Subscribe Our Channel

Infinitive, Gerund ও Participle এর ব্যবহার এবং উদাহরণসহ ব্যাখ্যা

Infinitive, Gerund ও Participle এর ব্যবহার এবং উদাহরণসহ ব্যাখ্যা

Infinitive

Number, Person এবং Tense অনুসারে যে Verb এর কোন পরিবর্তন হয় না, তাকে Infinitive বলে। যেখানে Infinitive ব্যবহৃত হয়: করতে/ যেতে/ খেতে/ পড়তে/ লিখতে Infinitive ব্যবহৃত হয়। অর্থাৎ verb এর present form এর পূর্বে to যুক্ত হয়। নিচের verb গুলোর পরে Infinitive হয়। 

Afford, agree, appear, arrange, ask, attempt, (can't) bear, beg, begin, care, choose, continue, claim, consent, dare, decide, demand, deserve, expect, fail, forget, go on, happen, hate, hesitate, hope, help, intend, learn, like, love, manage, mean, need, neglect, offer, plan, prepare, prefer, pretend, promise, propose, refuse, regret, remember, seem, start, swear, trouble, try, tend, threaten, wait, want, wish etc.

Some examples:

-He commenced to do the job again. 

-He competed to fight with me.

-He consented to go there.

-He continued to do the work.

-He dares to go there.

-He deserves to get the reward. 

-He fails to attract her.

-He grew fast just to die.

-He hastened to go there.

-He hates to be with the poor.

-She hurried to meet her husband.

-She longs to marry a rich man.

-He managed to solve the problem.

-He neglected to do the work.

-He offered to help me.

-He paid to please his boss.

-He refused to go there.

-He schemed to establish man.

Some uses of infinitive

1. উদ্দেশ্য নির্দেশ করে কোন কথা বলতে গেলে বাংলা ক্রিয়া শেষে যদি 'তে' বা 'জন্যে' আসে তাহলে ইংরেজিতে ঐ ক্রিয়ার পূর্বে সাধারণতঃ to বসে অর্থাৎ to + verb (Infinitive) হয়। যেমন: 

- I told him to go. (আমি তাকে যেতে বললাম) 

- I went to Khulna to buy a book. (আমি বই কিনতে খুলনা গিয়েছিলাম)

2. 'অনুভূতি প্রকাশ করে' কোন কথা বলতে গেলে বাংলা ক্রিয়ার শেষে যদি 'য়ে' আসে তাহলে ইংরেজিতে ঐ ক্রিয়ার পূর্বে সাধারণতঃ to বসে অর্থাৎ to + verb (Infinitive) হয়।

অর্থাৎ কোন কিছু দেখে খুশি হওয়া, দুঃখিত হওয়া, মর্মাহত হওয়া ইত্যাদি বুঝাতে to + verb হয়। যেমন: 

- I am glad to see you, (তোমাকে দেখে আমি খুশি)

- He was shocked to know the news, (খবরটি পেয়ে সে মর্মাহত হল)

3.কোন কিছু করা, যেমনঃ যাওয়া, লেখা, পড়া, নেওয়া, দেওয়া, জানা, বলা ইত্যাদি বুঝাতে ইংরেজিতে ক্রিয়া to + verb রূপে বসে। অর্থাৎ কোন কাজের Verbal Noun নাম বুঝাতে ইংরেজি ক্রিয়া to + verb রূপে বসে। তবে এক্ষেত্রে verb + ing (Gerund) ও বসতে পারে। যেমন: 

- To learn/ Learning English is not difficult. (ইংরেজি শেখা কঠিন নয়)

- To tell/ Telling a lie is a great sin. (মিথ্যা বলা মহাপাপ)

4. কোন কিছু 'সম্পন্ন হতে হবে'/ 'শেষ হতে হবে' বুঝাতে অর্থাৎ Passive অর্থে non-finite বুঝাতে Passive Infinitive (to be + past participle) হয়। যেমন: 

- The work needs to be finished soon. (কাজটি দ্রুত শেষ হওয়া প্রয়োজন/ হতে হবে)

- The work is yet to be done. (কাজটি শেষ হতে/ হওয়া এখনও বাকি)

5. কাউকে কিছু করতে দেখা বুঝাতে verb + ing বা Bare Infinitive ব্যবহৃত হয়। যেমন: 

- I saw him going/ go. (আমি তাকে যেতে দেখলাম) 

- We saw them playing/ play. (আমরা তাদেরকে খেলতে দেখলাম)

6. Verb এর Subject হিসাবে Infinitive বসে। 

যেমন: To err is human. To tell a lie is a great sin.

