Exam Strategy | উত্তরপত্র বিষয়ক সতর্কতা
# পরীক্ষা শুরুর 10 মিনিট পূর্বে শিক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করা হয় এ সময় বিনীতভাবে দাঁড়িয়ে প্রত্যবেক্ষক এর নিকট হতে উত্তর পত্র সংগ্রহ করবে।
# উত্তরপত্রের নির্ধারিত স্থান হতে লেখা শুরু করতে হবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্যসব পাতার উভয় পৃষ্ঠাতেই লিখতে হবে। উত্তরপত্রের যেসব অংশ বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে পেন্সিল বা অন্যকোন কালির কলম ব্যবহার করা যাবে না।
# উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থান ছাড়া ওই পৃষ্ঠার অন্যত্র কিছু লেখা বা দাগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তরপত্র কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
# উত্তর পত্রের কোথাও আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ লেখা যাবে না। উত্তরপত্রে অভ্যন্তরে কোনো জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নং, registration number, মোবাইল/ টেলিফোন নম্বর, স্কুল বা কলেজের নাম, কেন্দ্রের নাম লেখা যাবে না। লিখলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে।
# উত্তরপত্রের নির্ধারিত স্থান হতে লেখা শুরু করতে হবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্যসব পাতার উভয় পৃষ্ঠাতেই লিখতে হবে। উত্তরপত্রের যেসব অংশ বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে পেন্সিল বা অন্যকোন কালির কলম ব্যবহার করা যাবে না।
# উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থান ছাড়া ওই পৃষ্ঠার অন্যত্র কিছু লেখা বা দাগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তরপত্র কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
# উত্তর পত্রের কোথাও আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ লেখা যাবে না। উত্তরপত্রে অভ্যন্তরে কোনো জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নং, registration number, মোবাইল/ টেলিফোন নম্বর, স্কুল বা কলেজের নাম, কেন্দ্রের নাম লেখা যাবে না। লিখলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে।