Subscribe Our Channel

Tense কত প্রকার এবং কী কী? উদাহরণসহ ব্যাখ্যা

Tense কত প্রকার এবং কী কী? উদাহরণসহ ব্যাখ্যা

Tense

'Tense' শব্দটি ল্যাটিন শব্দ 'Tempus থেকে ইংরেজি ভাষায় এসেছে। Tempus এর অর্থ হচ্ছে time বা সময়। তাই কোন verb এর কার্য সম্পন্ন হওয়ার সময়কে Tense বলে।

Tense is the soul of English Grammar. Without knowing the rules of tense, we cannot make a single sentence. So everybody should have clear idea about tense. If any one can learn tense, he/she can learn English language easily. 

Tense প্রধানত তিন প্রকার। যথা:

Present Tense (বর্তমান কাল), Past Tense (অতীত কাল), Future Tense (ভবিষ্যৎ কাল)। প্রত্যেক প্রকার Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ Indefinite Tense, Continuous Tense, Perfect Tense, Perfect Continuous Tense.

Present Indefinite Tense:

কোন কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে অভ্যাস বা চির সত্য বুঝায় তাকে Present indefinite tense বলে। গঠন: Subject+Verb এর Base form/ Present form+Extension (সংযোজিত অংশ, সংযোজন, বৃদ্ধি) চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে- অ, আ, ই, এ, স, ন, য় ইত্যাদি থাকে।

Structure:

1. Affirmative: Subject+Verb এর Present form +Extension.

2.Negative: Subject+do not/does not+Verb এর Present form +Extension.

3. Interrogative: Do/ does+subject+Verb এর Present form +Extension?

4. Neg- Int: Don't/doesn't+subject+Verb এর Present form+Extension?

Note: V1 = Verb-এর Present form, V²= Verb-এর Past form এবং V³= Verb-এর Past participle form.

Examples:

1. Hasan plays football.  হাসান ফুটবল খেলে। 

2. Hasan does not play football. হাসান ফুটবল খেলে না।

3. Does Hasan play football? হাসান কি ফুটবল খেলে?

4. Doesn't Hasan play football? হাসান কি ফুটবল খেলে না?

যে সকল বাংলা বাক্যের ক্রিয়া নাই উহাদিগকে Present Indefinite Tense / Simple Tense করতে হয়। তখন Verb হিসাবে Am/is/are এর পরে not এবং Interrogative করার জন্য Am/is/are কে প্রথমে বসাতে হয়।

Examples:

1. Mr. Hasan is a leader. হাসান সাহেব একজন নেতা।

2. Mr. Hasan is not a leader.  হাসান সাহেব একজন নেতা নয়।

3. Is Mr. Hasan a leader? হাসান সাহেব কি একজন নেতা?

4. Isn't Mr. Hasan a leader? হাসান সাহেব কি একজন নেতা নয়?

Note: Present Indefinite Tense এর কর্তা যদি 3rd person singular number হয় তবে verb এর শেষে s/es যোগ করতে হয়। Note: যে সকল verb এর শেষে ch,o,sh,es এবং x থাকে, তার শেষে es যোগ করতে হবে।

Examples:

( 1) He teaches us English. তিনি আমাদের ইংরেজি শেখান।

(2) He goes to school. সে স্কুলে যায়।

(3) He rushes to the spot. সে দ্রুত ঘটনা স্থলে যায়।

(4) He misses the bus. সে বাসটি ধরতে ব্যর্থ হয়।

(5) He relaxes in the room. সাগর সে কক্ষে আরাম করে।

Note: Verb এর শেষে 'y'থাকলে এবং 'y'এর পূর্বে consonant থাকলে 'y' এর স্থানে 'i'এবং তার পরে 'es' যোগ করতে হয়। 

(6) Rahim carries the load- রহিম বোঝাটি বহন করে। কিন্তু 'y' এর আগে 'vowel' থাকলে সেক্ষেত্রে ies যোগ করতে হয় না। যেমন say saying, try--- trying.

