Confusing Words | Prepositions Often Confused
379) To এবং at
a) To
Don’t say: We come at school every morning.
Say: We come to school every morning.
b) At
Don’t say: Someone is standing to the door.
Say: Someone is standing at the door.
এক স্থান হতে অন্য স্থানে গতি বা চলন বোঝাতে To ব্যবহৃত হয়; পক্ষান্তরে, অবস্থান বা স্থিতি বোঝাতে at ব্যবহৃত হয়।
(See Exercise 77)
380) To এবং Till
a) To
Don’t say: We walked till the river and back.
Say: We walked to the river and back.
b) Till
Don’t say: I’ll stay here to next month.
Say: I’ll stay here till next month.
দূরত্ব বোঝাতে To এবং সময় বোঝাতে till (until) ব্যবহৃত হয়।
381) In এবং At
a) In
Don’t say: Liam has a flat at Paris.
Say: Liam has a flat in Paris.
In সাধারণত দেশের নাম, বড় শহরের নাম বা প্রসিদ্ধ স্থানের পূর্বে বসে। At ছোট শহর এবং গ্রামের নামের পূর্বে বা দূরবর্তী স্থানের কথা বলে ব্যবহৃত হয়।
b) At
Don’t say: My mother is staying in 66 Argyle Street.
Say: My mother is staying at 66 Argyle Steet.
আমরা At ব্যবহার করি যখন আমরা ঠিকানা, public place অথবা বিল্ডিং (a bus stop, the post office, the library etc.) এর কথা বলি এবং সেসব স্থানে যেখানে কি হয় আমরা তা জানি (school, the dentist, dance class ইত্যাদি)।
(See Exercise 78)
382) In এবং intro
a) In
Don’t say: Gemma spent all the day into her room.
Say: Gemma spent all the day in her room.
b) Into
Don’t say: Richard camein the room and sat down.
Say: Richard came into the room and sat down.
কোন কিছুর অভ্যন্তরে অবস্থান বা স্থিতি নির্দেশ করতে in, পক্ষান্তরে কোন কিছুর অভ্যন্তরে অভিমুখে চলন বা গতিপথ নির্দেশ করতে into ব্যবহৃত হয়।
Note: into, preposition-টি সর্বদা একটি word হিসেবে লেখা হয়।
(See Exercise 79)
383) On, At, In. (Time- সময় প্রকাশ করতে)
a) On
Don’t say: My uncle will arrive at Saturday.
Say: My uncle will arrive on Saturday.
b) At
Don’t say: I usually get up on seven o’clock.
Say: I usually get up at seven o’clock.
c) In
Don’t say: She goes for a walk at the afternoon.
Say: She goes for a walk in the afternoon.
1) সপ্তাহ বা মাসের দিনের সাথে On ব্যবহৃত হয়, যেমনঃ on Friday, on March 25, on New Year’s Day, 2) নির্দিষ্ট সময়ের সাথে at ব্যবহৃত হয়, যেমনঃ at four o’clock, at dawn, at noon, at sunset, at midnight. 3) সময়ের ব্যপ্তিকালের সাথে in ব্যবহৃত হয়, যেমনঃ In April, in winter, in 1945, in the morning, তবে at night এবং by day হয়।
(See Exercise 80)
384) For এবং At. (Price- মূল্য প্রকাশ করতে)
a) For
Don’t say: I bought a book at fifty tk.
Say: I bought a book for fifty tk.
b) At
Don’t say: I can’t buy it for such a high price.
Say: I can’t buy it at such a high price.
লক্ষণীয় যদি, প্রকৃত (নির্দিষ্ট) অঙ্ক নির্দেশিত হলে For ব্যবহৃত হয়। প্রকৃত (নির্দিষ্ট) অঙ্ক প্রদত্ত না হলে at ব্যবহৃত হয়।
Note: তবে যদি প্রকৃত অঙ্কটির পরে, ওজন বা পরিমাপ বসে, তবে প্রকৃত অঙ্কটির সাথেও at ব্যবহৃত হতে পারে। যেমনঃ That velvet is available at $5 a metre.
385) Between এবং Among
a) Between
Don’t say: There was a fight among two boys.
Say: There was a fight between two boys.
b) Among
Don’t say: Divide the apple between you three.
Say: Divide the apple among you three.
কেবল দু’য়ের মধ্যে বোঝালে Between বুবরিত হয়; পক্ষান্তরে দু’য়ের অধিক বোঝালে among ব্যবহৃত হয়।
(See Exercise 81)
386) Beside এবং Besides
a) Beside
Don’t say: Charlie was standing just besides me.
Say: Charlie was standing just beside me.
b) Besides
Don’t say: We study French beside English.
Say: We study French besides English.
Beside অর্থ হল পাশে (by the side of) এবং besides অর্থ হল (in addition to)।
387) Besides/As well as এর পরিবর্তে Except ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I have other books except these.
Say: I have other books besides/as well as these.
Note: Except অর্থ ছাড়া/ব্যতীত, যেমনঃ Everyone was present except John.
388) With এর পরিবর্তে by ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The man shot the bird by a gun.
Say: The man shot the bird with a gun.
