Exam Strategy | মার্জিন দেয়ার নিয়মাবলী

#  লেখার সামঞ্জস্য ও প্রত্যেক লাইনে শুরু ও শেষে সমতা রক্ষা এবং উত্তরপত্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্জিন এর ভূমিকা অনস্বীকার্য।  পরীক্ষকের নম্বর লেখার জন্য উত্তরপত্রে মার্জিন দেয়া প্রয়োজন। তাই উত্তরপত্রে মার্জিন দেওয়ার কথা ভুলা যাবে না

# মার্জিন দেওয়ার সময় কলম নয় পেন্সিল ব্যবহার করতে হবে।

# box margin অবশ্যই পরিহার করবে ডাবল লাইনে margin দেওয়ার চেষ্টা করবে তবে সময় সংক্ষিপ্ত হলে single line এর মার্জিন করা যেতে পারে।

# উত্তরপত্রের ওপর এবং বাম পাশে কমপক্ষে এক ইঞ্চি পরিমান জায়গা রেখে মার্জিন করবে।

# মার্জিন এর বাইরে কোন নম্বর দেওয়া বা কোন কিছু লেখা যাবে না। অনেককে মার্জিন এর বাইরে প্রশ্নের নম্বর লিখতে দেখা যায় এতে উত্তরপত্রে সৌন্দর্য নষ্ট হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

এই সাইটটি বিজ্ঞাপনমুক্ত, আমাকে সাহায্য করতে

সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে