Subscribe Our Channel

Grammar | Voice

সবচেয়ে সহজ পদ্ধতিতে Voice শিখুন কোনো প্রকার Tense এর ঝামেলা ছাড়া।

Voice শিখতে হলে অবশ্যই Auxiliary Verbs ও Case সম্পর্কে ১০০% ধারণা থাকতে হবে।

Auxiliary Verbs সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।
Case সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।


Passive voice করার নিয়মঃ

Voice করতে হলে অবশ্যই প্রথমে subject ও object বের করতে হবে।

verbকে  ‘কে, কি’ দ্বারা প্রশ্ন করলে subject পাওয়া যায় এবং verbকে  ‘কি, কাকে’ দ্বারা প্রশ্ন করলে object পাওয়া যায়।


Assertive

১. object, subject হবে

২. নতুন to be verb বসবে (number এবং tense অনুযায়ী)
Note: auxiliary + principle verb থাকলে, auxiliary verbটি বসিয়ে নতুন to be verb বসাতে হবে।  
সূত্রঃTo be verb+To be verb=To be verb + ing
To have verb+To be verb=To have verb + v3
Modal verb+To be verb=Modal verb + v1
                                                      
৩. মূল verb এর v3 বসবে

৪. অবশিষ্ট অংশ+by বসবে

৫. subject, object হবে


Examples:

Active: He plays football at 4 pm.
Passive: Football is played at 4 pm by him.

Active: He is playing football.
Passive: Football is being played by him.

Active: He has played football.
Passive: Football has been played by him.

Active: He will play football.
Passive: Football will be played by him.


Imperative

১. verb দিয়ে শুরু imperative বাক্য হলেঃ let/let not+obj+be+v3

Active: Do the work.
Passive: Let the work be done.

২. let+ব্যক্তিবাচক object যুক্ত imperative বাক্য হলেঃ  let/let not+obj+be+v3+by+ব্যক্তিবাচক object

Active: Let him do the work.
Passive: Let the work be done by him.


Interrogative

১. প্রথমে assertive করে নিতে হবে

২. passive voice করতে হবে

৩. তারপর আবার interrogative এ রূপান্তর করতে হবে

Active: Does he do the work?
Assertive: He does the work.
Passive: The work is done by him.
Interrogative: Is the work is done by him?

***
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url