Subscribe Our Channel

Misplaced Words | Miscellaneous Examples

360) বাক্য Subject-এর অশুদ্ধ (misplaced) প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: Last week visited our school a man.
Say: A man visited our school last week.
অধিকাংশ English বাক্যের প্রথমে subject, এর পরে verb, র পরে object এবং পরবর্তীতে অবশিষ্টাংশ বসে।

361) প্রশ্নবোধক বাক্যে Subject-এর ভুল (misplaced) প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: You were at the cinema yesterday?/They’ll come with us tomorrow?
Say: Were you at the cinema yesterday?/Will they come with us tomorrow?
Interrogative sentence-এ subject সাধারণত verb-এর পরে বসে। যদি tense-টি (যৌগিক) হয়, তবে subject-টি auxilliary verb-এর পরে বসে এবং এর পরে বাকি অংশ বসে।
Note: Spoken English-এর ক্ষেত্রে এই নিয়মটি প্রায়শ ব্যতিক্রম ঘটে, তবে নিয়মটি মেনে চলতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হয়।

 

362) Interrogative word দ্বারা শুরু প্রশ্নবোধক বাক্যে subject-এর ভুল প্রয়োগঃ
Don’t say: Why you were absent last Friday?
Say: Why were you absent last Friday?
যেসব প্রশ্ন Interrogative word দ্বারা শুরু হয় (What, when, where, how) তখন subject verb-এর পরে বসে, বাকি অংশ অন্যান্য প্রশ্নবোধক বাক্যের মত ঠিক থাকবে।
(For Sections 361-362 see Exercise 35)

363) Never-এর পরে subject-এর ভুল প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: Never I have heard of such a thing.
Say: Never have I heard of such a thing.
যখন Never, seldom, rarely, neither, nor, not only, no sooner-এরা একটি পূর্ণাঙ্গ clause-এর শুরুতে বসে, তখন প্রশ্নবোধক বাক্যের মত verb-টি subject-এর পূর্বে বসে।

 

364) Not all-এর পরিবর্তে all… not-এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: All people are not hard-working.
Say: Not all people are hard-working.
প্রথম বাক্যটি অযৌক্তিক, এটি ‘সব লোক অলস’ (all people lazy) এমন ভাব প্রকাশ করেছে।
Note: অনুরূপভাবে Everybody doesn’t like dancing এটি হওয়া উচিত: Not everybody likes dancing.

365) Indirect questions (পরোক্ষ প্রশ্নগুলো)-এ subject-এর ভুল (misplaced) অবস্থানঃ
Don’t say: The teacher asked me what games did I play?
Say: The teacher asked me what games I played.
Indirect questions (পরোক্ষ প্রশ্নগুলোতে) word-গুলোর সাধারণ ক্রম হল- প্রথমে subject এবং পরে verb বসে।
(See Exercise 37)

 

366) Direct object-এর ভুল (misplaced) অবস্থানঃ
Don’t say: He touched with his hand the ball.
Say: He touched the ball with his hand.
Transitive verb-এর object সাধারণত সরাসরি verb-এর পরেই বসে।

367) Qualifying adjective-এর ভুল (misplaced) অবস্থানঃ
Don’t say: My uncle has a garden very large.
Say: My uncle has a very large garden.
Qualifying adjective-টি যে noun-টিকে বিশেষিত করে, সাধারণত তার ঠিক পূর্বেই বসে।

 

Have another look at…

Questions

তিন উপায়ে প্রশ্ন গঠিত হতে পারেঃ

1) Subject-এর পূর্বে verb বসিয়ে, এই পদ্ধতিটি কেবল একুশটি verb-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এখানে এদের তালিকা দেওয়া হলঃ
Am, is, are, was, were; have, has, had; shall, should; will, would; can, could; may, might; must; need; dare; ought; used.
Examples:
a. Are you ready? Can you write well?
b. Will he come tomorrow? May I go now?

2) Do, does, did-এর পরে subject এবং পরে to ব্যতীত infinitive ব্যবহার করে। এই পদ্ধতিটি উপরিউক্ত একুশটি verb ব্যতীত অন্যান্য সব verb-এর ক্ষত্রে ব্যবহৃত হয়। এই নিয়মের word-order হলঃ
Do (does, did) + Subject + Infinitive
Examples: Do you come here every day? Does the child learn English? Did they go to the theatre?

3) প্রশ্নবোধক Word দিয়ে বাক্য গঠন করলে, question (প্রশ্ন) word-গুলো সর্বদা বাক্যটির শুরুতে বসে। তবে verb-টিকে অবশ্যই  (1) নং এবং (2) নং প্রশ্নগুলোর মত subject-এর পূর্বে বসাতে হবে।
Examples: Why are you late? When did you come? Where is it? Whom did you see? Which book do you want?
যদি Question (প্রশ্ন) word-টি বাক্যের subject হয়, তবে verb-টি subject-টির পরে বসে। যেমনঃ Who wrote the letter? Whose dog bit the man?

 

368) Indirect object-এর ভুল (misplaced) অবস্থানঃ
Don’t say: I showed to her some of my stamps.
Say: I showed some of my stamps to her.
যদি Indirect object-টির পূর্বে একটি preposition থাকে তবে তা direct object-টির পরে বসে।
Note: তবে indirect object-টি preposition ব্যতীত হলে সাধারণত প্রথমে বসে। যেমনঃ I showed him some of my stamps.

369) Past participle-এর ভুল (misplaced) প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: The ordered goods haven’t arrived.
Say: The goods ordered haven’t arrived.
‘The goods ordered’ হল ‘The goods which have been ordered’-এর সংক্ষিপ্ত রূপ।

 

370) Relative clause-এর ভুল (misplaced) প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: A girl has a pony who is in our class.
Say: A girl who is in our class has a pony.
Relative clause-টি যে noun-টিকে নির্দেশ করে অবশ্যই তার ঠিক পরেই বসে।
Note: একটি relative clause (যেটি উহ্য থাকতে পারে), কমা দ্বারা আবদ্ধ হতে পারে। যেমনঃ ‘My brother George, who is in another class, has a new bicycle’. একটি Relative clause (যেটি উহ্য থাকতে পারে না) কমা দ্বারা আবদ্ধ হয় না। যেমনঃ The boy who spoke to me is my brother.

371) সময় প্রকাশক Clause-এ conjunction-এর ভুল (misplaced) প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: Emma when she arrived the boat had already gone.
Say: When Emma arrived the boat had already gone.
Conjunction যখন সময় প্রকাশক কোন adverbial clause-এর সূত্রপাত ঘটায়, তখন তা অবশ্যই clause-এর শুরুতে বসে।

 

372) Correlative conjunctions-এর ভুল প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: Paul neither speaks English nor French.
Say: Paul speaks neither English nor French.
Correlative conjunctions (যে conjunctions জোড়ায় জোড়ায় ব্যবহার হয়, যেমনঃ neither… nor, not only… but also ইত্যাদি) একই ধরনের part of speech-এর word-এর পূর্বে বসা উচিত।

373) Ordinal numeral-এর ভুল (misplaced) প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: I’ve read the two first chapters.
Say: I’ve read the first two chapters.
Ordinal numeral অবস্থানসূচক সংখ্যাগুলো, cardinal numeral ক্রমসংখ্যাগুলোর পূর্বে বসা উচিত। দুটি প্রথম (two first) হতে পারে না, কেবল একটি হয়। আমরা অবশ্যই বলবো The last two (three, etc.) the two (three, etc.) last নয়।

 

374) Such বা so-এর সাথে indefinite article-এর ভুল (misplaced) অবস্থানঃ
Don’t say: I never met a such good man before.
Say: I never met such a good man before.
Indefinite article- a বা an, such-এর পরে বসা উচিত। যেমনঃ such a good man, so good a man.

375) Half-এর সাথে definite article-এর ভুল (misplaced) অবস্থানঃ
Don’t say: The half year is nearly finished.
Say: Half the year is nearly finished.
‘Half the year’ হল ‘half of the year’-এর সংক্ষিপ্ত রূপ।

376) Most of the-এর পরিবর্তে the most of ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The most of girls are not present.
Say: Most of the girls are not present.
The most of phrase-টি সঠিক নয়। বলুন, most of the.

 

377) সংক্ষিপ্তরূপগুলোতে Apostrophe (‘)-এর অবস্থান জনিত ভুলঃ
Don’t write: Did’nt, has’nt, is’nt, are’nt, etc.
Write: Didn’t, hasn’t, isn’t, aren’t, etc.
সংক্ষিপ্ত Word-এ, উহ্য হওয়া letter-এর apostrophe(‘) বসানো উচিত। not টিকে প্রায়ই সংক্ষিপ্ত করা হয় এবং একটি ছোট word-এর শেষে ‘n’ ‘t’ রূপটি যুক্ত করা হয়। সংক্ষিপ্ত রূপগুলো কেবল কথোপকথনে উপযুক্ত।
Note: পরবর্তী সংক্ষিপ্ত রূপগুলো অনিয়মিতঃ shan’t (= shall not), won’t (= will not), can’t (can not).
(See exercises 39 and 40)

378) প্রারম্ভে নিজেকে উল্লেখ করা জনিত ভুল (Mentioning oneself first):
Don’t say: Only I and my mother are present.
Say: Only my mother and I are present.
ইংরেজি Ideam-এ (বাগরীতিতে), যখন কোন ব্যক্তি একই সাথে নিজের এবং অন্যদের (himself/herself & others) কথা বলে, তখন অবশ্যই অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রথমে এবং পরে নিজেকে উল্লেখ করতে হবে।
Note: তবে দোষ স্বীকার করতে প্রথমে নিজেকে উল্লেখ করতে হবে। যেমনঃ ‘I and my brother broke the window’.

Have another look at…

Correct order of words

1) Subject 2)Verb 3)Object

1)  সাধারণত verb-এর পরে object-টি বসে।
Example: I speak English very well.

2) Indirect object সাধারণত direct object-টির পূর্বে বসে, যদি তা preposition ব্যতীত হয়।
Example: I gave him the money.

3) সময় প্রকাশক অভিব্যক্তি (expression)-টি স্থান নির্দেশক অভিব্যক্তি (expression)-টির পরে বসে।
Example: We stayed there all day.

4) সময় (time) এবং মাত্রা (degree) প্রকাশক adverb-গুলো, যেমনঃ always, often, never, nearly, hardly, scarcely ইত্যাদি, verb-এর পূর্বে বা auxiliary এবং verb-এর মাঝে বসে।
Example: I never see that man; or I have never seen that man.
Note: লক্ষণীয় to be verb-এর পরে adeverb বসে। যেমনঃ He is never late.

5) পরোক্ষ প্রশ্নগুলোতে (Indirect questions) প্রথমে subject বসে, পরে verb বসে।
Example: I want to know where they went.

6) দুটি auxiliary বিশিষ্ট একটি compound (যৌগিক) verb-এ, not প্রথমটির পরে বসে।
Example: She could not have been there.

7) Negative infinitive-এ not, to-এর পূর্বে বসে।
Example: I told him not to go there.

*Exerciseর জন্য এই লিংকে যান

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url