Present Indefinite Tense এর ব্যবহার

1। চিরন্তন সত্য বোঝাতেঃ The earth moves round the sun.

2। প্রতিনিয়ত ঘটছে এমন বুঝাতেঃ He goes to Dhaka every month.

3। কোন লেখক বা মনীষীদের বাণী বুঝাতেঃ Keats says "A thing of beauty is a joy for ever" 

4। অতীতের ঐতিহাসিক ঘটনা প্রকাশ করতেঃ Emperor Shajahan builds the Taj Mahal.

5। অভ্যাসগত বর্তমান বুঝাতেঃ He reads news paper everyday.

6। নিকট ভবিষ্যত বুঝাতে: I go to Dhaka tomorrow.

Note: কোন Sentence এ often, usually, sometimes, always, occasionally, on Fridays, daily, regularly, rarely, frequently, almost, now and then, twice, every day, every week, normally, ইত্যাদি Adverb/phrase এর সহিত Present Indefinite Tense ব্যবহৃত হয়।

Example: (i) Hasan goes to school every day.

Note: যদি Subordinate clause টি Till, until, when, before, after, as soon as ইত্যাদি conjunction দ্বারা শুরু হয় এবং যদি তা ভবিষ্যত কালের অর্থ প্রকাশ করে তবে principal clause এর verb ভবিষ্যৎ কালের হলে ও Present Indefinite Tense এ ব্যবহৃত হয়।

Example: (i) Hasan will not go to Dhaka until you come back.

Present Indefinite tense (যেখানে auxiliary verbগুলি principal verb হিসেবে ব্যবহৃত হয়েছে) এই জাতীয় বাক্যে সাধারণত কোন ব্যক্তির বা বস্তুর পরিচয়, পরিচিতি, দোষ, গুণ, বা কেউ কেমন ইত্যাদি প্রকাশ পায়। এই জাতীয় বাক্যের শেষে ক্রিয়া থাকে না।

গঠন: Subject + am/is/are + Noun/Adjective/past participle/Adjective + Noun

(1) He is a good student. সে একজন ভাল ছাত্র। 

(2) We are citizens of Bangladesh. আমরা বাংলাদেশের নাগরিক।

(3) He is an honest man. তিনি একজন সৎ ব্যক্তি

(4) He is a politician. তিনি একজন রাজনীতিবিদ।

(5) He is a renowned writer. তিনি একজন বিখ্যাত লেখক।

Present Continuous Tense

কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে, তাকে Present Continuous Tense বলে। 

গঠন- Subject + am/is/are + verb + ing + Extension.

চিনিবার উপায়: বাংলাক্রিয়ার শেষে সাধু ভাষায় তেছি, তেছ, তেছে, তেছেন এবং চলিত ভাষায় চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন ইত্যাদি থাকে।।

Structure:

1. Affirmative: Subject + am/is/are + verb+ ing + Extension.

2 . Negative: Subject+ am/is/are + not+ verb + ing + Extension.

3. Interrogative: Am/ is/ are + Subject + verb + ing + Extension?

4. Neg- Int: Ain't / isn't/ aren't + Subject+ verb+ ing + Extension?

Note: Aint't সাধারণত formal অর্থে ব্যবহৃত হয় না। Aint't সাধারণত (Drama) নাটকে ব্যবহৃত হয়।

Examples: 

1. Hasan is doing the work. হাসান কাজটি করছে/ করিতেছে।

2. Hasan is not doing the work. হাসান কাজটি করছে না/ করিতেছে না।

3. Is Hasan doing the work? হাসান কি কাজটি করছে/ করিতেছে?

4. Isn't Hasan doing the work? হাসান কাজটি করছে না/ করিতেছে না?

Note: I এর পরে am বসে। He, She ও অন্যসব 3rd person singular number এর পরে is বসে। We, you, they plural subject এর পরে are বসে।

নিম্ন লিখিত verb গুলি Continuous Tense হয় না। যেমনঃ 

a) Verb of sense: see, hear, smell, notice, recognize

b) Verb of emotion: want, desire, Refuse, for give, wish, care, love, feel, adore, like, dislike.

c) Verb of thinking: think, feel, realize, under stand, know, mean, suppose, believe, expect, remember, recollect, forget, trust, mind.

d) Verb Auxiliary: shall, will, should, would, can, could, may, might, must.

e) Verb other: signify, appear, seem, belong, owe, own, posses, contain, keep, continue, concern, mother.

