নবী রাসূ্লগণের স্ত্রীদের নামের তালিকা অর্থসহ
যেসকল নবীদের স্ত্রীদের নামের তালিকা জানা যাবে
- নবি আদম (আঃ) এর স্ত্রীদের নাম
- নূহ (আঃ) এর স্ত্রীদের নাম
- হযরত ইব্রাহিম (আঃ) এর স্ত্রীদের নাম
- হযরত ইসমাইল (আঃ) এর স্ত্রীদের নাম
- হযরত লুত (আঃ) এর স্ত্রীদের নাম
- হযরত দাউদ (আঃ) এর স্ত্রীদের নাম
- হযরত ইসহাক (আঃ) এর স্ত্রীদের নাম
- হযরত হারুন (আঃ) এর স্ত্রীদের নাম
- হযরত ইয়াকুব (আঃ) এর স্ত্রীদের নাম
- হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রীদের নাম
ইসলাম ধর্মের প্রথম প্রচারক নবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ প্রেরিত নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝে অজস্র নবী ও রাসূল এই ধরণিতে এসেছেন এবং বারঝাখ দুনিয়াতে চলেও গেছেন। নবীদের আনুমাণিক সংখ্যা লক্ষাধিক এর মত হবে সেটা আমরা সবাই জানি।
বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের এই আলোচনায়। আমরা কুরআনে এবং হাদিসে বর্ণিত কয়েকজন নবীদের স্ত্রীদের সাথে পরিচয় করিয়ে দেবো এবং তাদের নাম এর তালিকা বর্ণনা করবো। কিছু নাম আহলে কিতাব হতে শুনা যায়। কুরআনে বর্ণিত অন্যতম সেই ১০ জন নবী রাসুলগ্ণ হলো:
১. আদম (আঃ)
২. নূহ (আঃ)
৩. ইব্রাহিম (আঃ)
৪. ইসমাইল (আঃ)
৫. লুত (আঃ)
৬. দাউদ (আঃ)
৮. ইসহাক (আঃ)
৯. হারুন (আঃ)
১০. ইয়াকুব (আঃ)
১১. হযরত মুহাম্মদ (সাঃ)
চলুন- ধারাবাহিকভাবে এই সকল নবীগণদের স্ত্রীদের নাম জেনে নেই।
নবি আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম
মুসলিম জাতির প্রথম নবী আদম আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ছিলেন প্রথম সৃষ্ট নারী ও আদমদের জন্মদাত্রী - হাওয়া (আঃ)। হাওয়া অর্থ জীবন, প্রেমময়
নূহ আলাইহিস সালামের স্ত্রীদের নাম
হযরত নুহু (আঃ) এর স্ত্রী ছিলেন ওয়াহিলা নামক এক নারী। এটাও বলা হয়ে থাকে যে নয়মা নামেও আরেকজন স্ত্রী ছিল। তবে এই তথ্য কতটা সত্য এ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের নাম
কুরআন ও হাদিস থেকে বর্ণিত হযরত ইব্রাহিম (আঃ) এর দুইজন স্ত্রী ছিল তারা হলেন:-
১। হাজেরা এবং এর অর্থ পরিষ্কার, বুদ্ধিমান
২। সারাহ এবং এর অর্থ ভদ্রমহিলা, রাজকুমারী, অভিজাত বংশীয়।
হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীদের নাম
হযরত ইসমাইল (আ:) এরও দুইজন স্ত্রী ছিলেন। উনাদের নাম হলোঃ
১। আদরা এবং এর অর্থ সৌন্দর্য, মহিমা, দাসী
২। সাফিয়া এবং এর অর্থ খাঁটি, পুণ্যবান, বিশুদ্ধ
হযরত লুত আলাইহিস সালামের স্ত্রীদের নাম
হযরত লুত (আ:) স্ত্রীর সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া না গেলেও তাফসীরে জালালাইন হতে লুত আলাইহিসসাল্লামের স্ত্রীর নাম ছিল 'ওয়াইলা'হযরত দাউদ আলাইহিস সালামের স্ত্রীদের নাম
জানা যায় যে হযরত দাউদ (আঃ) ৯ এর অধিক বিয়ে করেছিলেন। তাদেরই মধ্য থেকে জন্মগ্রহণ করেন নবী সুলাইমান আঃ। স্ত্রীদের সঠিক নামগুলো তেমন জানা যায় না।
হযরত ইসহাক আলাইহিস সালামের স্ত্রীদের নাম
হযরত ইসহাক (আঃ) এর দুইজন স্ত্রী ছিলেন। তারা হলঃ
১। সারা
২। রেবেকা
হযরত হারুন আলাইহিস সালামের স্ত্রীদের নাম
হযরত হারুন (আঃ) এর স্ত্রীদের নাম নিয়ে নির্ভরযোগ্য তেমন কোন তথ্য পাওয়া যায় না।
হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রীদের নাম
হযরত ইয়াকুব (আঃ) এর চারজন স্ত্রী ছিলেন। তারা হলোঃ
১। লেয়া,
২। রাহেল,
৩। বিলহা এবং
৪। জেহেলা
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীদের নাম
আমাদের চোখের মনি সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সঃ) একের অধিক বিবাহ করেছেন। নবীজির তেরজন স্ত্রী এবং উপপত্নী ছিলেন। তাদের মধ্যে থেকে কেবল দুইজন সন্তান জন্ম দিয়েছিলেন। তারা হচ্ছেন মা খাদিজা ও মারিয়া আল কিবতিয়া। নবীজি (সঃ) স্ত্রীদের নামের তালিকাঃ
১। খাদিজা বিনতে খুওয়াইলিদ (রাঃ)
২। সাওদা বিনতে জমি (রাঃ)
৩। আয়েশা বিনতে আবু বকর (রাঃ)
৪। হাফসা বিনতে উমর (রাঃ)
৫। জয়নাব বিনতে খালিদ (রাঃ)
৬। সাফিয়া বিনতে হুয়াই (রাঃ)
৭। রামলাহ বিনতে আবু সুফিয়ান (রাঃ)
৮। জুয়াইরিয়া বিনতে হারুন আল-রশীদ (রাঃ)
৮। উমে সালমা বিনতে আমর (রাঃ)
এই ছিলো আজকের আয়োজন আশা করি আমাদের পথ প্রদর্শকদের স্ত্রীদের নামগুলো জানতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।