7. Transitive verb এর Object হিসাবে Infinitive বসে।

যেমন: He wants to write a book. He wants to play football.

8. Preposition এর Object হিসাবে Infinitive বসে।

যেমন: The patient is about to die. The bus is about to leave the station.

9. Intransitive verb এর complement হিসাবে Infinitive বসে।

যেমন: The man seems to be smart. Mahbub seems to be honest.

Note: নিচের verb গুলি object+infinitive আকারে লিখতে হবেঃ

oblige- বাধ্য করা 

order-আদেশ দেওয়া

permit-অনুমতি দেওয়া

advise-উপদেশ দেওয়া

forbid-নিষেধ করা

allow-অনুমতি দেওয়া

force-বল প্রয়োগ করা

love-ভালবাসা

mean- বোঝানো

ask-জিজ্ঞাসা করা

get-পাওয়া

need- প্রয়োজন

(can't) bear-সহ্য করতে না পারা

hate- ঘৃণা করা

beg- প্রার্থনা করা 

cause-কারণ

help- সাহায্য করা

instruct-জানানো

command- আদেশ দেওয়া

intend- মনে করা

compel-বাধ্য করা

invite- নিমন্ত্রণ করা

leave-ত্যাগ করা 

like-পছন্দ করা

encourage- উৎসাহিত করা

expect- প্রত্যাশা করা

persuade-প্রনোদিত করা

request-অনুরোধ করা 

teach-শিক্ষা দেওয়া

tell-বলা

tempt- প্রলুব্ধ করা

trouble- সমস্যা করা 

want-চাওয়া

warm-সতর্ক করা

prefer- অধিকতর পছন্দ করা

wish- ইচ্ছা করা

recommend- সুপারিশ করা 

remind- মনে করিয়ে দেওয়া

Note: নিচের বাক্যগুলোতে object এর পরে Infinitive বসেছে।

Examples: 

(1) I didn't want him to go. 

(2) We don't allow anybody to smoke here.

(3) I did not ask him to pray for the meal. 

(4) I advised him to leave here.

(5) We forced him to take decision. 

(6) I permitted him to come here.

(7) He warns us to be careful. 

(8) We encourage him to do the work.

(9) I will remind you to get up early in the morning. 

(10) I help him to make a good result.

Note: কোন কোন ক্ষেত্রে Infinitive এর to উহ্য থাকে, এ ধরনের Infinitive কে Bare Infinitive বলে। নিচের Verb গুলো Bare Infinitive হিসাবে ব্যবহৃত হয়। যেমন: Bid, cannot but, dare, let, make, see, behold, watch, hear, need, feel, used to, modal Auxiliaries (can, could, may, might, shall, should, had better to, have to etc.)

Example: I saw him cross the road. (to cross)

Gerund

A Gerund is a double part of speech- a noun and verb combined. -J.C. Nesfield T

A Gerund is that form of the verb which ends in-ing and has the force. -Wren & Martin

Gerund: Verb এর Present form এর সাথে ing যুক্ত হয়ে যদি তা একই সাথে Noun ও Verb এর কাজ করে তাকে gerund বলে। যেমন: Walking is a good exercise.

নিচের verb গুলোর পরে যে verb বসে সেই verb এর সাথে ing যোগ করতে হয়। 

admit, appreciate, avoid, burst out, contemplate, complete, consider, delay, deny, detest, dislike, discuss, endure, escape, excuse, enjoy, face, fancy, feel, like, finish, forgive, give up, (can't) help. imagine, involve, keep (on), leave off, mention, mind, miss, postpone, practise, put off, quit, recall, resent, resist, recommend, regret, risk, stop, suggest, (can't) stand, tolerate, understand.