Note: কোন Adjective যখন ঘটমান/ চলমান এর মত (progress) উন্নতি বুঝায় তখন being বসিয়ে Continuous form এ করতে হয়। যেমন: Hasan is being gentle day by day-হাসান দিন দিন ভদ্র হচ্ছে/ হইতেছে। 

Note: কোন কাজ ঘটতে যাচ্ছে বুঝাতে going to এর পরে verb বসবে। সাধারণত, নিকট ভবিষ্যৎ বুঝাতে এই রূপ verbব্যবহার করা হয়। যে সকল ভবিষ্যৎ বাক্যের সময়ের উল্লেখ থাকে ইহাদিগকে going to দ্বারা ইংরেজি করা যায়। 

Example: (i) We are going to arrange a party- আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।

Note: বর্তমান কালে কোন কাজ চলছে এরূপ ছাড়াও নিম্ন লিখিত ক্ষেত্রে Present Continuous Tense ব্যবহৃত হয়। নিকট ভবিষ্যতের কাজ বুঝাতে: Hasan is coming tomorrow. He will come tomorrow.

Note: Agree, believe, assume, consider, contain, notice, recognize, appear, wish, hate, trust, mind, forgive, care, realize, recollect, won, owe, possess, love, hear, see, hope, except, feel, smell, seem, look, taste, want, wish, desire, refuse, prefer, disagree, know, suppose, consist of, belong to, remember, promise, think, প্রভৃতি শব্দের পরে Present continuous tense না হয়ে Present Indefinite tense- এ ব্যবহৃত হয়।

Note: 'ing' যোগ করার নিয়ম:

যখন verbএর শেষে শুধু মাত্র একটি থাকে তখন সেই verb টির শেষে ing যোগ করার সময় e উঠে যায়। যেমনঃ

argue-arguing

cultivate-cultivating

carve-carving

কিন্তু Age, dye এবং singe এর "e" ing যোগ করার সময় বাদ যাবে না: Age-ageing, dye-dyeing, singe- singeing.

Note: Verb এর শেষে "ee" থাকলে ing যোগ করার সময় সেই "ee" অপরিবর্তিত থাকবে। যেমন: agree- agreeing, free-freeing, flee-fleeing, tree-treeing. 

Note: Verb এর শেষে একটি Consonant এবং তার পূর্বে একটি Vowel থাকলে তার শেষে ing যোগ করতে হলে Consonant টি দ্বিত্ব বা double হয়ে যায়। যেমন: admit-admitting, alot-alotting, begin-beginning, commit-committing, control-controlling, deter-deterring, enrol-enrolling, kidnap-kidnapping. level-levelling, model-modelling, prefer-preferring, permit-permitting, put-putting, run-running, submit-submitting, swim-swimming, signal-signalling, travel-travelling. 

Note: Verb এর শেষে 'ic' থাকলে এবং তার শেষে ing যোগ করতে হলে ie উঠে y হবে এবং তার শেষে ing যোগ করতে হবে। যেমনঃ lie-lying, die-dying, vie-vying, tie-tying. 

Note: কিছু কিছু verb এর শেষে y থাকা সত্ত্বেও সেসব verb এর শেষে ing যোগ করার সময় বানান এর কোন পরিবর্তন হয় না। যেমন: apply-applying, cry-crying, certify-certifying, copy-copying, dry-drying, enjoy-enjoying, hurry-hurrying.

Present Perfect Tense

কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে তাকে Present perfect tense বলে।

গঠনঃ Subject + have/has + verb এর past participle + Extension.

