Exam Strategy | পরীক্ষা শেষে রিভিশন

 রিভিশনের  নিম্নোক্ত বিষয় খেয়াল রাখতে হবে-

# প্রশ্নপত্রের নম্বরের সঙ্গে উত্তরপত্রের নম্বরের মিল আছে কিনা।

# উত্তরপত্রে প্রশ্নের নম্বর নির্ভুল এবং পরিচ্ছন্নভাবে লেখা হয়েছে কিনা।

# যতগুলো প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে তা লেখা হয়েছে কিনা।

# লেখার বানান নির্ভুল, দাড়ি, কমা সেমিকোলন, ঠিকমতো ব্যবহার করা হয়েছে কিনা।

# প্রত্যেক পৃষ্ঠায় (অতিরিক্ত পৃষ্ঠাসহ) margin দেয়া হয়েছে কিনা।

# অতিরিক্ত উত্তরপত্রের অংশ সঠিকভাবে পূরণ হয়েছে কিনা।

# অধিক অতিরিক্ত উত্তরপত্র থাকলে তার লেখা এবং বৃত্ত ভরাট হয়েছে কিনা। উত্তরপত্রের টপ সিটে তার সংখ্যা উল্লেখ হয়েছে কিনা।

# উত্তরপত্র সঠিকভাবে সেলাই বা স্ট্যাপল করা হয়েছে কিনা। অতিরিক্ত উত্তরপত্রের কোন অংশ খুলে পড়ার সম্ভাবনা নেই তো!?

# সেলাই বা স্ট্যাপলের  সময় অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা ও  ক্রমিক নং আছে কি না।

# পরীক্ষা শেষের অন্তত 3 মিনিট পূর্বে খাতা জমা দানের জন্য প্রস্তুত থাকবে।

# পরীক্ষার শেষ ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে উত্তরপত্র প্রত্যবেক্ষক এর নিকট বুঝিয়ে দিতে হবে, টেবিলে ফেলে রেখে আসা যাবে না।

# পত্র জমাদানের পর প্রবেশপত্র, কলম, পেনসিল, জ্যামিতি বক্স ইত্যাদি গুছিয়ে সুশৃংখলভাবে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

এই সাইটটি বিজ্ঞাপনমুক্ত, আমাকে সাহায্য করতে

সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে