Subscribe Our Channel

Causative Verbs এর ব্যবহার এবং উদাহরণসহ ব্যাখ্যা

Causative Verbs এর ব্যবহার এবং উদাহরণসহ ব্যাখ্যা

Causative verbs

Causative verb: কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ সম্পাদন করলে verb এর causative form হয়। Note: ইংরেজিতে Causative Verb এর সংখ্যা খুবই কম। যেমনঃ

Simple VerbsCausative Verbs
Eat (খাওয়া)

Know (জানা)

Die (মারা যাওয়া)

Learn (শেখা)

Suck (চোখা)

Rise (ওঠা/ঘুম থেকে ওঠা)

Dive (ডুব দেওয়া)

See (দেখা)

Sit (বসা)

Remember (স্মরণ করা)
feed (খাওয়ানো)

inform (জানানো)

Kill (হত্যা করা)

teach (শেখানো)

suckle (চোষানো)

raise (ওঠানো)

dip (ডুবানো)

show (দেখানো)

set (বসানো)

remind (মনে করিয়ে দেওয়া)


কতকগুলি বাক্যের মাধ্যমে simple এবং causative verb এর পার্থক্য নিচে দেখানো হলঃ

S.V.(1) I know him: আমি তাকে চিনি।

C.V.(1) I will inform him: আমি তাকে জানাব।

S.V.(2) I will eat rice: আমি ভাত খাব।

C.V.(2) I will feed you rice: আমি তোমাকে ভাত খাওয়াব।

S.V.(3) We learn English: আমরা ইংরেজি শিখি

C.V.(3) We teach students English: আমরা ছাত্র-ছাত্রীদেরকে ইংরেজি শিখাই।

S.V.(4) I dived into the river: আমি নদীতে ডুব দিলাম।

C.V.(4) I dipped my bread into milk: আমি আমার রুটি দুধে ডুবিয়ে নিলাম।

S.V.(5) I see a bird: আমি একটি পাখি দেখি।

C.V.(5) I will show you a bird: আমি তোমাকে একটি পাখি দেখাব।

S.V.(6) I rise early in the morning: আমি সকাল সকাল ঘুম থেকে উঠি।

C.V.(6) She could not raise me: সে আমাকে উঠাতে পারল না।

S.V.(7) We always remember Allah: আমরা সমবসময় আল্লাহকে স্মরণ করি।

C.V.(7) I will remind you: আমি তোমাকে স্মরণ করিয়ে দিব।

S.V.(8) Children suck their mother's breast: শিশুরা তাদের মায়ের স্তন্য পান করে।

C.V.(8) Mothers suckle their children: মায়েরা তাদের শিশুদের স্তন্যপান করান।

S.V.(9) He has died: সে মারা গেছে।

C.V.(9) Hasan has killed him: হাসান তাকে হত্যা করেছে

S.V.(10) I sat on the chair: আমি চেয়ারে বসলাম।

C.V.(10) I set a stone on ring: আমি আংটিতে একটি পাথর বসালাম।

Note: We should remember that a Causative verb does not perform an action directly. -অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে Causative verb কোন কাজ সরাসরি সম্পাদন করে না। ইংরেজিতে Causative verb এর সংখ্যা খুবই কম। তাই Make, Get, Have, Let এবং Help দিয়ে Causative verb এর কাজ করতে হয়।

Causative 'Make'

Remember that make can be used as a causative. In a causative a person does not perform an action directly. The person causes it to happen by forcing another person to do it.

গঠনঃ Sub + make + ব্যক্তি/বস্তু + v1

S.V. (1) He could not speak: সে কথা বলতে পারল না।

C.V. (1) I could not make him speak: আমি তাকে কথা বলাতে পারলাম না।

S.V. (2) He is weeping: সে কাঁদছে।

C.V: (2) I made him weep: আমি তাকে কাঁদালাম।

S.V. (3) He will do the work: সে কাজটি করবে।

C.V. (3) I will make him do the work: আমি তাকে দিয়ে কাজটি করাব।

S.V. (4) He will sign the deed: সে দলিল সই করবে।

C.V. (4) I will make him sign the deed: আমি তাকে দিয়ে দলিল সই করাব।

Causative 'Get'

Get can be used as a causative verb. Get has less force and authority than make. 

Note: Causative get ব্যবহার করলে মূল verb এর আগে to বসাতে হবে।

গঠনঃ Sub+get+ ব্যক্তি+ to+ verb v1

S.V. (1) He writes the notes: সে নোটগুলি লিখে।

C.V. (1) He gets his brother to write the notes: সে তার ভাইকে দিয়ে নোটগুলি লিখিয়ে নেয়।

S.V. (2) He wrote the notes: সে নোটগুলি লিখেছিল।

C.V. (2) He got his brother to write the notes: সে তার ভাইকে দিয়ে নোটগুলি লেখাল।

S.V. (3) He will write the notes: সে নোটগুলি লিখবে।

C.V. (3) He will get his brother to write the notes: সে তার ভাইকে দিয়ে নোটগুলি লিখিয়ে নিবে।

S.V. (4) He solved the problems: সে সমস্যাগুলো সমাধান করেছিল।

C.V. (4) He got me to solve the problems: সে আমাকে দিয়ে সমস্যাগুলো সমাধান করিয়ে নিল।

Note: যাকে দিয়ে কাজটি করানো হচ্ছে সে যদি বাক্যে উল্লেখ না থাকে তাহলে causative get এর পরে মূল verb এর past participle form বসাতে হবে। যেমনঃ

S.V. (1) He cuts hair: সে চুল কাটে। (as a barber)

C.V (1) I have got my hair cut: আমি আমার চুল কাটিয়েছি। (as a customer)

S.V. (2) I want to paint the house before winter: আমি শীতের আগে ঘরটি রং করতে চাই।

C.V. (2) I want to get the house painted before winter: আমি শীতের পূর্বে ঘরটি রং করাতে চাই।

S.V. (3) He washed the car: সে গাড়িটি ধুয়েছিল।

C.V. (3) He got the car washed:  সে গাড়িটি ধুইয়ে নিয়েছিল।

S.V. (4) I brought some books: আমি কিছু বই এনেছিলাম। 

C.V. (4) I got some books brought: আমি কিছু বই আনিয়েছিলাম।

Note: উপরের causative verb যুক্ত বাক্যগুলোতে যাদের দিয়ে কাজগুলো করানো হয়েছে তারা বাক্যে অনুপস্থিত থাকার জন্যে মূল verb-এর past participle form বসানো হয়েছে।

Causative 'Have'

Have can be used as a causative Verb. Have has less force and authority than GET.

গঠন: Sub+ have+ ব্যক্তি+ v₁ যেমনঃ I have him wash the car.

গঠন: Sub+have+ বস্তু+ v₃ যেমনঃ I have my teeth filled.

S.V. (1) He washes the car: সে গাড়িটি পরিষ্কার করে।

C.V. (1) I have him wash the car: আমি তাকে দিয়ে গাড়িটি পরিষ্কার করাই।

S.V. (2) He washed the car: সে গাড়িটি পরিষ্কার করল।

C.V. (2) I had him wash the car: আমি তাকে দিয়ে গাড়িটি পরিষ্কার করালাম।

S.V. (3) He will wash the car: সে গাড়িটি পরিষ্কার করবে।

C.V. (3) I will have him wash the car: আমি তাকে দিয়ে গাড়িটি পরিষ্কার করাব।

S.V. (4) I will teach you English: আমি তোমাকে ইংরেজি শিখাব?

C.V. (4) I will have him teach you English: আমি তাকে দিয়ে তোমাকে ইংরেজি শিখাব।

Causative 'Let'

Let can be used as a causative verb. With let, a person gives permission for another person to do it. অর্থাৎ এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কোন কিছু করার অনুমতি দেয়।

(1) My father let me use his car: আমার বাবা আমাকে তার গাড়ি ব্যবহার করার অনুমতি দিলেন।

(2) My brother let me use his computer: আমার ভাই আমাকে তার কম্পিউটার ব্যবহার করার অনুমতি দিলেন।।

Causative 'Help'

Help can be used as a causative verb. With help, a person assists another person to do it. অর্থাৎ, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কোন কিছু করতে সাহায্য করে।

গঠন- Subject+help+someone+verb......

(1) He is helping me to cook rice: সে আমাকে ভাত রান্না করতে সাহায্য করছে

(2) He is helping me to learn English: সে আমাকে ইংরেজি শিখতে সাহায্য করছে।

Note: ইংরেজিতে কিছু Simple verbs এবং Causative verbs এর আকার একই। যেমন: Clothe, burn, boil, float, fly, grow, hang, ring, spread, spin, walk. etc.

Examples:

S.V. (1) Rice grows in Bangladesh: বাংলাদেশে ধান জন্মে।

C.V. (1) Farmers grow rice: কৃষকরা ধান জন্মায়।

S.V. (2) Water is boiling: পানি ফুটছে।

C.V. (2) She is boiling water: সে পানি ফুটাচ্ছে।

S.V. (3) The child walks: শিশুটি হাঁটে।

C.V. (3) Mother walks her child: মা তার শিশুকে হাঁটায়।

S.V. (4) The house is building: বাড়িটি নির্মাণ করা হচ্ছে।

C.V. (4) He is building a house: সে একটি বাড়ি নির্মাণ করছে।

S.V. (5) The house burnt after evening: বাড়িটি সন্ধ্যার পরে পুড়ে গেল।

C.V. (5) The terrorists burnt the house after evening: সন্ধ্যার পরে সন্ত্রাসীরা বাড়িটি পুড়িয়ে ফেলল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url