চিনিবার উপায়ঃ ক্রিয়ার শেষে য়াছি, য়াছ, ছে, ছি ইত্যাদি থাকে।

যেখানে have/has বসে। 3rd person singular number (He, She, It, Rahim etc.) এর পরে has বসে। বাকি person-গুলোতে have বসে।

(1) He has come just now, তিনি এই মাত্র আসিয়াছেন/ এসেছে।

(2) I have had my meal. আমি আমার খাবার খাইয়াছি/ খেয়েছি।

Structure:

1. Affirmative: Subject + have/has +Verb এর Past participle form + Extension.

2. Negative:  Subject + have/ has+ not +Verb Past participle form+ Extension.

3. Interrogative: Have/has+Subject+Verb এর Past participle form +Extension?

4. Neg-Int: Haven't/ hasn't + Subject +Verb এর Past participle form+Extension?

Examples:

1. Hasan has played football. হাসান ফুটবল খেলেছে/ খেলিয়াছে।

2. Hasan has not played football.  হাসান ফুটবল খেলেছে না/ খেলিয়াছে না।

3. Has Hasan played football? হাসান কি ফুটবল খেলেছে/ খেলিয়াছে?

4. Hasn't Hasan played football? হাসান কি ফুটবল খেলেছে না/ খেলিয়াছে না?

Note: বাংলাক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছেন, ইত্যাদি থাকলেও যদি অতীত সময়ের (Past time) উল্লেখ থাকে তবে ইহা Present Perfect Tense না হয়ে Past Indefinite Tense হয়।

Inco. He has come home yesterday. সে গতকাল বাড়ি এসেছে/আসিয়াছে।

Corr. He came home yesterday. সে গতকাল বাড়ি এসেছে/আসিয়াছে।

Note: বাংলা ক্রিয়ার শেষে নাই/নি থাকিলে এবং ইহাদের পূর্বে সময় বাচক Adverb থাকলে ইহা অবশ্যই Present Perfect Tense হবে। এখনো না এর জন্য not yet, কখনো না এর জন্য never এবং তখনও এর জন্য by that time ব্যবহার করতে হয়।

Example: Hasan has not yet come -হাসান এখনও আসে নাই। Hasan has never gone to London -হাসান কখনো লন্ডন যায়নি।

Note: Since + a point in time (নির্দিষ্ট সময়), since + clause, since + adverb গুলোর সাথে Present Perfect Tense ব্যবহৃত হয়। I have not seen her since January. I have not seen him since I was four.

Note : Just, just now, already, recently, late, never, ever, yet, lately ইত্যাদি Adverb যুক্ত বাক্য সাধারণত Present Perfect Tense হয়।

যেমনঃ You ever (be) to Khulna? Ans: Have you ever been to khulna?

He (come) just now. Ans: He has come just now.

Present Perfect Continuous Tense

কোন কাজ আগে বা পূর্বে শুরু হয়ে এখনও একটা সময় ধরে চলিতেছে। চলছে এরূপ বুঝালে, তাকে Present perfect continuous tense বলে।

গঠন : Subject + have been/has been + verb + ing + Object + since/for 

নির্দিষ্ট সময় বুঝালে since এবং অনর্দিষ্ট সময় বুঝালে for বসে। সকাল হতে, বিকাল হতে, শনিবার হতে, জানুয়ারি হতে, ১৯৯৫ সাল হতে ইত্যাদি নির্দিষ্ট সময়। কিন্তু দুই ঘণ্টা ধরে, দুই দিন ধরে, ৪ মাস ধরে, ৫ বছর ধরে ইত্যাদি অনির্দিষ্ট সময়।

চিনবার উপায়: ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন থাকে এবং সেই সাথে একটা সময়ের উল্লেখ থাকে।

(1) I have been reading a book since morning. আমি সকাল হতে একটি বই পড়ছি/ পড়িতেছি।