যে উপায়ে বা যন্ত্রপাতির সাহায্যে আমরা কোন কাজ করি, তখন তা নির্দেশ করতে আমরা With ব্যবহার করি। কাজটি যে করে তাকে নির্দেশ করতে by ব্যবহৃত হয়। যেমনঃ The bird was shot by the man.
Note: তবে পরবর্তী ক্ষেত্রগুলোতে by গৃহীত হয়, with নয়, by (electric) light, by stream, by hand, by post, by telephone, by one’s watch, by the day, by the dozen, by the yard.
389) By এর পরিবর্তে from এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Mary was punished from her father.
Say: Mary was punished by her father.
যে কাজটি করে তা নির্দেশ করতে Passive voice-এ by (from নয়) ব্যবহৃত হওয়া উচিত।
390) Of বা In এর পরিবর্তে from এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: He’s the tallest from all the boys.
Say: He’s the tallest of all the boys.
Or: He’s the tallest boy in the class.
Superlative degree-তে adjective (বা adverb)-গুলোর পরে of বা in বসে।
391) About এর পরিবর্তে for এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The teacher spoke for bad habits.
Say: The teacher spoke about bad habits.
‘সম্বন্ধে (about)’ ধারনাটিতে for ব্যবহার হতে পারে না। কোন অস্তিত্বের অনুকূলে বা কোন কিছুর অভিমুখে- এই ধারণাটি নির্দেশ করতে, ‘for’ প্রধানত ব্যবহৃত হয়। সুতরাং যদি আমরা বলি যে, The teacher ‘spoke for bad habits’ তবে এটি প্রকাশ করেছে যে, তিনি মন্দ অভ্যাসগুলোর অনুকূলে/পক্ষে বলেছিলেন/বললেন।
392) For এর পরিবর্তে since এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: She’s lived here since two years.
Say: She’s leved here for two years.
সময়ের ব্যপ্তিকাল নির্দেশক Word বা phrase-গুলোর পূর্বে for, preposition-টি বসে, যেমনঃ for three days, for six weeks, for two years, for a few minutes, for a long time. এটি Simple present ব্যতীত যে কোন tense-এর সাথে ব্যবহৃত হতে পারে।
Note: For প্রায়ই উহ্য থাকে, আমরা বলি- I’ve been here for two years. বা I’ve been here two years.
393) Since এর পরিবর্তে from এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Lan’s been ill from last Friday.
Say: Lan’s been ill since last Friday.
কাল বা স্ময়ের অবস্থান বিন্দু বা মুহূর্ত নির্দেশকারী Word বা phrase-গুলোর পূর্বে since, preposition-টি বসে, যেমনঃ since Monday, since yesterday, since eight o’clock, since Christmas. যখন since ব্যবহৃত হয়, verb-টি সাধারণত present perfect tense-এ হয়। তবে এটি past perfect tese-এও ব্যবহৃত হতে পারে, যেমনঃ I was glad to see Tom. I hadn’t seen him since last Christmas.
Note: From-ও সময়ের অবস্থান বিন্দু বা মুহূর্ত নির্দেশ করতে পারে, তবে এর পরে অবশ্যই to বা till বসবে, যেমনঃ He works from eight o’clock till one o’clock without a break.
Have another look at…
Use of certain prepositions
Prepositions of place
To এবং At
To ব্যবহৃত হয় এক স্থান থেকে অন্য স্থানে চলমানতার জন্য।
Example: I walk to school every day.
At ব্যবহৃত হয় অবস্থান বা স্থিতি নির্দেশ করতে।
Example: He’s waiting at the door.
In এবং Into
In কোন কিছুর অভ্যন্তরে অবস্থান বা স্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয়।
Example: The pencil is in the box.
Into ব্যবহৃত হয় কোন কিছুর অভ্যন্তর অভিমুখে চলমানতা নির্দেশ করতে।
Example: They walk into the room.
Prepositions of time At, On, In
At ব্যবহৃত হয় নির্দিষ্ট সময়ের সাথে।
Example: She arrived at 8 o’clock in the morning.
On ব্যবহৃত হয় দিন এবং তারিখের সাথে।
Example: On Sunday we go to church. My birthday is on the third of December.
In ব্যবহৃত হয় কালের ব্যপ্তির সাথে।
Example: In summer the weather is warm.
394) In এর পরিবর্তে after এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I may be able to go after a week.
Say: I may be able to go in a week.
Or: I may be able to go in a week’s time.
যখন আমরা ভবিষ্যতের সময়ের ব্যবধান সম্বন্ধে কথা বলি তখন আমরা অবশ্যই In ব্যবহার করবো, after নয়। এখানে in (=after the end of) শেষ সীমার পরে অর্থটি নির্দেশ করে।
395) Within এর পরিবর্তে in এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I’ll come back in an hour (যদি আপনি এক ঘন্টা শেষ হওয়ার পূর্বে অর্থ নির্দেশ করেন)।
Say: I’ll come back within an hour.
In শেষ সীমার পরে (after the end) এবং within শেষ সীমার পূর্বে- অর্থটি নির্দেশ করে (before the end of)।
(See Exercises 82 and 83)
*Exerciseর জন্য এই লিংকে যান