Misused Forms | Wrong Tense
104) Did-এর পরে to ব্যতীত infinitive-এর পরিবর্তে past tense ব্যবহার জনিত ভুলঃ
(Using the past tense after did instead of the infinitive without to).
a) To ask questions (প্রশ্ন করতে):
Don't say: Did you went to school yesterday?
Say: Did you go to school yesterday?
b) To make negatives (না বোধক করতে):
Don't say: I did not went to school yesterday.
Say: I did not go to school yesterday.
Did, auxiliary verb-টির পরে to ব্যতীত present infinitive অবশ্যই ব্যবহৃত হবে এবং past tense নির্দেশক কোন কিছু থাকবে না।
Note : Did দ্বারা শুরু প্রশ্নের উত্তরে সর্বদা past tense হয়। যেমনঃ Did you see the picture? -Yes . I saw the picture বা Yes, I did.
105) Does এর পরে to ব্যতীত infinitive-এর পরিবর্তে third person singular ব্যবহার জনিত ভুলঃ
a) To ask questions (প্রশ্ন করতে):
Don't say: Does the gardener waters the flowers?
Say: Does the gardener water the flowers?
b) To make negatives (না বোধক করতে):
Don't say: The man doesn't waters the flowers.
Say: The man doesn't water the flowers.
Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) এরপরে to ব্যতীত present infinitive অবশ্যই does বসবে এবং present tense নির্দেশকের ক্ষেত্রে third person (does) হবে না।
Note: Does দ্বারা শুরু প্রশ্নটির উত্তরে সর্বদা present tense এর third person হয়। যেমন: Does he like the cinema? Yes, he likes the cinema, or Yes, he does.
(For Sections 104-105 see Exercises 33 and 34)
106) Can, must ইত্যাদির পরে to ব্যতীত infinitive এর পরিবর্তে third person singular ব্যবহার জনিত ভুলঃ
Don't say: He can speaks English very well.
Say: He can speak English very well.
Can, must, may, shall এবং will, এদের পরে to ব্যতীত infinitive অবশ্যই ব্যবহৃত হবে এবং বর্তমান নির্দেশক third person হবে না।
107) Tense-এর ব্যবহারজনিত ভুলঃ
Don't say: Rachel asked me what I am doing.
Say: Rachel asked me what I was doing.
Principal clause-এর verb যখন past tense হয়, তখন subordinate clauses-টিতে verb-এর past tense ব্যবহৃত হয়।
Note: এই নিয়ম কয়েকটি ক্ষেত্রে প্রয়োগ হয় না। 1) Quotations-এর অন্তর্ভুক্ত verb-গুলোতে, 2) যেসকল ঘটনা সবসময় সত্য (চিরন্তন সত্য ঘটনা, সেগুলোতে, 3) তুলনা করতে। সুতরাং আমরা বলিঃ
a) She said , 'I a m waiting for your answer '
b) He said that London is a great city
c) He liked you more than he likes me
108) Subordinate clause-এ shall, will/’ll-এর পরিবর্তে should/would’/ll ব্যবহৃত হয়।
Don't say: He said (that) he will/'ll come tomorrow.
Say: He said (that) he would/'d come tomorrow.
যখন প্রধান Clause-এর verb-টি past tense-এ হয়, তখন shall এবং will/’ll যথাক্রমে should এবং would/’d-এ পরিবর্তিত হয়।
109) Subordinate clause-এ might-এর পরিবর্তে may ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Last Sunday Ailsa told me that she may come.
Say: Last Sunday Ailsa told me that she might come.
যখন Principal clauses-এর verb-টি past tense-এ হয়, তখন may, might-এ পরিবর্তিত হয়।
Note: Conjunction, that-এর পরে কখনও comma (,) বসে না।
110) Subordinate clause-এ could-এর পরিবর্তে can ব্যবহার জনিত ভুল:
Don't say: Ben thought he can win the prize.
Say: Ben thought he could win the prize.
যখন Pricipal clauses-টির verb-টি past tense-এ হয়, তখন can- could-এ পরিবর্তিত হয়।
(For Sections 107-110 see Exercises -22 and 23)
111) Infinitive-এর চিহ্ন to-এর পরে past tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: He tried to kicked the ball away.
Say: He tried to kick the ball away.
