Exam Strategy | মার্জিন দেয়ার নিয়মাবলী
# লেখার সামঞ্জস্য ও প্রত্যেক লাইনে শুরু ও শেষে সমতা রক্ষা এবং উত্তরপত্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্জিন এর ভূমিকা অনস্বীকার্য। পরীক্ষকের নম্বর লেখার জন্য উত্তরপত্রে মার্জিন দেয়া প্রয়োজন। তাই উত্তরপত্রে মার্জিন দেওয়ার কথা ভুলা যাবে না
# মার্জিন দেওয়ার সময় কলম নয় পেন্সিল ব্যবহার করতে হবে।
# box margin অবশ্যই পরিহার করবে ডাবল লাইনে margin দেওয়ার চেষ্টা করবে তবে সময় সংক্ষিপ্ত হলে single line এর মার্জিন করা যেতে পারে।
# উত্তরপত্রের ওপর এবং বাম পাশে কমপক্ষে এক ইঞ্চি পরিমান জায়গা রেখে মার্জিন করবে।
# মার্জিন এর বাইরে কোন নম্বর দেওয়া বা কোন কিছু লেখা যাবে না। অনেককে মার্জিন এর বাইরে প্রশ্নের নম্বর লিখতে দেখা যায় এতে উত্তরপত্রে সৌন্দর্য নষ্ট হয়।
# মার্জিন দেওয়ার সময় কলম নয় পেন্সিল ব্যবহার করতে হবে।
# box margin অবশ্যই পরিহার করবে ডাবল লাইনে margin দেওয়ার চেষ্টা করবে তবে সময় সংক্ষিপ্ত হলে single line এর মার্জিন করা যেতে পারে।
# উত্তরপত্রের ওপর এবং বাম পাশে কমপক্ষে এক ইঞ্চি পরিমান জায়গা রেখে মার্জিন করবে।
# মার্জিন এর বাইরে কোন নম্বর দেওয়া বা কোন কিছু লেখা যাবে না। অনেককে মার্জিন এর বাইরে প্রশ্নের নম্বর লিখতে দেখা যায় এতে উত্তরপত্রে সৌন্দর্য নষ্ট হয়।