Verb কত প্রকার এবং কী কী? উদাহরণসহ ব্যাখ্যা
Verb
A verb is a word for saying something about a person or thing. -J.C. Nesfield
A verb is a word that tells or asserts something about a person or thing. -Wren & Martin
Verb: যা দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা অর্থাৎ কোনো কিছু করা বুঝায়,তাকে Verb বলে। - Ashik Khan Notun
Verb কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
( i) Finite Verb: যে Verb কোন Sentence এর বক্তব্য সমাপ্ত করে এবং Subject এর Person ও Number অনুযায়ী যার রূপের পরিবর্তন হয়, তাকে Finite Verb বলে।
যেমন: We learn English everyday. The farmers are working in the field.
(ii) Non-Finite Verb: যে Verb কোন Sentence এর বক্তব্য শেষ করতে পারে না এবং Subject ও Tense অনুসারে যার রূপের কোন পরিবর্তন হয় না তাকে Non-Finite Verb বলে।
যেমন: I want to learn English. I saw him working in the field.
Principal Verb: যে Verb অন্য Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, তাকে Principal Verb বলে। যেমনঃ We swim in the pond. He waters flower plants in the morning.
Auxiliary Verb: Verb, Principal Verb কে বাক্যে অর্থ সম্পন্ন করতে কেবল সাহায্য করে, তাকে Auxiliary Verb বলে। যেমনঃ We are playing cricket. You should learn English.
Principal Verb কে দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ
i) Transitive Verb: যে Verb অন্য word এর সাহায্য ব্যতীত বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না তাকে Transitive Verb বলে। যেমনঃ I helped the needy man. I saw the girl dancing.
ii) Intransitive Verb: যে Verb কোন Object ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে তাকে Intransitive Verb বলে। যেমন: Birds fly. He is crying.
Note:- নিচে কিছু গুরুত্বপূর্ণ Intransitive Verb এর উদাহরণ দেওয়া হলঃ
Allude, apologize, appear, awake, brag, care, classify, coincide, consent, crawl, creep, dawn, decay, depend, dive, erupt, fence, flame, flare, flow, hobnob, jut, last, muse, occur, quarrel, remain, rise, seem, tally, waver, yowl, etc.
Factitive Verb: যে Transitive Verb অতিরিক্ত Object ছাড়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না, তাকে Factitive Verb বলে।
নিচে কিছু Factitive Verbs দেখানো হল: Appoint, name, call, find, think, entitle, elect, consider, select, regard, nominate, choose, crown.
For Examples: We make him captain. We select him chairman.
Quasi-passive Verb: যে Intransitive Verb গঠনে Active, কিন্তু Passive অর্থ প্রকাশ করে, তাকে Quasi-passive Verb বলে। যেমন: Rice sells cheap. The road is repairing.
Reflexive Verb: যে Verb-এর Subject ও Object একই ব্যক্তি বা বস্তুকে বুঝানো হয়ে থাকে, তাকে Reflexive Verb বলে। যেমন: You help yourself (একবচন), You help yourselves (বহুবচন), She fans herself (একবচন)
Reciprocal Verb: যে Verb দ্বারা Subject ও Object এর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়, Reciprocal Verb তাকে বলে। যেমন: Hasan and Kamal help each other. The teachers help one another
Copulative Verb: যখন কোন Intransitive Verb অতিরিক্ত Word-এর সাহায্য ছাড়া Sentence-এর অর্থ সম্পন্ন করতে পারে না, তখন তাকে Copulative Verb বলে।
যেমনঃ He is. He is smart. He looks. He looks handsome.
উপরের বামদিকের Sentence দু'টিতে is এবং look-এ Intransitive Verb দু'টো থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ প্রকাশ করতে পারেনি। তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত শব্দের (smart, handsome) প্রয়োজন হয়েছে। তাই is এবং look, Copulative Verb.
Cognate Verb: যখন কোন Intransitive Verb তার সমজাতীয় Noun-কে Object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Cognate Verb বলে। যেমন: He slept a sound sleep. He has mistaken a great mistake,
Group Verb: Intransitive Verb এর সাথে Proposition যুক্ত হয়ে Transitive Verb হলে, তাকে Group Verb বা Prepositional Verb বলে। যেমন: Don't laugh at the poor. The cow lives on grass.
Auxiliary Verb: Auxiliary Verb-কে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
(1) Primary Auxiliary. (2) Modal Auxiliary. (3) Periphrastic Modal Auxiliary.
Primary Auxiliary কে তিন ভাগে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা:
To be Verb: am, is, are, was, were, be, being, been
To do Verb: do, does, did.
To have Verb: have, has, had.
Modal Auxiliary Verb: এর সংখ্যা ১৩ টি। যথাঃ shall, should, will, would, can, could, may, might, must, need, dare, had better, would rather.
Periphrastic Modal Auxiliary: যে Verb গুলির পর to আছে এবং to এর পরের Verbটি Present Form হবে, তাকে Periphrastic Modal Auxiliary বলে। যেমন: He is going to write a book.
Periphrastic Modal Auxiliary এর সংখ্যা ৬টি। যথা: to be, be going to, have to, used to, be about to, ought to.