Exam Strategy | পরীক্ষা শেষে রিভিশন
রিভিশনের নিম্নোক্ত বিষয় খেয়াল রাখতে হবে-
# প্রশ্নপত্রের নম্বরের সঙ্গে উত্তরপত্রের নম্বরের মিল আছে কিনা।
# উত্তরপত্রে প্রশ্নের নম্বর নির্ভুল এবং পরিচ্ছন্নভাবে লেখা হয়েছে কিনা।
# যতগুলো প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে তা লেখা হয়েছে কিনা।
# লেখার বানান নির্ভুল, দাড়ি, কমা সেমিকোলন, ঠিকমতো ব্যবহার করা হয়েছে কিনা।
# প্রত্যেক পৃষ্ঠায় (অতিরিক্ত পৃষ্ঠাসহ) margin দেয়া হয়েছে কিনা।
# অতিরিক্ত উত্তরপত্রের অংশ সঠিকভাবে পূরণ হয়েছে কিনা।
# অধিক অতিরিক্ত উত্তরপত্র থাকলে তার লেখা এবং বৃত্ত ভরাট হয়েছে কিনা। উত্তরপত্রের টপ সিটে তার সংখ্যা উল্লেখ হয়েছে কিনা।
# উত্তরপত্র সঠিকভাবে সেলাই বা স্ট্যাপল করা হয়েছে কিনা। অতিরিক্ত উত্তরপত্রের কোন অংশ খুলে পড়ার সম্ভাবনা নেই তো!?
# সেলাই বা স্ট্যাপলের সময় অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা ও ক্রমিক নং আছে কি না।
# পরীক্ষা শেষের অন্তত 3 মিনিট পূর্বে খাতা জমা দানের জন্য প্রস্তুত থাকবে।
# পরীক্ষার শেষ ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে উত্তরপত্র প্রত্যবেক্ষক এর নিকট বুঝিয়ে দিতে হবে, টেবিলে ফেলে রেখে আসা যাবে না।
# পত্র জমাদানের পর প্রবেশপত্র, কলম, পেনসিল, জ্যামিতি বক্স ইত্যাদি গুছিয়ে সুশৃংখলভাবে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে হবে।
# প্রশ্নপত্রের নম্বরের সঙ্গে উত্তরপত্রের নম্বরের মিল আছে কিনা।
# উত্তরপত্রে প্রশ্নের নম্বর নির্ভুল এবং পরিচ্ছন্নভাবে লেখা হয়েছে কিনা।
# যতগুলো প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে তা লেখা হয়েছে কিনা।
# লেখার বানান নির্ভুল, দাড়ি, কমা সেমিকোলন, ঠিকমতো ব্যবহার করা হয়েছে কিনা।
# প্রত্যেক পৃষ্ঠায় (অতিরিক্ত পৃষ্ঠাসহ) margin দেয়া হয়েছে কিনা।
# অতিরিক্ত উত্তরপত্রের অংশ সঠিকভাবে পূরণ হয়েছে কিনা।
# অধিক অতিরিক্ত উত্তরপত্র থাকলে তার লেখা এবং বৃত্ত ভরাট হয়েছে কিনা। উত্তরপত্রের টপ সিটে তার সংখ্যা উল্লেখ হয়েছে কিনা।
# উত্তরপত্র সঠিকভাবে সেলাই বা স্ট্যাপল করা হয়েছে কিনা। অতিরিক্ত উত্তরপত্রের কোন অংশ খুলে পড়ার সম্ভাবনা নেই তো!?
# সেলাই বা স্ট্যাপলের সময় অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা ও ক্রমিক নং আছে কি না।
# পরীক্ষা শেষের অন্তত 3 মিনিট পূর্বে খাতা জমা দানের জন্য প্রস্তুত থাকবে।
# পরীক্ষার শেষ ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে উত্তরপত্র প্রত্যবেক্ষক এর নিকট বুঝিয়ে দিতে হবে, টেবিলে ফেলে রেখে আসা যাবে না।
# পত্র জমাদানের পর প্রবেশপত্র, কলম, পেনসিল, জ্যামিতি বক্স ইত্যাদি গুছিয়ে সুশৃংখলভাবে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে হবে।