Misused Forms | Miscellaneous Examples
134) Gender-এর বিভ্রান্তিঃ
Don't say: The door is open, please shut her.
Say: The door is open, please shut it.
ইংরেজীতে কেবল ব্যক্তি এবং প্রাণীর নামগুলোর gender (masculine বা feminine) রয়েছে। জড়বস্তুগুলো হল neuter (gender) এবং pronoun হিসেবে singular number-এ এরা it গ্রহণ করে।
Note : কিন্তু, জড়বস্তুগুলো যখন ব্যক্তিরূপে প্রকাশিত হয়, তখন এরা masculine বা feminine pronoun-গুলোকে গ্রহণ করে। যেমনঃ Time has his work to do, England is proud of her navy.
135) জড়বস্তুগুলোর জন্য possessive form ব্যবহার করেঃ
Don't say: Her room's window is open.
Say: The window of her room is open.
অপ্রাণীবাচক (inanimate) বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণত of structure ব্যবহার করি। The door of the car. The leg of the table. The surface of the water. আবার স্থান বা সংস্থার ক্ষেত্রে আমরা তো ব্যবহার করতে পারিঃ London's streets = The streets of London. Italy's climate. = The climate of Italy. The school's main office = The main office of the school.
Note: তবে আমরা বলি, a day's work, a night's rest, a week's holiday, a pound's worth ইত্যাদি, যেমনঃ Especially with similar measures of time.
136) To be verb-এর পরে objective case ব্যবহার করেঃ
Don't say: It was him.
Say: It was he.
To be verb-এর পরে বসা pronoun-টি অবশ্যই nominative case-এ হবে, objective case-এ নয়। Objective case এখন কথোপকথনের ক্ষেত্রে ব্যবহৃত হয়,
যেমনঃ It's me.lt was him/her/them etc.
Note: It's me এঈ প্রচলিত expression-টি সুস্পষ্টভাবে ভুল যা এখন পর্যন্ত এটি কথোপকথনে বুবহার হয়। It is I এটি লিখিত বক্তব্যে বা রচনায় শুদ্ধ রূপ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
137) Than conjunction-টির পরে objective case ব্যবহার জনিত ভুলঃ
Don't say: My sister is taller than me.
Say: My sister is taller than I (am).
Than হল একটি conjunction এবং এর পরে কেবল pronoun-এর nominative case বস্তে পারে। pronoun-টির পরের verb-টি সাধারণত উহ্য থাকে।
Note: Spoken English-এ objective case-টি প্রায়ই বুবরিত হয়, যেমনঃ You're much taller than me.
138) Between-এর পরে nominative case ব্যবহার জনিত ভুলঃ
Don't say: It's a secret between you and I.
Say: It's a secret between you and me.
Between হল একটি preposition এবং সব preposition-ই নিজেদের পরে objective case গ্রহণ করে।
139) Gerund-এর পূর্বে objective case ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Him laughing at her was what made her angry.
Say: His laughing at her was what made her angry.
যখন কোন word-এর শেষে ‘ing’ suffix-টি থাকে, তখন এটি gerund হিসেবে ব্যবহৃত হয়, এরপূর্বে কোন noun বা pronoun বসলে তা অবশ্যই possessive case-এ হবে।
140) Double possessive/genitive-এর সাথে objective case ব্যবহার জনিত ভুলঃ
Don't say: A friend of him told us the news.
Say: A friend of his told us the news.
Note: অধিকৃত বস্তুটির চেয়ে অধিকারী ব্যক্তির উপর আমরা যখন জোর প্রদান করতে চাই তখন প্রায়ই double possessive (of+name+’s,his,mine ইত্যাদি) ব্যবহৃত হয়। যেমনঃ A friend of his একে আরও সহজভাবে বলা যায় one of his friends.
141) ‘Self’ forms-গুলোর অশুদ্ধ ব্যবহারঃ
Don't say: Michael and myself are here.
Say: Michael and I are here.
ব্যবহৃত হবে The simple personal pronouns I, you, he ইত্যাদি। If no emphasis is necessary.
Use the self pronouns n two ways: 1) (or emphasis is necessary).
Note: Self যুক্ত pronoun কে দু’ভাগে ভাগ করা যায় ১) জোর প্রদানের জন্য, যেমনঃ She herself was hurt ২) আত্মবাচক হিসেবে, যেমনঃ She hurt herself.
142) Himself বা themselves এদের পরিবর্তে hisself বা theirselves ব্যবহারজনিত ভুলঃ
Don't say: They fell down and hurt theirselves.
Say: They fell down and hurt themselves.
Note: Relative pronoun এর third person হয় himself অথবা, themselves কিন্তু his self এবং their selves হয় না।
143) একই ধ্বনি বা উচ্চারণ বিশিষ্ট Noun/verb-এর ভুল ব্যবহারঃ
Don't say: Becky played, a good play of chess.
Say: Becky played a good game of chess.
Note: কিছু ক্রিয়া এবং বিশেষ্যের একই রকম এবং সাদৃশ্যমূলক অর্থ রয়েছে, যেমনঃ The police fight a hard fight. Heather dreams long vivid dreams. If you lie the lie will catch you out! অতএব আমরা কদাচিৎ একই শব্দ ব্যবহার করি, সাধারণত আমরা তা এড়িয়ে চলি, যেমনঃ She fought a long battle with them. If you lie you will be caught out. The company did an African dance.
144) Which (relative pronoun-টিকে) ব্যক্তির জন্য ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I've a brother which is at school.
Say: I've a brother who is at school.
Note: Relative pronoun হিসেবে which কেবল প্রাণীকুলের (animals) বা বস্তুসমূহের (things) জন্য বুবরিত হয়। ব্যক্তির জন্য ব্যবহার করার সঠিক pronoun-টি হল who (whose, whom).
145) Everything-এর পরে what বা which ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I heard everything which (or what) he said.
Say: I heard everything (that) he said.
Note: All, some, any, something, everything, anything, much, little এবং nothing এদের পরে which বা what relative pronoun ব্যবহৃত হতে পারে না। এই word-গুলোর পরে কেবল that, relative pronoun-টি ব্যবহৃত হতে পারে, তবে এটি সাধারণত উহ্য (omitted) থাকে।
146) Who এবং whom.
a) Who
Don't say: I saw the woman whom you said lived next door.
Say: I saw the woman (who) you said lived next door.
আমরা কদাচিৎ আধুনিক ইংরেজিতে whom ব্যবহার করি। আমরা এটা কখনও to , by, with, after, on ইত্যাদি সর্বনামের পর ব্যবহার করি। যেমনঃ The girl to whom you were speaking is Nigerian. আমরা বর্তমান বাক্যের order এড়িয়ে চলি। যেমনঃ The girl you were speaking to Nigerian. আপনি who এর পরিবর্তে that ব্যবহার করতে পারেন। যেমনঃ The girl that you were speaking to is Nigerian.
(For Sections 144-146 see Exercise 18)
147) Superlative-এর পরে that-এর পরিবর্তে who, whom বা which ব্যবহার জনিত ভুলঃ
Don't say: It's the best which I've seen.
Say: It's the best (that) I've seen.
Note: Superlative degree এর পরে relative pronoun that (who, whom অথবা which) ব্যবহার হওয়া উচিত। বাস্তবে কিন্তু এটি উহ্য (omitted) থাকে।
148) Same as বা same that-এর পরে ভুল relative ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Amelia bought the same bag that me.
Say: Amelia bought the same bag as me.
Same এবং such এর পরে ‘as relative’-টি ব্যবহৃত হওয়া উচিত।
Note: উল্লেখ্য that (who বা which নয়) মাঝে মাঝে same এর পরে ব্যবহৃত হয়। যেমনঃ He wore the same domes that he wore on Sunday.
149) Which?-এর পরিবর্তে Who? বা what? ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Who of the two boys is the taller?
Say: Which of the two boys is the taller?
একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যে কোন একটি/কোনটি জিজ্ঞাসা করতে, Which, interrogative pronoun-টি ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
Note: What interrogative pronoun-টি পছন্দ ইঙ্গিত করে না। যেমনঃ What’s your telephone number? এটি ব্যক্তির পেশা জানতেও ব্যবহৃত হয়। যেমনঃ Whats your father? – He’s a lawyer.
(Compare Section 144.)
150) Who? এবং Whom?
a) Who?
Don’t say: Whom do you think will be chosen?
Say: Who do you think will be chosen?
b) Whom?
Don’t say: Who do you think I saw yesterday?
Say: Whom do you think I saw yesterday?
a)Sentence-টিতে who হল will be chosen-এর subject, do you think ভাষার অলঙ্কার ছাড়া আর কিছুই নয়, b) Sentence-টিতে whom হল I saw-এর object, do you think ভাষার অলঙ্কার ছাড়া আর কিছুই নয়।
(For Sections 149 and 150 see Exercise 19)
151) Another-এর পরিবর্তে one other ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Please give me one other book.
Say: Please give me another book.
Note: An এবং other হতে Another গঠিত হয়েছে, তবে another বা on other এর পরিবর্তে এদেরকে একটি word another হিসেবে লেখা হয়।
152) Comparative-এর পরিবর্তে superlative ব্যবহার জনিত ভুলঃ
Don't say: John is the tallest of the two boys.
Say: John is the taller of the two boys.
Note: যখন দু’জন ব্যক্তি বা দু’টি বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন comparative form অবশ্যই ব্যবহৃত হবে।
153) Than-এর পরিবর্তে comparative-এর পরে form ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Amy is taller from her brother.
Say: Amy is taller than her brother.
Note: Comparative degree এবং adjective (বা adverb)গুলো than দ্বারা হয় কিন্তু from preposition দ্বারা নয়।
154) Superlative-এর পরিবর্তে comparative ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Cairo is the larger city in Africa.
Say: Cairo is the largest city in Africa.
Note: যখন দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা বুঝায় তখন superlative Degree বসে।
155) Most-এর পরিবর্তে the more ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The more people will agree with me.
Say: Most people will agree with me.
Note: অধিকাংশ (the majority) কে বুঝায় তখন অবশ্যই most কে ব্যবহৃত হয় কোন অবস্থায় the more নয়। যেমনঃ Use most (not the more) when you mean the majority of)
156) Better বা Worse-এর পরিবর্তে more good বা more bad ব্যবহার জনিত ভুলঃ
Don't say: This one looks more good than that.
Say: This one looks better than that.
Note: Good এবং bad,adjectives দুটির তুলনার জন্য irregular forms রয়েছে। যেমনঃ Good , better , best এবং bad , worse , worst .
(For Sections 151-156 see Exercises 7 and 8)
157) At home-এর পরিবর্তে home ব্যবহার জনিত ভুলঃ
Don't say: In the afternoon I stay home.
Say: In the afternoon I stay at home.
Note: At home phrase-টি বাড়িতে (in the house) অর্থ নির্দেশ করতে ব্যবহৃত হওয়া উচিত, তবে come বা go এদের মতো verb-গুলোর সাথে preposition-এর কোন প্রয়োজন নেয়। যেমনঃ He wants to go home.
158) One of বা among-এর পরিবর্তে from ব্যবহার জনিত ভুলঃ
Don't, say: She is from the nicest girls I know.
Say: She is one of the nicest girls I know.
Note: One of বা among এই ভাব প্রকাশ করতে আপনার from ব্যবহার পরিহার করা উচিত।
159) Active (to) infinitive-এর পরিবর্তে passive (to) infinitive (to be+past part) ব্যবহার জনিত ভুলঃ
Don't say: English isn't easy to be learned.
Say: English isn't easy to learn.
Note: Easy, difficult, hard, heavy, good ইত্যাদি adjective-গুলোর পরে সাধারণত active infinitive বসে।
160) Passive voice-এ intransitive verb ব্যবহার জনিত ভুলঃ
Don't say: She was disappeared from the house.
Say: She disappeared from the house.
Note: নিয়মস্বরূপ, appear, seem, become, consist ইত্যাদির মতো intransitive verb-গুলো passive voice-এ ব্যবহৃত হয় না।
161) Verb-এর একটি form (রূপ)-এর সাথে অন্য একটি form-এর মিশ্রণ জনিত ভুলঃ
Don't say: It's better to enjoy yourself when you're young rather than wasting time worrying about the future.
Say: It's better to enjoy yourself when you're young than to waste time worrying about the future.
Note: Verb-এর একটি form-এর সাথে অন্য একটি যেন না মেশে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। যদি কোন তুলনামূলক বাক্যে প্রথম verb-টি infinitive-এ থাকে তবে দ্বিতীয়টিও অবশ্যই infinitive-এ হবে।
162) Mood-গুলোর ভুলক্রম জনিত ভুলঃ
Don't say: If you would/'d do me this favour, I will/'ll be very grateful to you.
Say: If you would/'d do me this favour, I would/'d be very grateful to you.
Or: If you will/'ll do me this favour, I will/'d be very grateful to you.
163) The unrelated participle (অসম্পর্কযুক্ত participle):
Don't say: Being in a hurry, the door was left open.
Say: Being in a hurry, he left the door open.
Participle phrase-এর সাথে সম্পর্কিত যুক্তিযুক্ত subject-টি গ্রহণ করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। Sentence-টিতে প্রদত্ত, being in haste-এর যুক্তিযুক্ত subject-টি হল অবশ্যই he,the door নয়।
164) Isn't it?, Question phrase-টির অপব্যবহার জনিত ভুলঃ
Don't say: He played well yesterday, isn't it?
Say: He played well yesterday, didn't he?
Isn’t it?, Question phrase-টি কেবল তখন ব্যবহৃত হয়, যখন পূর্ববর্তী বিবৃতিটিতে is word-টি থাকে, যেমন: It is a hot day, isn't it?
Note: এরূপ প্রশ্নে পূর্ববর্তী বিবৃতির অনুরূপ tense ও person অবশ্যই ব্যবহৃত হবে এবং সঠিক auxiliary verb-টিও অবশ্যই ব্যবহৃত হবে। অবশ্য যদি পূর্ববর্তী বিবৃতিটি negative form-এ হয়, তবে question phrase-টিতে not উহ্য থাকে। সুতরাং আমরা বলিঃ
1. They are on holiday, aren't they?
They aren't on holiday, are they?
2. You speak English, don't you?
3. You don't Speak French, do you?
(See Exercise 36)
165) উদ্দেশ্য প্রকাশ করতে Gerund-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don't say: I come here for learning English.
Say: I come here to learn English.
Note: উদ্দেশ্য সাধারণত infinitive দ্বারা প্রকাশিত হয়, gerund দ্বারা নয়।
166) Negative questions-গুলোর উত্তর Yes বা No:
Question: Didn't you see the game?
Answer: Yes, - that, is, I saw it.
No, - that is, I didn’t see it.
Note: Negative questions-গুলোর উত্তরে যদি হ্যাঁবোধক হয়, তবে Yes বলুন এবং নাবোধক হলে No বলুন। That is-প্রশ্নটির negative form-এর উত্তরের সাথে সম্পর্কবিহীন।
167) Double negative ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: She says she’s not afraid of nobody.
Say: She says she’s not afraid of anybody.
Or: She says she’s afraid of nobody.
Note: ইংরেজিতে দুটি negative, একটি affirmative বিবৃতির সমান, সুতরাং দুটি negative একই clause-এ ব্যবহার করা আপনার পরিহার করা উচিত; যখন not ব্যবহৃত হয়, তখন none, any-এ; nothing, anything-এ; nobody, anybody-এ; no one, anyone-এ; nowhere, anywhere-এ; neither… nor, either…or-এ পরিবর্তিত হয়।
(See Exercise 38)
168) Once বা twice-এর পরিবর্তে one time বা two times ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I was absent one time or two times.
Say: I was absent once or twice.fb
Note: One time এবং two time-এর পরিবর্তে যথাক্রমে once এবং twice ব্যবহৃত হওয়া উচিত। তবে এখন three times-এর পরিবর্তে thrice কদাচিৎ ব্যবহৃত হয়।
169) One day ইত্যাদির পরিবর্তে a day ইত্যাদি ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: A day they went sight-seeing in Florence.
Say: One day they went sight-seeing in Florence.
Note: Day, night, morning, afternoon এবং evening-এর সাথে one (a বা an নয়) ব্যবহৃত হওয়া উচিত, যখন one-এর একটি নিশ্চিত অর্থ নির্দেশ করে।
170) The next day ইত্যাদির পরিবর্তে the other day ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: David slept well and was better the other day.
Say: David slept well and was better the next day (or on the following day).
Note: The other day-এর একটি idiometic অর্থ রয়েছে-অল্প কদিন আগে, যেমনঃ I met an old friend the other day.
171) Half past one ইত্যাদির পরিবর্তে one and a half ইত্যাদি ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Lessons begin at eight and a half.
Say: Lessons begin at half past eight.
Note: কথা বলার সময় আমরা বলি, half past one, half past two, half past three ইত্যাদি।
172) As usual-এর পরিবর্তে as usually ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: As usually, he left his pen at home.
Say: As usual, he left his pen at home.
173) In my opinion-এর পরিবর্তে according to my opinion ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: According to my opinion, she’s right.
Say: In my opinion, she’s right.
Note: I think-এর পরিবর্তে as I think, phrase-টির ব্যবহারও পরিহার করতে হবে এবং বলতে হবে, He is lazy and I think he’ll fail. (as I think-নয়)।
174) In the end-এর পরিবর্তে at the end ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: At the end they reached the city.
Say: In the end they reached the city.
In the end চূড়ান্ত পর্যায়ে বা শেষে, অর্থ নির্দেশ করে, at the end খুব বেশি দূরের বিন্দু বা অংশে বা শেষ সীমানায়-অর্থ নির্দেশ করে। যেমনঃ There’s an index at the end of this book, There’s a holiday at the end of this month.
175) In the rain-এর পরিবর্তে under the rain ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: They played football under the rain.
Say: They played football in the rain.
Note: In the sun এবং in the shade একইভাবে এরাও ব্যবহৃত হয়। যেমনঃ He was sitting in the sun (or in the shade).
176) The reason is that-এর পরিবর্তে the reason is because ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The reason is because I believe it.
Say: The reason is that I believe it.
Reason word-টি কারণ নির্দেশ করে, সুতরাং the reason is because হল একটি মূল্যহীন পুনরাবৃত্তি, সঠিক idiom-টি হল the reason is that…
Have another look at…
Negatives
Negative-গুলো সাধারণত Present+Past simple দুভাবে প্রকাশিত হয়ঃ
By putting not (n’t) after the verb. Use this method
1) Verb-এর পরে not বসিয়ে; এই পদ্ধতিটি কেবল একুশটি verb-এর সাথে ব্যবহৃত হয়। এখানে verb-গুলোর একটি তালিকা দেয়া হলঃ
Am, is, are, was, were; have, has, had; shall, should; will, would; can, could; may, might; must; need; dare; ought… to; used…to.
Examples: I’m not ready. You mustn’t do that. He can’t write well. He oughtn’t to go.
কথোপকথনে Not প্রায়ই n’t-এ সংক্ষিপ্ত হয়। সুতরাং আমরা বলি do not-এর জন্য don’t, does not-এর জন্য doesn’t, did not-এর জন্য didn’t, had not-এর জন্য hadn’t, would not-এর জন্য wouldn’t ইত্যাদি (তবে আমরা বলি shall not-এর জন্য shan’t, will not-এর জন্য won’t, cannot-এর জন্য can’t)।
2) Not এবং present infinitive (to ব্যতীত)-এর সাথে do, does, did ব্যবহার করে। এই পদ্ধতিটি উপরোক্ত একুশটি verb ছাড়া অন্য সব verb-এর সাথে ব্যবহৃত হয়। Word-এর ক্রমটি হলঃ
SUBJECT + do (does, did) + not + INFINITIVE
Examples: I don’t go there very often. He doesn’t teach English. The didn’t see the game.
3) নেতিবাচক অর্থ প্রকাশক অন্যান্য word-গুলো দ্বারাও অস্বীকৃতি (negative) প্রকাশিত হয়। Word-গুলো হচ্ছে no, nobody, no one, nothing, nowhere.
Example: They know nothing বা They do not (don’t) know anything.
177) The country-এর পরিবর্তে a country ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I spend my holidays in a country.
Say: I spend my holidays in the country.
A country হল একটি স্থান, যেমনঃ France, India বা Egypt। The country হল একটি দেশের একটি অংশ বা ভাগ, যা গঠিত হয়েছে মাঠ-ময়দান, বন-জঙ্গল এবং পর্বতমালা ইত্যাদির সমন্বয়ে।
178) Whether-এর পরিবর্তে if ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I asked Paul if he was going.
Say: I asked Paul whether he was going.
যখন কোন প্রশ্নের answer হবে yes/no তখন whether ব্যবহৃত হবে। আর যদি প্রশ্নটির answer yes/no না হয়ে অন্য কিছু হবে তখন if ব্যবহৃত হবে। যেমনঃ I shall speak to him, if he comes. এই sentence-টিতে যেহেতু yes/no reply হবে না সেহেতু if ব্যবহৃত হয়েছে।
179) Two-এর জন্য either-এর পরিবর্তে any ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Any of these two books is good.
Say: Either of these two books is good.
Either দুইয়ের মধ্যে ‘এটি’ অথবা ‘ওটি’ অর্থ নির্দেশ করে; Any তিন বা ততোধিকের মধ্যে ‘একটি’ অর্থ নির্দেশ করে। যেমনঃ Any of these books will do.
180) I like-এর পরিবর্তে likes me ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The cinema likes me very much.
Say: I like the cinema very much.
Note: The cinema appeals to me এটি সঠিক এবং অর্থ নির্দেশ করে ‘আমি সিনেমাটি খুব বেশি পছন্দ করি’।
181) Neither… nor-এর পরিবর্তে neither… or ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Sara speaks neither English or French.
Say: Sara speaks neither English nor French.
মনে রাখুন, Neither-এর পরে অবশ্যই nor বসবে, or নয়। তবে either-এর পরে or বসে। যেমনঃ He speaks either English or She drinks either orange juice or apple juice.
182) Neihter-এর পরিবর্তে negative sentence-এ both ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Both of them didn’t go to school today.
Say: Neither of them went to school today.
মনে রাখতে হবে যে, Negative sentence-এ both, neither-এ পরিবর্তিত হয়।
184) Or-এর পরিবর্তে negative sentence-এ and ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I don’t like red and orange. I want the blue one.
Say: I don’t like red or orange. I want the blue one.
যদি কোন Sentence-এ একটি negative wordব্যবহৃত হয়, তবে and-এর পরিবর্তে অবশ্যই or ব্যবহৃত হবে।
Note: যদি clause-গুলোতে পৃথুক subject-গুলো যুক্ত হয়, তবে conjunction ‘and’ ব্যবহৃত হয়। যেমনঃ He didn’t write to me and I was worned.
185) Before বা when-এর পরিবর্তে till ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I’d reached the school till the rain started.
Say: I’d reached the school before the rain started.
সময় প্রকাশক Clause-এর কাজটির পূর্বে যদি principal clause-টির verb-এর কাজটি সম্পন্ন হয়, তবে সময় প্রকাশক clause-টি till-এর পরিবর্তে before বা when দ্বারা অনুসৃত হয়।
*Exerciseর জন্য এই লিংকে যান