(2) I have been doing the work for two hours. আমি দুই ঘণ্টা ধরে কাজটি করছি/ করিতেছি।

(3) It has been raining since morning. সকাল হতে বৃষ্টি হচ্ছে/ হইতেছে ।

(4) It has been raining for two hours. দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে/ হইতেছে।

Structure:

1. Affirmative: Subject + have/has + been + verb + ing + object + since/for + others.

2. Negative: Subject + have/has + not + been + verb+ ing + object + since/for + others.

3. Interrogative: Have/has + Subject + been + verb+ ing + object + since/for + others?

4. Neg-Int: Haven't/ hasn't + Subject+ been + verb+ ing + object + since/for+ others?

Examples:

1. Hasan has been writing a letter for two hours. হাসান দুই ঘণ্টা যাবৎ একটি চিঠি লিখিতেছে।

2 . Hasan has not been writing a letter for two hours. হাসান দুই ঘণ্টা যাবৎ একটি চিঠি লিখিতেছে না।

3. Has Hasan been writing a letter for two hours? হাসান কি দুই ঘণ্টা যাবৎ একটি চিঠি লিখিতেছে?

4. Hasn't Hasan been writing a letter for two hours? হাসান কি দুই ঘণ্টা যাবৎ একটি চিঠি লিখিতেছে না?

Past Indefinite Tense

অতীত কালে কোন কাজ নিষ্পন্ন বা সম্পন্ন হয়েছিল এরূপ বুঝালে তাকে Past Indefinite Tense বলে।

চিনিবার উপায়: ক্রিয়ার শেষে ল, লে, লাম, ত, তে, তাম ইত্যাদি থাকে।

গঠন: Subject+verb এর past form + Extension.

Structure:

1. Affirmative: Subject +Verb এর Past form + Extension.

2. Negative: Subject + did + not +Verb এর Present form + Extension.

3. Interrogative: Did+subject+Verb এর Present form + Extension?

4. Neg-Int: Didn't + subject +Verb এর Present form + Extension?

Examples:

1. Rahim went to school. রহিম স্কুলে গিয়েছিল।

2. Rahim did not go to school. রহিম স্কুলে যায়নি।

3. Did Rahim go to school?  রহিম কি স্কুলে গিয়েছিল?

4. Didn't Rahim go to school? রহিম কি স্কুলে যায়নি?

Note: যে সকল বাংলা বাক্যে অতীত সময়ের উল্লেখ থাকে উহাদের বাংলা ক্রিয়ার শেষে যে কোন বিভক্তিই থাকুক না কেন ইহা Past Indefinite Tense হয়। যেমন: 

(1) He went to market-সে বাজারে গিয়েছিল।

(2) He called me-সে আমাকে ডেকেছিল।

Note: প্রবল আকাঙ্ক্ষা বুঝালে সর্বদা Past Indefinite Tense হয়। তখন সকল Person এর সাথে were/ had বসিয়ে ইংরেজি করতে হয়।

Examples: 

1. If I were a king -আমি যদি রাজা হতাম।

2. If I were you, I would not do this work- আমি যদি তুমি হতাম তাহলে এ কাজ করতাম না।

Note: প্রবল আক্ষেপ বাচক Sentence এর পরের clause সর্বদা Past Indefinite Tense হয়। তখন মূল verb এর Present form/base form এর পূর্বে would বসে। 

Example: If I were a bird, I would fly in the sky -আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়তে পারতাম।

Note: as it, as if এবং as though এর পরে সকল Person এর সঙ্গে were বসে।

Example: He talks as if he were a mad -সে পাগলের মত কথা বলে।

Note: Since conjunction এর পরে সর্বদা Past Indefinite tense হয়।

Example: Ten years have passed since I did not see him-দশ বছর গত হয়েছে আমি তাকে দেখিনি।

Past Continuous Tense 

অতীত কালে কোন কাজ হতেছিল বা চলছিল এরূপ বুঝালে, তাকে Past Continuous Tense বলে।

চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে সাধু ভাষায় তেছিলাম, তেছিল, তেছিলে এবং চলিত ভাষায় ছিল, ছিলেন, ছিল, ছিলে, ছিলি, ছিলেন ইত্যাদি থাকে।

গঠন: Subject + was/were + verb + ing + Extension.

Structure: 

1.Affirmative: Subject + was/ were + Verb+ ing + Extension.

2. Negative:  Subject + was/ were + not + Verb+ ing +Extension.

3. Interrogative: Was/ were + subject + Verb+ing + Extension?

4. Neg- Int: Wasn't/ weren't + subject+ Verb+ing + Extension?

Examples:

1. Hasan was doing the work. হাসান কাজটি করতেছিল/ করিতেছিল।

2. Hasan was not doing the work.  হাসান কাজটি করতেছিল না/ করিতেছিল না।

3 . Was Hasan doing the work? হাসান কি কাজটি করতেছিল/ করিতেছিল?

4. Wasn't Hasan doing the work? হাসান কি কাজটি করতেছিল না/ করিতেছিল না?

Note: যেখানে was এবং were বসে: I এর পরে was বসে, you এর পরে were বসে, sub একবচন হলে was এবং বহুবচন হলে were বসে।

Examples: 

(1) I was going to school. আমি স্কুলে যাইতেছিলাম/যাচ্ছিলাম। 

(2) We were swimming in the river. আমরা নদীতে সাঁতার কাটিতেছিলাম/ কাটছিলাম।

Past Perfect Tense:

অতীত কালে দুইটি কাজই সম্পন্ন বুঝায়, একটি কাজ আগে এবং অপর কাজটি পরে সম্পন্ন হয়। যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি Past Perfect এবং অপরটি Past Indefinite Tense হয়।

গঠন: Subject + had + verb এর past participle + Extension.

Structure:

1. Affirmative: Subject + had +Verb এর Past participle form+ Extension.

2. Negative: Subject + had +not+Verb এর Past participle form + Extension.

3. Interrogative: Had + subject +Verb এর Past participle form + Extension?

4. Neg- Int: Hadn't + subject + Verb এর Past participle form + Extension?

Note: মনে রাখবেন এই নিয়মটি শুধুমাত্র Narration-এ ব্যবহৃত হয়।

Examples: 

I had done the work. আমি কাজটি করেছিলাম।

I had not done the work. আমি কাজটি করিনি।

Had I done the work?  আমি কি কাজটি করেছিলাম?

Hadn't I done the work? আমি কি কাজটি করেছিলাম না?

Note: মনে রাখবেন Past Perfect Tense এ দু'টি কাজই অতীতকালে সম্পন্ন হয়। যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি Past Perfect Tense এবং যে কাজটি পরে সম্পন্ন হয় সেটি Past Indefinite Tense হয়। অর্থাৎ, before এর আগে Past Perfect Tense এবং পরে Past Indefinite Tense হবে। After এর আগে Past Indefinite Tense এবং পরে Past Perfect Tense হয়।

Examples: 

The patient had died before the doctor came - ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। 

The patient died after the doctor had come - ডাক্তার আসার পরে রোগী মারা গেল।

The farmers had ploughed the land before they sowed seeds - বীজ বপনের পূর্বে কৃষকরা জমি চাষ করল। 

The farmers ploughed the land after they had sowed seeds - বীজ বপনের পরে কৃষকরা জমি চাষ করল।

Note: করতে না করতেই বা করা মাত্র, যেতে না যেতেই বা যাওয়া মাত্র ইত্যাদি ক্রিয়ার ইংরেজি বাক্যের গঠন হবেঃ 

1. No sooner + had + subject +V3+ object + than + subject(2) +V2+ object.

2. Scarcely + had + subject +V3+ object + than+ subject(2)+V2+ object.

3. Hardly + had + subject +V3+ object + before + subject(2)+V2 + object.

Examples: 

No sooner had the teacher entered the class than the students stood up. শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্র ছাত্ররা দাঁড়াল।

