb থাকে ।এবং subject এর পরে auxiliary verb- টির অথবা যে কোন verb –এর finite form (অর্থাৎ Present বা Past form) হবে । সুতারাং যে সকল sentence –এ subject এর পরে auxiliary verb থাকে, সে sentence গুলোকে Interrogative করতে শুধু মাত্র auxiliary verb কে subject এর পূর্বে এনে বসাতে হবে।
Present ও Past Indefinite Tense এর ক্ষেত্রে (যেহেতু কোন auxiliary verb থাকেনা) ‘To do’ auxiliary verb টি subject এর পূর্বে বসবে। এবং মূল verb এর bare indefinite form হবে।
Interrogative sentence- এ subject এর পূর্বে অবশ্যই একটি Auxiliary verb থাকতে হবে।
Present ও past indefinite tense এ Auxiliary verb থাকে না বলে যথাক্রমে do বা did ব্যবহার করতে হবে। ইহা subject এর পূর্বে বসবে এবং verb এর bare infinitive form হবে। অন্যান্য Tense এ অবশ্যই এক বা একাধিক auxiliary verb থাকে এবং finite form এর Auxiliary verb টি কে subject এর পূর্বে এনে বসালেই sentence টি Interrogative হয়ে যায়।
যেমনঃ-
You Know me. (Present Indefinite)- Assertive.
Do you Know me? (Present Indefinite)- Interrogative.
He went there. (Past Indefinite)- Assertive.
Did he go there? (Past Indefinite)- Interrogative.
He is going. (Continuous)-IS he going?
I shall go. (Future)-Shall I go?
He has gone. (Perfect)- Has he gone?
বাক্যে ‘কে’, ‘কোথায়’, ‘কেন’, ‘কোনটি’ ‘কেমন’ ইত্যাদি প্রশ্ন বোধক শব্দ থাকলে ইংরেজিতে sentence এ ‘who’, ‘where’, ‘why’, ‘which’ ‘how’, ‘when’ ইত্যাদি word গুলো অর্থ অনুযায়ী বসবে।
এ গুলোকে WH-word বলে। কারন প্রত্যেকটি word- এ-ই WH- আছে। wh-word সব সময়ই sentence বা clause এর শুরুতে বসে। তবে WH- word থাকুক বা না থাকুক, interrogative এর মূল signal হচ্ছে Subject এর পূর্বে একটি auxiliary verb .
Subject এর পূর্বে Auxiliary verb না থাকলে তা interrogative sentence হবে না।
তুমি কি খাও ? Do you eat? (‘কি’ এখানে গুরুত্ব হীন)
তুমি কি খাও ? What do you eat? ( ‘কি’ এখানে গুরুত্ববহ)
তুমি কেন এসছ ? Why have you come ?
তাহারা কোথায় যাচ্ছে ? Where are they going?
তুমি কিভাবে এসেছিলে ? How did you come?
তবে Subject যখন wh-word বা wh-phrase হয়, তখন ইহার পূর্বে Auxiliary verb বসেনা।
যেমনঃ Who went there? অথবা, Who is there? What happened to you? ইত্যাদি।