(1) He enjoys watching television- সে টিভি দেখা উপভোগ করে।

(2) It started raining- বৃষ্টি পড়তে শুরু করল।

(3) I enjoy fishing- আমি মাছ ধরে আনন্দ পাই।

(4) I enjoy boating- আমি নৌকা বেয়ে আনন্দ পাই।

Some uses of gerund

1. Verb এর subject হিসাবে gerund বসে। যেমনঃ Fishing is my favourite hobby. Swimming is good for health.

2. Transitive verb এর object হিসাবে gerund বসে। যেমনঃ I enjoyed boating. I enjoyed walking.

3. Preposition এর object হিসাবে gerund বসে। যেমন: I am fond of fishing. He is fond of sleeping.

4. Intransitive verb এর complement হিসাবে gerund বসে। যেমন: My favourite hobby is fishing. Seeing is believing.

5. Possessive case (my, our, your, her, his, their) এর পরে gerund বসে। যেমন: I disagreed to his coming here. We don't support her working here.

Note: যদি Gerund এর পূর্বে The এবং পরে Of বসে, তাকে Verbal Noun বলে।

যেমন: The eating of a balanced diet is good for health. The buying of books is a good habit.

Note: মনে রাখতে হবে Verbal Noun শুধু Noun এর কাজ করে।

"A verbal noun is noun and nothing more." - J.C. Nesfield

Note: নিচের verb গুলোর পরে -ing form অথবা infinitive হতে পারে।

advise, forbid, hear,prefer, allow, forget, intend, propose, can't bear, go, like, regret begin, go on, love, remember, continue, hate, permit, start, stop, try, watch.

যেমনঃ 

1. I forbade him to tell a lie. (infinitive) 

- I forbade him telling a lie. (ing form)

2. I heard him to sing a song. (infinitive) 

- I heard him singing a song. (ing form)

3. He started to sing a song. (infinitive) 

- He started singing a song. (ing form)

4. I like to walk. (infinitive) 

- I like walking. (ing form)

Participle

A participle is that form of the verb which is partly a verb and partly an adjective. -Wren and Martin

A participle is a double parts of speech- a verb and an adjective combined. -J.C. Nesfield

Verb এর যে রূপ একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে participle বলে। -Ashik Khan Notun

ইহা তিন প্রকার। যথাঃ

(A) Present participle (V+ing): Verb এর Present form এর সাথে ing যুক্ত হয়ে একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

(01) I saw a flying bird. (v + adj)- আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। 

(02) The cuckoo is a singing bird. (v+ adj)- কোকিল গায়ক পাখি।

(03) Barking dogs seldom bite. (v+ adj)- ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। 

(04) I saw a sleeping beggar. (v + adj)- আমি একজন ঘুমন্ত ভিক্ষুক দেখলাম।

(05) Bangladesh is a developing country. (v + adj) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

(06) This is my reading room. (v+ adj)- এই আমার পড়ার কক্ষ।

(07) This is my drawing room. (v + adj)- এই আমার বৈঠক খানা। 

(08) I like rising sun. (v + adj)- আমি উদিয়মান সূর্য পছন্দ করি।

(09) He likes teaching profession. (v + adj)- তিনি শিক্ষকতা পেশা পছন্দ করেন। (

(10) It is a charming scenery. (v + adj)- ইহা একটি মনোমুগ্ধকর দৃশ্য।

Note: Relative Pronoun এর পরিবর্তে Adjective এর ন্যায় Present participle ব্যবহৃত হতে পারে। 

- The people living in city are not always happy.

- The teachers working here get handsome salary.