No sooner had he reached than we started the meeting. তিনি পৌঁছান মাত্র আমরা সভা শুরু করিলাম।

Past Perfect Continuous Tense:

অতীত কালে কোন কাজ একটি সময় ধরে হতেছিল বা চলছিল এরূপ বুঝালে তাকে, Past Perfect Continuous tense বলে। 

গঠন: Subject+had been+verb+ing+object+since/for

Structure: 

1. Affirmative: Subject + had been + Verb + ing + Extension.

2. Negative: Subject+ had + not + been + Verb+ ing +Extension.

3. Interrogative: Had + subject + been + Verb+ ing +Extension?

4. Neg-Int: Hadn't + subject + been + Verb+ ing +Extension?

Examples:

1. I had been reading a book for two hours. আমি দুই ঘণ্টা যাবৎ একটি বই পড়তেছিলাম।

2 . I had not been reading a book two hours. আমি দুই ঘণ্টা যাবৎ একটি বই পড়তেছিলাম না। 

3. Had I been reading a book for two hours?  আমি কি দুই ঘণ্টা যাবৎ একটি বই পড়তেছিলাম?

4. Hadn't I been reading a book for two hours? আমি কি দুই ঘণ্টা যাবৎ একটি বই পড়তেছিলাম না?

Future Indefinite Tense

কোন কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে বা হইবে এরূপ বুঝালে, তাকে Future Indefinite Tense বলে। 

গঠন: Subject+shall/ will+verb এর Present form+Extension.

চিনিবার উপায়: বাংলা বাক্যের শেষে ব, বে, বা, বেন এদের যে কোন একটি থাকে।

Structure: 

1. Affirmative: Subject + shall/will +Verb এর Present form+Extension.

2. Negative: Subject + shall/will + not +Verb এর Present form+Extension.

3. Interrogative: Shall/ will + subject +Verb এর Present form + Extension?

4. Neg- Int: Shan't/ won't + subject +Verb এর Present form +Extension?

Examples: 

I will go to London. আমি লন্ডন যাব।

I will not go to London.আমি লন্ডন যাব না।

Will I go to London?  আমি কি লন্ডন যাব?

Won't I go to London? আমি কি লন্ডন যাব না?

Note: যেখানে shall/ will বসবে। 1st person অর্থাৎ I এবং we এর পরে shall বসে এবং বাকি সব person এর পরে will বসে। কিন্তু Modern English এ সব person এর পরে will বসানো যায়।

Future Continuous Tense

কোন কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বুঝালে, তাকে Future Continuous Tense বলে।

গঠন: Subject+ shall be / will be+ verb+ ing + object/complement.

বাংলা রূপ: বাংলা বাক্যের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি থাকে।

Structure:

1. Affirmative: Subject + shall/ will + be + verb+ing + Extension.

2. Negative: Subject + shall/ will + not + be + verb+ing + Extension.

3. Interrogative: Shall/ will +subject+ be +verb+ing +Extension?

4. Neg- Int: Shan't/ won't + subject + be +verb+ing +Extension?

Examples:

I will be reading a book. আমি একটি বই পড়তে থাকব।

I will not be reading a book. আমি একটি বই পড়তে থাকব না।

Will I be reading a book? আমি কি একটি বই পড়তে থাকব?

Won't I be readinga book? আমি কি একটি বই পড়তে থাকব না?

Future Perfect Tense

ভবিষ্যতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সম্পন্ন হবে এরূপ বুঝালে, তাকে Future Perfect Tense বলে। 

গঠন: Subject+shall have / will have+ verb এর past participle +Extension.

চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে থাকিব/ থাকব, থাকিবে/ থাকবে, থাকিবা/ থাকবা, থাকিবেন/ থাকবেন ইত্যাদি থাকে। 

Structure: 

1. Affirmative: Subject+ shall/will + have + Verb এর Past participle form +Extension.

2. Negative: Subject + shall/will + not + have +Verb Past participle form+Extension.

3. Interrogative: Shall/ will+subject+have+Verb & Past participle form +Extension?

4. Neg- Int: Shan't/ won't + subject + have +Verb & Past participle form +Extension?

Examples:

I will have done the work. আমি কাজটি করে থাকব।

I will not have done the work, আমি কাজটি করে থাকব না।

Will I not have done the work?আমি কি কাজটি করে থাকব? 