Infinitive চিহ্ন to-এর পরে simple past tense নির্দেশক mood ব্যবহৃত হতে পারে না।
112) একটি Auxiliary verb-এর পরে past participle-এর পরিবর্তে past tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I've forgot to bring my book.
Say: I've forgotten to bring my book.
Auxiliary verb have এবং এর অন্যান্য রুপগুলোর সাথে past participle (past tense নয়) ব্যবহৃত হওয়া উচিত।
113) অতীত কর্তব্য/বাধ্যবাধকতা প্রকাশ করতে must বা ought ব্যবহার জনিত ভুলঃ
Don't say: You ought to come yesterday.
Say: You ought to have come yesterday.
Or: You should have come yesterday.
Past tense-এ must এবং ought ব্যবহৃত হতে পারে না। অতীত কর্তব্য (যা করা হয়নি) প্রকাশ করতে, আমরা had to, was obliged to-এর মতো অর্থ প্রকাশ করতে perfect infinitive-এর পর ought, should অথবা এ জাতীয় word ব্যবহার করতে পারি।
Note: Indirect speech-এ must এবং ought, past tenses হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমনঃ He said he must do it.
114) Past tense-এর পরিবর্তে present perfect ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I have seen a good film yesterday.
Say: I saw a good film yesterday.
অতীতে উল্লিখিত সময়ের মধ্যে কোন কাজ সম্পন্ন হয়েছে এমনটি প্রকাশ করতে past tense (present perfect নয়) ব্যবহৃত হওয়া উচিত।
Note: যখন আপনার বাক্যে অতীত সময় নির্দেশক কোন word বা phrase থাকে, যেমনঃ yesterday, last night, last week, last year, then, ago ইত্যাদি, তখন অবশ্যই সর্বদা past tense ব্যবহার করতে হবে।
115) Present perfect-এর পরিবর্তে simple past tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I saw the Parthenon of Athens.
Say: I have seen the Parthenon of Athens.
যদি আমরা অতীত কাজের বর্তমান ফলাফল সম্বন্ধে কথা বলি, তবে আমরা অবশ্যই present perfect tense ব্যবহার করব, যখন কেউ বলেঃ I have seen the Parthenon সে অতীতের ‘দেখা’ কাজটি সম্বন্ধে ভাবছে না, ভাবছে অতীত কাজটির বর্তমান ফলাফল সম্বন্ধে।
116) সাম্প্রতিক কাজের সাথে present perfect-এর পরিবর্তে past tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: The clock struck.
Say: The clock has struck.
যদি আমরা মাত্র শেষ হওয়া কোন কাজ সম্বন্ধে কথা বলি, তবে আমরা অবশ্যই present perfect ব্যবহার করব, past tense-এর পরিবর্তে। উদাহরণস্বরূপ, ঘড়ির কাটা আঘাত করার তৎক্ষণাৎ পরে আমাদের বলা উচিত হবেনা, The clock has struck.
117) Present perfect-এর পরিবর্তে simple present ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I'm at this school two years.
Say: I've been at this school two years.
কোন কাজ অতীতে শুরু হয়েছিল এবং চলতে চলতে বর্তমানে প্রবেশ করেছে, এটি প্রকাশ করতে অবশ্যই present perfect (simple present নয়) ব্যবহৃত হবে। I've been at this school two years অর্থ হল- I'm still here (আমি এখনও এখানে আছি)।
118) সময় প্রকাশক ‘since’ clause-এর উত্তরে, present perfect tense-এর পরিবর্তে simple present ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Since he came, we're happy.
Say: Since he came, we've been happy.
সময় প্রকাশক ‘since’ clause-এর উত্তরে, verb-টি সাধারণত present perfect tense-এ হয়।
119) Present continuous-এর পরিবর্তে simple present ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Look! Two boys fight.
Say: Look! Two boys are fighting.
কথা বলার মুহূর্তে কোন কাজ চলছে, তা প্রকাশ করতে অবশ্যই Present continuous (simple present নয়) ব্যবহৃত হবে।
Note: নিকট ভবিষ্যতের কোন কাজ প্রকাশ করতেও present continuous ব্যবহৃত হয়। বিশেষত গতি প্রকাশক verb-এর সাথে come, go, leave ইত্যাদির মত, যেমনঃ He is leaving for England soon, Lorna is arriving tomorrow at six. Tom and I are eating out tonight.
120) Tense-এর continuous রূপটির অপব্যবহারঃ
Don't say: I’m understanding the lesson now.
Say: I understand the lesson now.
Note: As a rule যে verb-গুলো কর্ম নির্দেশক চেয়ে অবস্থা নির্দেশ করে, সেই verb-গুলোর কোন continuous forms হয় না, যেমনঃ Understand, know, believe, like, love, belong, prefer, consist, mean, hear, see ইত্যাদি।
121) অভ্যাসগত কাজ (habitual action) প্রকাশ করতে simple present-এর পরিবর্তে present continuous ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Every morning I'm going for a walk.
Say: Every morning I go for a walk.
বর্তমানে অভ্যাসগত কাজ প্রকাশ করতে simple present (present continuous নয়) অবশ্যই ব্যবহৃত হওয়া উচিত।
Note: Always শব্দটির সাথে বা চলমান অবস্থা নির্দেশক verb-গুলোর সাথে present continuous অভ্যাসগত কাজ প্রকাশ করতে পারে। যেমনঃ
He is always talking in class; He is living in London.
122) বর্তমানে অভ্যাসগত কাজ প্রকাশ করতে use verb ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I use to get up at six every morning.
Say: I get up at six every morning.
Or: I'm accustomed to getting up at six, etc.
উল্লেখ্য, অতীতের অভ্যাসগত কর্ম বুঝাতে Past tense-এর ‘to use’ verb-টি ব্যবহৃত হয়। যা সুদূর অতীতের কোন কিছু বা ব্যক্তিকে নির্দেশ করে অথবা আজ যা করা হচ্ছে না, যেমনঃ I used to see him everyday. My father used to play football very well.
123) বর্তমান অভ্যাসগত কাজ প্রকাশ করতে Simple past tense-এর পরিবর্তে past continuous ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Last year I was walking to school everyday.
Say: Last year I walked to school everyday.
Use the simple past tense to express a habit in the past and not the past continuous.
Note: অতীতের কোন একটি ঘটনা ঘটাতে থাকার মুহূর্তে অন্য একটি ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি বর্ণনা করতে past continuous tense ব্যবহৃত হয়। যেমনঃ I was walking to school when I met him.
124) Past perfect-এর পরিবর্তে past tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: The train already left before I arrived.
Say: The train had already left before I arrived.
অতীতের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয় সেটির জন্য past perfect tense ব্যবহৃত হবে এবং অপেক্ষাকৃত পরে সম্পন্ন হওয়া কাজটির জন্য past tense ব্যবহৃত হবে।
Note : একই বাক্যে present tense এবং past perfect tense কখনও ব্যবহৃত হওয়া উচিত নয়। সুতরাং এটা বলা ভুল হবে, যেমনঃ My brother says that he had not gone to the cinema last night.
125) Simple past tense-এর পরিবর্তে past perfect ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I'd finished the book yesterday.
Say: I finished the book yesterday.
কোন বাক্যে past perfect ব্যবহৃত হওয়া উচিত হবেনা, যদি না অন্য একটি verb, past tense-এ থাকে।
(See Section 124.)
126) সময় প্রকাশক clause-এ Present tense-এর পরিবর্তে future tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I'll see you when I shall come back.
Say: I'll see you when I come back.
যদি Principal clause-এর verb-টি future tense-এর হয়, তবে সময় প্রকাশক clause-টির verb-টি present tense-এ হবে।
127) If clause-এ present tense-এর পরিবর্তে future tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: If he'll ask me, I will/'ll stay.
Say: If he asks me, I will/'ll stay.
একটি সাধারণ ভবিষ্যত শর্তে, শর্ত বাক্যাংশ (বা If-clause)-টিতে present tense এবং শর্ত বাক্যাংশটির উত্তরে (principal clause-এ) future tense ব্যবহৃত হবে।
Note : তবে অনুরোধ প্রকাশ করতে, if clause-এ future tense ব্যবহৃত হতে পারে। যেমন: I shall be very grateful if you will lend me some money, If you will/'ll give me some money I will/'ll buy you a drink.
128) As if বা as though-এর পরে past tense-এর পরিবর্তে present tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: Janine talks as if she knows everything.
Say: Janine talks as if she knew everything.
