Subscribe Our Channel

Grammar | Tense

Tense শিখতে হলে Auxiliary Verb সম্পর্কে ১০০% ধারণা থাকতে হবে। Auxiliary Verb সম্পর্কে জানতে এই লিংক এ যান।
Tense এর অর্থ কাল বা সময়। এই কাল বা সময়কে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা অতীত(past), বর্তমান(present), ভবিষ্যৎ(Future).
এই তিনটি Tenseকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে।
১. Indefinite
২. Continuous
৩. Perfect
৪. Perfect Continuous


Tense চেনার উপায়

Indefinite: একটি মাত্র Verb থাকবেই। কোনো সাধারণ ঘটনা ঘটে, ঘটেছিল, ঘটবে এমন ঘটনা বর্ণনা করতে Indefinite Tense ব্যবহৃত হয়।
*Future Indefinite Tense এ shall/will ছাড়া একটি Verb থাকবে

Ex: He does the work.

Continuous: To be verb + ing থাকবেই। কোনো কাজ চলছে, চলছিল বা চলবে এমন ঘটনা বর্ণনা করতে Continuous Tense ব্যবহৃত হয়।

Ex: He is doing The Work.

Perfect: To have verb + pp থাকবেই। কোনো কাজ সম্পাদান করা হয়েছে, হয়েছিল বা হবে এমন ঘটনা বর্ণনা করতে Perfect Tense ব্যবহৃত হয়।

Ex: He has done the work.

Perfect Continuous: To have verb + been + ing থাকবেই। দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে, চলছিল বা চলবে এমন ঘটনা বর্ণনা করতে Perfect Continuous Tense ব্যবহৃত হয়।

Ex: He has been doing The work since 6 a.m.


Structures
***
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url