Won't I have done the work? আমি কি কাজটি করে থাকব না?

Future Perfect Continuous Tense

কোন কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বুঝালে, তাকে Future Perfect Continuous Tense বলে। 

গঠন: Subject+shall have been/ will have been + verb + ing + since/ for

চেনার উপায়: বাংলা বাক্যের শেষে থাকিব/থাকব, থাকিবে/থাকবে, থাকিবা/থাকবা, থাকিবেন/ থাকবেন ইত্যাদি থাকে।

Structure:

1. Affirmative: Subject shall have/ will have + been + Verb+ ing + Extension.

2. Negative: Subject + shall have /will have + not + been + Verb+ ing + Extension.

3. Interrogative: Shall/ will + subject + have been + Verb+ ing + Extension?

4. Neg- Int: Shan't/ won't+subject++ have + been +Verb+ ing Extension?

Examples:

He will have been reading a book since morning. সে সকাল হতে একটি বই পড়তে থাকবে। 

He will not have been reading a book since morning. সে সকাল হতে একটি বই পড়তে থাকবে না। 

Will he have been reading a book since morning? সে কি সকাল হতে একটি বই পড়তে থাকবে? 

Won't he have been reading a book since morning? সে কি সকাল হতে একটি বই পড়তে থাকবে না?

More examples: 

1. I shall have been reading a book for an hour before you come. তুমি আসিবার পূর্বে আমি এক ঘণ্টা যাবৎ বই পড়িতে থাকিব/ পড়তে থাকব।

2. I shall have been doing the work since morning. আমি সকাল হতে কাজটি করিতে থাকিব/ করতে থাকব।

Note: Verb পরিবর্তন করে নতুন নতুন বাক্য তৈরি করুন আর ইংরেজিতে কথা বলুন।

Present Indefinite Tense

Affirmative: 1 do. (আমি করি।) /read/write/go/fight/drink/buy/think/feel etc.

Negative: I do not do. (আমি করি না।) /read/write/go/fight/drink/buy/think/feel etc. 

Interrogative: Do I do? (আমি কি করি?)/read/write/go/ /fight/drink/sell/buy/think/feel etc. 

Neg-Int: Don't I do? (আমি কি করি না?) /read/write/go/fight/drink/sell/buy/think/feel etc.

Past Indefinite Tense

Affirmative: I did. (আমি করেছিলাম) /read/wrote/went/fought/drank/bought/thought/felt etc. 

Negative: I did not do. (আমি করেছিলাম না।) /read/write/go/fight/drink/buy/think/feel etc.

Interrogative: Did I do? (আমি কি করেছিলাম?)/read/write/go/fight/drink/buy/think/feel etc. 

Neg-Int: Didn't I do? (আমি কি করেছিলাম না?)/read/write/go/fight/drink/buy/think/feel etc.

Future Indefinite Tense

Affirmative: I shall do. (আমি করব) /read/write/go/fight/drink/buy/think/feel etc.

Negative: I shall not do. (আমি করব না।) /read/write/go/fight/drink/buy/think/feel etc. 

Interrogative: Shall I do? (আমি কি করব?) /read/write/go/fight/drink/buy/think/feel etc. 

Neg-Int: Shan't I do? (আমি কি করব না?) /read/write/go/fight/drink/buy/think/feel etc.

Note: এখন শুধু Subject, Verb ও Object/ Complement পরিবর্তন করে নতুন নতুন বাক্য তৈরি করুন এবং ইংরেজিতে অনর্গল কথা বলুন।

Causative Verbs এর ব্যবহার এবং উদাহরণসহ ব্যাখ্যা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url