Right Form of Verbs এর সকল নিয়ম
Right Form of Verbs
Rule-1: Sentence এ always, sometimes, daily, everyday, often, never, seldom, frequently, normally, occasionally, generally, regularly, usually প্রভৃতি word গুলোর ক্ষেত্রে verb এর present indefinite হয়। যেমনঃ He never(tell) a lie.
Ans: He never tells a lie.
Rule-2: Yesterday, ago, long before, last, once, once upon a time, in the past, in the olden time, long since, last week, last month, last night, last year প্রভৃতি past point of time নির্দেশক word বা phrase গুলো sentence এ ব্যবহার করলে বা থাকলে সে sentence এর verb form সবসময় past indefinite tense হবে। যেমন: She (go) to America three years ago.
Ans: She went to America three years ago.
Rule-3: Just, Just now, ever, already, recently, lately প্রভৃতি word গুলো sentence এ ব্যবহার করলে বা থাকলে সে sentence এর form হবে Present Perfect Tense অনুযায়ী। যেমনঃ I just (arrive) here.
Ans: I have just arrived here.
Rule-4: Since/ as though / as if যুক্ত sentence এর প্রথম অংশ present indefinite / present perfect tense- হলে পরের অংশ হবে past indefinite এবং Since/ as though / as if যুক্ত sentence এর পরের অংশ past) indefinite হলে পরের অংশ past perfect tense হবে। যেমনঃ Ten years have passed since her father (die).
Ans: Ten years have passed since her father died.
Rule-5: No sooner had. ..than, scarcely had when, hardly had before থাকলে ১ম ব্রাকেটের Verb কে past participle করতে হয় এবং ২য় ব্রাকেটের Verb কে past form করতে হয়। যেমনঃ No sooner had he (go) out than I (come).
Ans: No sooner had he gone out than I
Rule-6: Had better, Had rather, would better, would rather (তবুও বরং ভালো), let need, must, dare ইত্যাদির পর verb এর present form বসে এবং verb এর পূর্বে to থাকলে উক্ত to উঠে যায়। যেমনঃ She had better (left) the place.
Ans: She had better leave the place.
Rule-7: Universal truth (চিরসত্য), Historical fact (ঐতিহাসিক ঘটনা), Habitual fact (অভ্যাসগত কাজ) প্রভৃতি বুঝালে সেক্ষেত্রে sentence-এর verb form সবসময় Present Indefinite হয়। যেমনঃ The earth (move) round the sun.
Ans: The earth moves round the sun.
Rule-8: Keep, help, without, remain প্রভৃতি word এর পরবর্তী verb এর সাথে সাধারণত ing হয় এবং sentence টি সব সময় negative form- এ ব্যবহৃত হয়। যেমন: Roni can't help (laugh) at your words.
Ans: Roni can't help laughing at your words.
Rule-9: Until, unless এবং if দ্বারা দুটি clause যুক্ত হলে তাদের পূর্ববর্তী verb টি Present indefinite tense হলে। পরবর্তী verb টি future indefinite tense হবে। অন্যদিকে পূর্ববর্তী verb টি Future indefinite tense হলে পরবর্তী verb টি Present indefinite tense হবে। যেমন: Unless you read well, you (fail)
Ans: Unless you read well, you will fail.
Rule-10: After এবং before দ্বারা দুটি অতীত ঘটনা যুক্ত হলে before এর পূর্ববর্তী এবং After এর পরবর্তী verb এর past perfect form হয় এবং উভয় ক্ষেত্রে অপর verb টি Present indefinite হলে পবর্তী verb টি Present perfect form এ হয়। যেমনঃ The train had (leave) before Nadim (come).
Ans: The train had left before Nadim came
Rule-11: Excuse, avoid, forbid, advise, consider, forgive, stop, pardon, suggest, start, practice, prefer, finish, enjoy, প্রভৃতি verb গুলোর পরবর্তী মূল verb এর সাথে ing যোগ হয়। যেমন: Pinkey started (do) her works.
Ans: Pinkey started doing her works.
Rule-13: একাধিক Subject যদি together with, along with, accompanied by, in addition to, as well as, rather than, like, unlike, but, except, besides, including, excluding, দ্বারা যুক্ত হয় তাহলে প্রথম Subject এর person ও number অনুযায়ী verb এর number নির্ধারিত হয়। অন্যদিকে Either....or এবং Neither...nor এর ক্ষেত্রে or এবং nor এর পরবর্তী Subject এর person ও number অনুযায়ী verb এর form নির্ধারিত হয়। যেমনঃ The thief rather than his family (be) to blame.
Ans: The thief rather than his family is to blame.
