Subscribe Our Channel

Exam Strategy | প্রশ্নের নম্বর লেখার নমুনা এবং নিয়ম

# প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখা শুরুর আগে প্রশ্নানুসারে তার নম্বর সুন্দর ও স্পষ্ট ভাবে মার্জিন হতে পৃষ্ঠার মধ্যবর্তী স্থানে লিখতে হবে।

# প্রশ্নের যেভাবে প্রশ্নের outline(যেমন- ১।/১./(১) বা ক)/(ক)/ক. ইত্যাদি)  দেওয়া আছে নম্বর লেখার সময় সেই outlineই ব্যবহার করা উচিত। অর্থাৎ ব্রাকেট, ডট, দাড়ি ইত্যাদি যাই থাকুক না কেন তাই ব্যবহার করতে হবে। নম্বরে কোনরূপ কাটাকাটি বা overwriting করা চলবে না।

# প্রশ্নের নম্বর পূর্ণরূপে দেওয়া উচিৎ।  1 নং প্রঃ উঃ -  এরকম সংক্ষিপ্ত আকারে না লেখে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর। ঠিক একই ভাবে ইংরেজি পরীক্ষায় ans. to the que. No. 1  না লিখে লিখতে হবে Answer to the question no. 1।  ইংরেজি পরীক্ষায় সকল কিছু ইংরেজিতেই লেখা যুক্তিযুক্ত।

# একাধিক উত্তরের ক্ষেত্রে প্রতিবারই মূল নম্বর সহ ওই প্রশ্নের নম্বর উল্লেখ করতে হবে।

# নম্বর সামান্য কাটাকাটি বা ঘষামাজা হলে তা  আড়াআড়িভাবে কেটে আবার নতুন করে লিখতে হবে।

# প্রশ্নের নম্বর লেখার পর পত্রের সাথে মিলিয়ে দেখতে হবে। অনেক সময় প্রশ্নের নম্বরের সঙ্গে প্রদত্ত নম্বর এর কোন মিল থাকে না। এ পরিস্থিতিতে পরীক্ষক প্রশ্নের উত্তরে কোন নাম্বার প্রদান করতে নাও পারেন।

# কোন প্রশ্নের উত্তর কাটতে হলে অবশ্যই সেই প্রশ্নের নম্বর সহ কাটতে হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url