As if বা as though, phrase-টির পরে past tense ব্যবহৃত হওয়া উচিত। He talks as if he knew everything, মানে হল, He talks as he would talk if he knew everything.
Note : Verb to be এর বেলায় as if-এর পরে were ব্যবহৃত হয়, যেমন: He acts as if he were a rich man.
129) Wish-এর present নির্দেশকের পরিবর্তে wish-এর অতীত শর্ত সম্বন্ধীয় (would wish) ব্যবহার জনিত ভুলঃ
Don't say: I would wish to know more English.
Say: I wish (that) I knew more English.
বর্তমান অর্থ প্রকাশ করতে, wish-এর present tense ব্যবহৃত হয় এর পরের that clause-টি past tense-এ হয়।
130) একটি অসম্ভাব্য (impossible) শর্তের সাথে ভুল tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: If he would/'d ask me, I would/'d stay.
Say: If he asked me, I would/'d stay.
একটি অসম্ভাব্য শর্ত past tense দ্বারা প্রকাশিত হয় এবং উত্তরটি (শর্তাধীন) conditional বাক্য দ্বারা প্রকাশিত হয়। past tense-এর এই ব্যবহারটি কোন সময়কে নির্দেশ করে না, তবে সম্ভাব্যতার মাত্রাকে প্রকাশ করে।
131) অসম্ভাব্য (impossible) শর্তের সাথে ভুল tense ব্যবহার জনিত ভুলঃ
Don't say: If he would/'d have asked me, I would/'d stay.
Say: If he had/'d asked me, I would/'d have stayed.
একটি অসম্ভাব্য (impossible) শর্ত past perfect tense দ্বারা এবং উত্তরটি অতীত শর্তাধীন (past conditional) বাক্য দ্বারা প্রকাশিত হয়। past perfect tense-এর এই ব্যবহারটি সময়কে নির্দেশ করে না, তবে একটি অসম্ভব ঘটনাকে নির্দেশ করে।
Have another look at…
Use of certain tenses
1) অভ্যাসগত কাজগুলোর জন্য simple present tense ব্যবহৃত হয়, পক্ষান্তরে বর্তমান সময়ে চলতে থাকা কাজগুলোর জন্য present continuous tense ব্যবহৃত হয়।
Examples: I read the newspaper every day.
I'm reading an English book (now).
2) নির্দিষ্ট সময় বা তারিখ উল্লিখিত হলে simple past tense ব্যবহৃত হয়, পক্ষান্তরে সময় বা তারিখ উল্লিখিত না হলে present perfect tense ব্যবহৃত হয়।
Examples: I did my homework last night. I've done my homework (so I can watch TV - or whatever - now).
3) অতীতের অভ্যাসগত কাজগুলো simple past অথবা used to phrase দ্বারা প্রকাশিত হয়।
Example: I went (or I used to go) to the cinema every week last year.
Note : অতীত অভ্যাসগত কাজ প্রকাশ করতে past continuous (I was going) ব্যবহৃত হয়না। তবে অতীতে চলমান কোন কাজের সময়ে অন্য একটি কাজ ঘটেছিল বোঝালে চলমান কাজটির জন্য past continuous ব্যবহৃত হয়। যেমনঃ I was going to the cinema when I met him.
4) যদি কোন কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতে থাকে, এই ক্ষেত্রে কেবল present perfect tense ব্যবহার করা শুদ্ধ।
Example: I've been in this class for two months.
5) সময় বা শর্ত প্রকাশক clause-এ future tense নয়, present tense ব্যবহার করতে বেশ সতর্ক থাকতে হবে, যদি principal clause-এর verb-টি future tense হয়।
Example: I will/'ll visit the Parthenon when I go (or if I go) to Athens.
133) Tenses-গুলোর তাল্গোল পাকিয়ে ফেলা বা হ-য-ব-র-ল অবস্থাঃ
Don't say: They asked him to be captain, but he refuses.
Say: They asked him to be captain, but he refused.
যদি আপনি অতীত সময় নির্দেশক verb দ্বারা শুরু করেন, তবে সর্বক্ষেত্রে একই রূপ বজায় রাখুন। একটি রচনার শুরু থেকে শেষ অবধি tense-গুলতে একই নিয়ম প্রয়োগ করুন।
(See Exercises 24-30)