Rule-13: And দ্বারা যুক্ত noun সমূহ যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে subject singular হয় এবং verb এর singular number হয়। আবার যদি And যুক্ত noun দ্বারা আলাদা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে subject plural হয় এবং verb এর plural number হয়। যেমনঃ The Headmaster and Secretary of the school (be) present in the meeting.
Ans: The Headmaster and Secretary of the school is present in the meeting.
Rule-14: দুটি Singular subject যদি and দ্বারা যুক্ত থাকে এবং তারা যদি একই অর্থ বা ভাব প্রকাশ করে, তবে সেক্ষেত্রে verb এর singular form হয়। অন্যদিকে দুই বা ততোথিক Singular subject এর পূর্বে যদি each, every এবং no ব্যবহৃত হয় তবে সে ক্ষেত্রে verb এর Singular form হয়। যেমন: Romeo and Juliate (be) one of the greatest tragedies of Shakespeare.
Ans: Romeo and Juliate is one of the greatest tragedies of Shakespeare.
Rule-15: কোন sentence-এ wish/ as if/ as though এর পর ব্রাকেটে be থাকলে were বসে। অন্য verb থাকলে তার past from হবে। যেমনঃ I wish I (be) a king.
Ans: I wish I were a king.
Rule-16: Each of. One of, neither of, the use of, quality of প্রভৃতি শব্দগুচ্ছের পরে plural noun ব্যবহৃত হয় কিন্তু verb এর singular number হয়। যেমনঃOne of his friends (have) done the work.
Ans: One of his friends has done the work.
Rule-17: ইংরেজিতে কিছু word বা noun আছে যেগুলো দেখতে singular মনে হয় কিন্তু এগুলো plural এবং সেক্ষেত্রে তার verb-ও plural- হয়। যেমন- aristocracy, cattle, nobility, poultry, people, peasantry, folk, gentry প্রভৃতি plural subject হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ Cattle (be) grazing in the field
Ans: Cattle are grazing in the field.
Rule-18: কিছু কিছু noun আছে যারা দেখতে plural কিন্তু আসলে singular অর্থে ব্যবহৃত হয় এবং তাদের verb ও singular হয়। যেমন- mathematics, physics, gallows, politics, news প্রভৃতি singular subject হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ Physics (be) a very interesting subject.
Ans: Physics is a very interesting subject.
Rule-19: Now, at present, at this moment এই তিনটি সময় জ্ঞাপক word যুক্ত sentence এর verb সাধারণত present continuous হয়। যেমনঃ Now Laboni (be) going to make a cake.
Ans: Now Laboni is going to make a cake.
Rule-20: Simple sentence এ দুটি verb ব্যবহৃত হলে পরবর্তী verb এর সাথে ing যোগ হয়। যেমনঃ Shuvo saw him (do) the work.
Ans: Shuvo saw him doing the work.
Rule-21: দু'টি clause এর মধ্যে যেটিতে If+Subject + were থাকে অপরটি (Principle clause) Subject এর পরে might/ would/could বসবে এবং bracket এর verb টির Present form বসবে। যেমনঃ If I were a king. I (help) the poor.
Ans: If I were a king. I would help the poor.
Rule-22: As though, as if,wish থাকলে bracket to be এর জায়গায় were বসে। যেমন: I wish I (to be) a bird.
Ans: I wish I were a bird.
Rule-23: Had better (ভালো অর্থে ব্যবহৃত হলে) এবং let (imperative হিসেবে) এর পরে সাধারণত bare infinitive বসে। যেমন: You had better (keep) silent about him.
Ans: You had better keep silent about him.
Rule-24: Desire, promise, decided, offer, wish, except, want, refuse প্রভৃতি verb গুলোর পরে সাধারণত to infinitive বসে। যেমনঃ Saddam promised (help) me.
Ans: Saddam promised to help me.
Rule-25: Collective noun verb-এর পরে সাধারণত singular verb ব্যবহৃত হয়। কিন্তু বিচ্ছিন্নতা/ ভিন্নতা বোঝালে Collective noun-এর পরে plural verb বসে। যেমনঃ The committee (be) in favour him.
Ans: The committee is in favour him.
Rule-26: Distance, weight, money, time প্রভৃতি ক্ষেত্রে সব সময় singular verb ব্যবহৃত হয়। যেমনঃ Fifty years (be) a long time.
Ans: Fifty years is a long time.
Rule-27: "None" singular কিংবা plural যে কোন verb গ্রহণ করতে পারে। যেমনঃ None of these pens (work/works) well.
Rule-28: কোন Sentence এ নির্দিষ্ট পরিমাণ, দৈর্ঘ্য, দূরত্ব বুঝাতে verb সর্বদা singular হয়। যেমন: Ten miles (be) a long distance.
Ans: Ten miles is a long distance.
Rule-29: Both, many, some, few প্রভৃতি pronoun, plural indefinite রূপ ধারণ করে এবং plural verb গ্রহণ করে। যেমন: Both of them (be) my friends.
Ans: Both of them are my friends.
Rule-30: Introductory 'there' যুক্ত বাক্যে singular noun এর কথা বলা হলে singular verb এবং plural noun এর কথা বলা হলে plural verb হয়। যেমনঃ There (be) a college in our village.
Ans: There is a college in our village.
Rule-31: ভগ্নাংশের ক্ষেত্রে কোন কিছুর একাংশ subject হলে singular verb গ্রহণ করে এবং একাংশের অর্ধেক subject হলে plural verb গ্রহণ করে। যেমন: One-third of the mango (be)rotten.
Ans: One-third of the mango is rotten.
Rule-32: All- এর পরে plural verb বসে। তবে, প্রবাদ বাক্যের ক্ষেত্রে all এর পরে singular verb বসে। যেমনঃ All horses (be) animals.
Ans: All horses are animals.
Rule-33: everybody, everyone, everything ইত্যাদি subject হিসেবে singular verb গ্রহণ করে। যেমন: Everyone (wish) to be happy.
Ans: Everyone wishes to be happy.
Rule-34: Auxiliary verb বিহীন sentence কে negative/interrogative করতে present indefinite tense-এ do/does এবং past indefinite tense-এ did বসে। যেমনঃ The boy (do not) read.
Ans: The boy does not read.
Rule-35: Interrogative sentence এ What, When, Where, Who, Which, Whose, Whom, Why, how অনুযায়ী to be verb বসে। to be verb না থাকলে Tense থাকলে subject এর পূর্বে tense, person ও number ও person অনুযায়ী do/ does/ did বসে। যেমন: Why you so (laugh)?
Ans: Why do you so laugh?
Rule-36: Can not but এর পরে verb এর present form বসে। আর Can not help এর পরে verb+ing অর্থাৎ gerund বসে। যেমনঃ Suchi can not but (go) there.
Ans: Suchi can not but go there.
Rule-37: Subordinate clause কখনোই Interrogative হয়না। যেমনঃ You should tell me where (be) the college.
Ans: You should tell me where the college is.
Rule-38: If- clause এর verb present tense হলে main-clause এর verb এর পূর্বে shall/ will/ must বসে। আর If- clause এর verb past perfect tense হলে main-clause এর verb এর পূর্বে would have/ could haye/ might have বসে। যেমন: If you work hark, you (succeed).
Ans: If you work hark, you will succeed
Rule-39: Number শব্দের পূর্বে the থাকলে singular verb এবং a থাকলে plural verb বসে। যেমনঃ The number of students in the class (be) small.
Ans: The number of students in the class is small.
Rule-40: নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝাতে used to ব্যবহৃত হয়। যেমনঃ He (write) to me often
Ans: He used to write to me.
Rule-41: Lest (পিছে ভয় হয়) শব্দের পর সর্বদা should/might হয়। যেমনঃ Sharna reads more lest she (fail) in the exam.
Ans: Sharna reads more lest she should fail in the exam.
Rule-42: Being, to be, having ইত্যাদির পর মূল verb সবসময় past participle হয়। যেমন: The girl ran away having (take) the ice-cream.
Ans: The girl ran away having taken the ice-cream.
Rule-43: Can, could, may, might, must, should, would ইত্যাদি auxiliary verb এর পর মূল verb এর present form হয়। যেমনঃ I could (do) the work.
Ans: I could do the work.
Rule-44: It is time, it is time, wish, fancy ইত্যাদি থাকলে ব্রাকেটের verb এর past form হয়। যেমনঃ It is time we (eat) our lunch I fancy I (turn) pale.
Ans: It is time we ate our lunch
Rule-45: While এর ঠিক পরেই ব্রাকেটের মধ্যে verb থাকলে তার সাথে ing যোগ হয়। কিন্তু while এর পরে subject থাকলে while এর অংশটি past continuous tense হয়। যেমনঃ While (walk) in the garden, a snake bit there.
Ans: While walking in the garden, a snake bit there.
Rule-46: Preposition যুক্ত Subject এর ক্ষেত্রে Preposition এর আগের শব্দটি অনুসারে verb বসে। যেমনঃ The colour of his eyes (be) blue.
Ans: The colour of of his eyes is blue.
Rule-47: Adjective-এর পরে noun বসে। অথবা noun-এর পূর্বে Adjective বসে। যেমনঃ Communicative(adj) competence(N) refers to the ability to use language appropriately.