Grammar | Imperative sentence (অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য)
যে sentence দ্বারা কোন কিছু করতে বলা হয় বা করার অনুমতি চাওয়া হয় বা করার পস্তাব বুঝায়, তাকে imperative sentence বলে।
Imperative Sentence এ কোন কিছু করা বুঝায় না, কেবল করতে বলা হয়, বা করার অনুমতি চাওয়া হয় বা করার প্রস্তাব করা হয়। সুতারাং Imperative Sentence এ কখনো মূল Verb এর finite form ব্যবহৃত হয়না।
সাধারনতঃ ‘bare infinitive’ form ব্যবহৃত হয়।
লক্ষনীয় যে, Imperative Sentence দ্বারা তিন ধরনের ভাব ব্যক্ত হয় ।
যথাঃ-
i) আদেশ, অনুরোধ বা উপদেশ
ii) অনুমতি চাওয়া এবং
iii) প্রস্তাব ।
আদেশ/অনুরোধ/উপদেশঃ Second Person ছাড়া কাউকে কোন আদেশ করা যায় না, উপদেশ দেওয়া যায় না এবং অনুরোধ করা যায়না। সুতারাং এ ধরনের বাক্যে Verb এর সাথে Second Person এর relation.
Read the book . Verb দ্বারা Sentence শুরু হয় । Subject থাকে না। verb এর non-finite form (অর্থাৎ bare infinitive form) হয় । ইহা এক ধরনের informal English.
অনুমতি চাওয়া বা প্রস্তাব বোঝাতে Imperative Sentence ‘Let’ দ্বারা শুরু হয় এবং মুল verb এর bare infinite form হয়। এ ধরনের sentence গুলো ‘1st person এবং 3rd Person এর সাথে related এবং বাক্যে ইহারা let এর পরে ‘let’ verb এর object রূপে objective case হয়ে বসে।
অনুমতি চাওয়া:
Let me read the book.
Let him read the book.
Let them read the book.
প্রস্তাব
Let us read the book.
Imperative Sentence এ second person উহ্য থাকে এবং মূল verb এর bare infinitive Form দ্বারা sentence শুরু হয়।
Let এর পরে ‘us’ থাকলে প্রস্তাব বুঝায়। let এর পরে ‘us’ ছাড়া অন্য 1st person বা 3rd Person থাকলে অনুমতি চাওয়া বুঝায়।
In a imperative sentence, subject is usually unexpressed, it is understood.
Pattern:
Subject (Invisible) + verb + object / where
Example:
- Take care of you.
- Give me the pen.
- Do it now.
- Be honest.
- Come here
- Never tell a lie.
- Do not laugh at others helplessness.
- Let him go there.
Clear Head: You must do your duty. (It is assertive, not imperative.)
সুতরাং Imperative Sentence দুই ধরনের:
iii) মূল Verb এর bare infinitive দ্বারা শুরু এবং (you) উহ্য ।
iv) Let Verb দ্বারা শুরু।
আবার Let দ্বারা শুরু বাক্য গুলো দু’ধরনের:
c) let – এর পরে ‘us’ থাকলে প্রস্তাব বুঝায়।
d) let এর পরে ‘us’ না হয়ে me, him ইত্যাদি অন্য কিছু থাকলে অনুমতি, প্রার্থনা বুঝায়।