(B) Past participle (verb এর past participle): Verb এর Past participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে। 

Past participle verb হিসেবে বসে। যেমনঃ

(01) The patient had died before the doctor came- ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। 

(02) I have finished the work- আমি কাজটি শেষ করেছি।

(03) English is taught here- এখানে ইংরেজি শিখানো হয়।

(04) Rice is sold here- এখানে চাল বিক্রি করা হয়।

(05) He is known here- তিনি এখানে পরিচিত।

(06) Rice is cooked at seven a.m.- সাতটার সময় ভাত রান্না করা হয়।

(07) Books are printed here- এখানে বই ছাপানো হয়। 

(08) Picture is painted here- এখানে ছবি অংকন করা হয়।

(09) The poor are helped in Khan Foundation- খান ফাউন্ডেশনে গরিবদের সাহায্যা করা হয়।

(10) Mobile phones are imported from China- চীন থেকে মোবাইল ফোন আমদানী করা হয়।

Past participle, Adjective হিসেবে বসে। যেমনঃ

(01) America is a developed country- আমেরিকা একটি উন্নত দেশ।

(02) It is a broken chair- ইহা একটি ভাঙ্গা চেয়ার।

(03) He lives in a rented house- সে একটি ভাড়া বাড়িতে বাস করে।

(04) It is a written report- এটা একটি লিখিত রিপোর্ট।

(05) He is a married man- তিনি একজন বিবাহিত ব্যক্তি।

(06) It is a burnt house- ইহা একটি পুড়া বাড়ি।

(07) It is a banned law- ইহা একটি নিষিদ্ধ আইন।

(08) He is a dedicated person- তিনি একজন নিবেদিত ব্যক্তি।

(09) He is an enlisted terrorist- সে একজন তালিকা ভুক্ত সন্ত্রাসী।

(10) It is a painted picture- ইহা একটি অংকিত ছবি।

Note: Feel, felt, find, found, keep, kept, hear, heard, notice, noticed, see, saw, smell, smelt, watch, watched, ইত্যাদি verb গুলোর পরে Object+ Present Participle বসে। যেমনঃ 

- I heard her singing a song. 

- I smelt something burning.

Some uses of Present participle

1. Continuous Tense গঠন করতে Present Participle ব্যবহৃত হয়। যেমন: He is fishing in the pond. He is reading a book.

2. Present participle এর আগে বসে Attributive Adjective এর মত কাজ করে। যেমন: A barking dog seldom bites. Football is an exciting game.

3. একই Subject কর্তৃক সম্পাদিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়, সেটি Present participle হয়। যেমন: Finishing the work, he came back home. Eating food, we went to market.

(C) Perfect participle (Having+Verb এর Past participle): Verb এর Past participle এর পূর্বে 'having' যুক্ত হয়ে একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

Some uses of Past participle

1. Verb এর Perfect Tense গঠন করতে Past participle বসে। যেমন: I have done the work. He has written a book.

2. Passive voice গঠন করতে Verb এর Past participle form বসে। যেমন: English is taught here. Mobile phone is made in China.

3. Having, being, even, ever, to be, has, have, had ইত্যাদির পরে গঠন করতে Verb এর Past participle form বসে। যেমন: Having seen the dog, he ran away.

4. Adjective হিসাবে Verb এর Past participle form বসে। যেমন: America is a developed country. It is a broken chair.

5. Plural common noun হিসাবে Verb এর Past participle form বসে। যেমন : The educated are honored everywhere. The retired are asset for any country.

6. Noun এর শেষে 'ed' যুক্ত হয়ে Adjective হয়। যেমনঃ He is a kind-hearted man. He is a noble minded man.

7. Relative noun এর পরিবর্তে Verb এর Past participle form বসে। যেমন: The car made in Japan is working well. The mobile phone made in China is cheap.

Some examples of Perfect participle:

(1) Having finished the work, I went home- কাজটি শেষ করে আমি বাড়িতে গেলাম।

(2) Having gone there, I saw him- সেখানে গিয়ে আমি তাকে দেখলাম।

(3) Having seen him, I became astonished- তাকে দেখে আমি অবাক হলাম।

(4) Having boiled water, we drank- পানি সিদ্ধ করে আমরা পান করি।

Tense কত প্রকার এবং কী কী? উদাহরণসহ ব্যাখ্যা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url